Nila Prativa  
43 Followers · 11 Following

read more
Joined 3 November 2020


read more
Joined 3 November 2020
28 APR AT 23:14

সরল রেখায় কলম চলুক,
বাক্যহীনের কথা বলুক ।
অসহায়ের আর্তনাদ যদি
না হয় কর্নগোচর,
কলম থামবে না..
হবে না পক্ষপাতিত্ব সচরাচর।
কলম কিনতে পারে সবাই,
তবুও কলমের ভাষা হবে না জবাই।
লেখনীর ছোঁয়া ও মাঝে মধ্যে জাঁগায় ভয়,
কলমের ভাষা কেনা সহজ নয়।
কলমের ভাষা যদি হয় ধারালো ছুরি,
লেখনী হোক তবে রক্তপাতহীন তরবারি।

-


26 APR AT 23:44

মনের ঘরে আগুন জ্বলুক,
অনুভূতিরা পুড়ে হোক খাঁক।
যদি কিছু আধপোড়া বেঁচে থাকে,
একান্ত গোপনেই থাক।
সহানুভূতিরা আজ মহার্ঘ্য,
সমালোচনা ই সার,,
নিজেকেই পুষতে হবে
আপন হৃদয় ভার।
মহাবিশ্বের তারারা যেমন খসে পড়ে,
সেই মতো অনুভূতিরাও যাক ঝরে।

-


25 APR AT 10:08

ইচ্ছেরা ডানা মেলে
উড়তে যদি চায়,
লাভ কী বলো?
শেঁকল পরা পায়।
তাতে কার ই বা
কি এসে যায়?
মনের ঘরে স্বপ্নতরী
দুলছে অবিরত,
সাধ্য হীন ইচ্ছে গুলো
রেখেছি বিরত।
এসব ভেবে আর নেই কাজ
সব দিলাম বিসর্জন,
রোবটের ন্যায় বেঁচে থাকাই জীবন।

-


24 APR AT 23:40

যারা ঘর বেঁধেছিলো মনের ঘরে,
খুব যতনে সোহাগ ভরে।
নাকি পরিযায়ী জন বসতি গড়েনি..
আপনার ভেবেছিলো যারে,
আঘাত এসেছে কী মনের দ্বারে।
খুব জানতে ইচ্ছে করে
ক্ষয়ক্ষতির পরিমাণ?
অবেলায় কালবৈশাখীর তান্ডবে
কী হৃদয় পুর ও খান খান।

-


22 APR AT 10:31

কলমের রূপকথায় এঁকেছি তোমারই অবয়ব,
স্বপ্নের রাজপুত্র এসেছিলে ক্ষনিকের তরে,,
ফেরার ব্যস্ততায় ভুলে গেছো সব।
তবুও দিনের শেষে পথ চেয়ে রই পথের পানে,
ফেলে আসা দিন গুলি আজো পিছু টানে।
চোখের কোমল চাহনি অভিমান যত,
কলমের কালিতে তবুও অভিযোগ শত।
ফিরেছো নতুন আস্তানায়..
সাজিয়েছো রূপকথার রাজপ্রাসাদ,
পুরনো ক্যালেন্ডারের ন্যায় _
অপ্রকাশিত ভালোবাসাই কেবল রইলো বাদ।।


-


20 APR AT 19:19

স্বপ্ন নিয়ে খেলছে যারা,
নিত্য ধরছে জনদরদী ভেঁক,,
ধ্বংস হোক সে সব ঠেক।
স্বপ্ন ছিলো শিক্ষকতা,
মানুষ গড়ার কর্মযজ্ঞ,,
সবাই সবটা বোঝে _
তবুও যেন অজ্ঞ।
রাস্তায় দিন কাটে শিক্ষিত বেকারের,
স্বপ্ন গুলো আত্মাহুতি দেয় শিকারীর শিকারে।
অট্টালিকায় দিন কাটায় ধূর্ত শেয়াল,
ধৈর্যের বাঁধ ভাঙবেই..
গড়ে উঠবে শক্ত দেয়াল।

-


20 APR AT 18:53

শহর জুড়ে শুষ্ক বাতাস,
সূয্যিমামা আছেন রেগে _
মর্তলোকে হাসফাঁস।
দোষ টা কার?
তোমার _আমার।
লোভের ছোঁয়া আকাশ সমান ,
ভারসাম্যহীন প্রকৃতির ও আছে..
নিদারুণ অভিমান,
4G নয় 5G চাই!
প্রকৃতি যাক রসাতলে..
কর্মফল এ-ই দুনিয়ায়,
ইতিহাসের বিবর্তন -
সে কথাই বলে।

-


19 APR AT 23:54

খেলাঘর গড়েছিলাম খেলার ছলে,
মনের অন্দরে।
পাশেই ছিলো তরীখানি,
ভিড়েছে কোথা কে জানে।
খেলার ছলেই এসেছিলে,
জড়িয়ে ছিলে মায়ায়,,
তখন ও অজ্ঞাত, অভিনয়ের করাল ছায়ায়,
সম্মুখে এসো না আর বেইমান কায়ায়।

-


17 APR AT 23:09

পরিচয়ে আসে যারা হড়পা বানের মতো,
রেখে যায় স্মৃতি হাজার শত।
ক্ষনিকের পরিচয়ে এসো না পরিযায়ী
সুস্থ সুন্দর সম্পর্ক, হয় যেন দীর্ঘস্থায়ী।

-


14 APR AT 23:47

ভাঙাচোরা হৃদয়ে খুঁজে মরো এক টুকরো সুখ /
মনে রেখো সর্বত্রই বাড়ছে কেবল লোভের অসুখ।

-


Fetching Nila Prativa Quotes