Riya Dutta   (© রিয়া দত্ত ✨)
682 Followers · 85 Following

read more
Joined 30 January 2018


read more
Joined 30 January 2018
27 AUG 2021 AT 12:54

ফেরার পথে ঋণ রাখিনি...
লম্বা সে পথ অভিমানী,
আমরা কেবল সেটুকু চিনি...
ঠিক যেটুকু নিজের মানি ।

-


7 OCT 2020 AT 22:53

বাহানা তুমি দিতেই পারো, ভাবতে যদি অবাক লাগে...
জীবন পথে হোঁচট খেলে, লড়তে হবে একাই আগে।

-


19 SEP 2020 AT 21:37

আড়াল করে রাখা ...
স‍্যাঁতস‍্যাঁতে কিছু ইচ্ছের ভীড়ে,
গাঢ় হয়ে আসে...
প্রতিশ্রুতিদের অন্ধকার;

আমি ভুলে যাই চেনা পথের ঠিকানা,
একটা-দুটো করে ঋণ বেড়েই চলে শব্দে!
শিরায় শিরায় সময় বয়ে চলে নিজের মতো;
ক্ষয়ে ক্ষয়ে যায় টিকে থাকার শেষ অভ‍্যেসটুকু...

তবুও অনায়াসেই বয়ে চলেছি সেই স্থিরতায়,
সাক্ষী আছে এক আলোকবর্ষ দূরত্ব....
সাক্ষী আছে একটা গোটা পৃথিবী।

-


6 SEP 2020 AT 15:59

আঁচটা বোধহয় সেদিন-ই পেলাম, ঠিক তুমিও বললে যেই...
সব হারানো গল্পগুলোর, হারানোর তেমন কিছুই নেই।

-


20 AUG 2020 AT 20:57

প্রতিদিন নিজের লড়াই শেষে, প্রশ্ন আসে রোজের মতো ....
খোয়া গিয়েছে সবটাই?... নাকি হিসেব করে বাড়ছে ক্ষত!

-


4 AUG 2020 AT 12:10

প্রতিবার পথ ভুলে হেঁটে যাওয়া অবিরত....
লিখে রাখে ভুলচুক সময়ের গন্ডিতে,
ভুলে যাই ডাকনাম, ফেলে আসা পথঘাট...
এক কোণে জুড়ে থাকা পরিযায়ী ইচ্ছেতে ।

-


27 JUL 2020 AT 22:04

আক্ষেপ নয়...
অপেক্ষার আর এক নাম-ই 'ভালোবাসা'

-


20 JUL 2020 AT 21:18

ঠিক যখনই তোমার শহর...
ভিজছে একাই পুরোদমে,
আঁকড়ে ছিলাম আমিও সেদিন
তুমি ভাবতে 'ঘটনাক্রমে'!

-


10 JUL 2020 AT 23:26

কবে কোথায় কি হারালে...
আক্ষেপ থাক অবিন‍্যাসে,
পরিচ্ছেদ স্মৃতিরও হয়...
'জীবন' নামক উপন্যাসে!

-


29 JUN 2020 AT 23:34

ঠিক যেখানে পথ ফুরোলো... বিকল্প আর রাস্তা কই?
আমি জানি ফের শুরুটা, এই তোমাতেই মানানসই।

-


Fetching Riya Dutta Quotes