Pratik Saha   (©প্রতীক সাহা)
1.7k Followers · 1.5k Following

EX-NEWS COPYWRITER | EX-HINDI CONTENT LEAD | BRANDED CONTENT CREATOR
Joined 16 January 2020


EX-NEWS COPYWRITER | EX-HINDI CONTENT LEAD | BRANDED CONTENT CREATOR
Joined 16 January 2020
25 APR AT 17:06

স্বরচিত কবিতার বইগুলো আমার কাছে ভিটেমাটির মতো। কবিতার বইগুলো তাই বড়ই আগলে রাখি। সর্বক্ষণ মনে হয় এ জীবনে আমার স্বরচিত কবিতার বইগুলোই একমাত্র সম্বল। বাড়ি ছাড়া হলে হাতেগোনা বই ক'টা নিয়ে পরম শান্তিতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারব। কেউ আমার বাড়িতে এলে অতিথিকে এক কাপ চায়ের সঙ্গে তার হাতে আমার একটি কবিতার বই ধরিয়ে দি। চায়ের কাপে ঠোঁট ছুঁইয়ে তারা যখন একমনে আমার বই পড়েন। তখন মন হয় এ জীবন সার্থক। সার্থক এ জন্ম।

-


25 APR AT 16:36

আবার এসে দাঁড়িয়েছি সমুদ্রের পারে।
ঢেউগুলো ঠিক আগের মতোই
ভিজিয়ে দিচ্ছে আমাকে।
ঢেউয়ের সাথে আসা রঙিন ঝিনুকগুলো
পায়ের কাছে এসে ভিড় করেছে
ঠিক আগের মতোই।

শুধু নেই-
ঝিনুকগুলোকে ঘরে নিয়ে যাওয়ার সেই মানুষটি।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২১ | লেখক: প্রতীক সাহা

-


24 APR AT 22:15

পাহাড়ি জঙ্গলে অচেনা পাখিদের কোলাহল
জটিল চিন্তাগুলো ভুলিয়ে দিয়ে মন ধরে রাখতে জানে।
তবু তাদের কাছে খুব সহজে ফিরে যাওয়া যায় না।।
এ শহরে এত মানুষ,
চাইলে মানুষের কাছে সহজেই ফিরে যাওয়া যায়।
কিন্তু মানুষের কোলাহল মন ধরে রাখতে জানে না।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৯ | লেখক: প্রতীক সাহা

-


22 APR AT 10:01

চা বাগানে যে পাহাড়ি মেয়েটি কাজের মাঝে
আনমনা হয়ে হাসছে ভীষণ পাহাড়ি গানে।
সে মেয়েটি চায়ের কাপে
হাজার রকম গল্প তৈরি করতে জানে।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৭ | লেখক: প্রতীক সাহা

-


21 APR AT 16:49

সন্ধের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঘনঘন,
মেঘ ডাকছে ভীষণ জোরে।
একটু পরে ব্যস্ত শহর খুঁজবে ছাউনি
জোনাকিরাও ছাউনি খুঁজবে অন্ধকারে।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৫ | লেখক: প্রতীক সাহা

-


20 APR AT 0:44

আমার বুকে রাখছ রোজ
তোমার গাঢ় সিঁদুরের দাগ,
নিঃশব্দে তুমি বুঝে নাও
নিজের ভালোবাসার ভাগ।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ১৫ | লেখক: প্রতীক সাহা

-


18 APR AT 23:32

বড় কবিতা ও গদ্য কবিতা যা লিখেছি, পরবর্তীকালে বুঝেছি সেগুলি কবিতাযোগ্য হয়নি। তবে সে কবিতাগুলোর ভিতর যেই চিন্তা-ভাবনা ছিল সেগুলি বাছাই করে লিখেছি অসংখ্য ছোট লেখা/অণুকবিতা। ফলে বড় কবিতা ও গদ্য কবিতার চিন্তা-ভাবনাগুলো বেঁচে আছে আমার অণুকবিতার অসংখ্য খন্ডে।

আগেই বলেছি সময়ে পেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমি ছোট লেখা/অণুকবিতা ছাড়া তেমন কিছুই লিখতে পারিনা। পারব না। একান্ত কোনো কথা বা ভাবনা প্রকাশ করার খাতিরেই মাঝেমধ্যে বড় কবিতা ও গদ্য কবিতার আশ্রয় নিয়ে থাকি। হাতেগোনা বড় কবিতার মাধ্যমে একপ্রকার কৃতজ্ঞতা জানাই নিজেরই কবিতাচর্চার পূর্বভাগের সময়টিকে।

পুরোনো বহুপ্রচলিত কথা আছে- সোশ্যাল মিডিয়ায় বড় লেখা তেমন কেউ পড়ে না। নেটদুনিয়ায় ছোট লেখা পাঠক পড়ে বেশি। (বলা ভালো- ছোট লেখার ভাইরাল হাওয়ার সম্ভাবনা বেশি।) কথাটি আংশিক সত্য। কারন, বর্তমানে নেটদুনিয়ায় ভালো লেখা মানুষ সময় নিয়ে পড়ে। সে বড় হোক কিংবা ছোট। ফলে ছোট লেখার পাশাপাশি বড় লেখা পড়ার প্রবণতা নেটদুনিয়ায় বেড়েছে। যা আমাকে ক্রমাগত অনুপ্রাণিত করছে বড় লেখা লিখতে।

(** ফেসবুক-ই একমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে বাংলা সাহিত্য চর্চা সবচেয়ে বেশি। ফলত, সমগ্র পর্যবেক্ষণ তুলে ধরেছি ফেসবুকে বাংলা সাহিত্য চর্চার গতিবিধি থেকে।)

-


18 APR AT 11:32

তোর সাথে কথা হয় না,
দেখা হয় না, বহুদিন।
শুধু দেখা হয়-
কলেজের পাশে চায়ের দোকানের টেবিলে,
ছোটো করে আঁকা যোগ চিহ্নের দু-পাশে লেখা
তোর আর আমার নামটার সাথে। প্রতিদিন।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ১৩ | লেখক: প্রতীক সাহা

-


18 APR AT 11:22

যে প্রেমের গল্পের চরিত্ররা
আজ একা ভেজে বৃষ্টিতে।
কিছু গাছ তাদের নামগুলো
আজও বুকে আগলে রাখে।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ০৮ | লেখক: প্রতীক সাহা

-


14 APR AT 9:25

২ বছর পর বাড়ি ফিরে আসা শহর কলকাতায়। বাংলা নববর্ষ উদযাপন পরিবারের সঙ্গে। নতুন করে লেখায় ফিরে আসা বই প্রকাশের হাতে ধরে। আসছে আরও নতুন শব্দমালা নতুন বছর জুড়ে। বছর ২ পর এতকিছু পাওয়া, এত পরিকল্পনা লেখা থাক বছরের প্রথমদিনে।

YourQuote সকল লেখক বন্ধুদের ও পাঠক বন্ধুদের জানাই আন্তরিক নববর্ষের শুভেচ্ছা! সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আপনার প্রত্যেকদিন থাকুক নতুনদিনের রঙে ♥

-


Fetching Pratik Saha Quotes