Manisha ghosh   (মনীষা ঘোষ)
323 Followers · 537 Following

read more
Joined 3 October 2019


read more
Joined 3 October 2019
27 MAR AT 21:23

রঙের হাওয়া হাওয়ায় ,

এই বসন্ত হয়তো আসবে আমারও জীবনে
এমনই এক স্বপ্ন দেখতাম কল্পনাতে ঘুমন্ত জাগরণে।

বসন্ত আসে বসন্তের মত করে
বসন্ত পেলাম না এ জীবনে
এমনই ভাবে ঠকতে ঠকতে বুঝেছি প্রতিক্ষনে
বাড়তি রঙের চমক শুধু থাকে বিজ্ঞাপনে ।
অল্প কিছু সত্যি হলেও , সবই একই রকম
যেটা আমরা চাঁদ কিংবা তারার আলো ভাবছি
আসলে তা জোনাকি ।

-


15 MAR AT 0:28

I wish dreams date sleeping.
My sasural house member Mather in low( sasuri ma)

Manoshik torcher

-


15 MAR AT 0:10

আমার সুখ পাখিরা নতুন করে জন্মগ্রহণ করেছে আবার

সুখী তারাই যারা বাপের বাড়িতে খাবার থলি একটাই থাকে
শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই চার থেকে ছয়টা থালি হয়ে যায়
সেরকম সুখী ব্যক্তির নাম
আমার নাম ছাড়া আর কারোর কথাই মনে পড়েন ।

-


11 DEC 2023 AT 8:11

নয়ন তোমারে খুঁজবে একদিন
হারিয়ে যাওয়ার শেষ সময় আগত যখন।

অনেক কান্না বুকেতে নিয়ে
যাচ্ছি এখন হারিয়ে।

আর ফেরা হবে কি এই পথে
দুটো মায়া ভরা স্মৃতি বিজড়িত হাসি।

-


1 JUL 2023 AT 23:33

কবিতারা যখন ছন্দে এসে তোমায় আষ্টেপৃষ্ঠে ধরবে,
তখন গল্প হোক কিংবা পদ্য লেখা এমনি হয়ে যাবে।

-


1 JUL 2023 AT 23:29

যাকে যত বেশি ভুলতে চাইবে
তাকে তত বেশি মন আঁকড়ে ধরবে।
তারে ভোলা যায় না
বরং আরও বেশি ভালোবাসা বেড়ে যায় হৃদয়েতে।

আমরা কেউ চাই বা না চাই
শুধু ভালোবাসা টাই চাই।

-


1 JUL 2023 AT 23:21

ভালোবাসা টা আজও আমার পৃথিবী তে নেই
শূন্যে মহাশূন্যে যাচ্ছে হৃদয় ভেসে

ওগো প্রিয় হৃদয় বাড়ছে কষ্ট আরও
তোমার কাছে সেই অনুভূতি আমি
পাইনি আজও খুঁজে।

-


1 JUL 2023 AT 14:45

আমার হৃদয় ভাঙ্গার গান আর গাইবো না,
তোমায় ছুঁয়ে আর থাকবো না।

যাচ্ছি দূরে সরে যত,
তুমি দেখছো না আমায় ততো।

এই বুঝি কেউ ডাকলো আমায় নাম টি ধরে,
দেখছি স্বপ্ন তোমায় ঘিরে।

অভিমান গুলো জমছে যত
যন্ত্রনা গুলো যেন বাড়ছে আরও
আমার আকাশে তে।

-


1 JUL 2023 AT 2:04

আবেগ আজ একটা বস্তু
ভালোবাসা শব্দটা আজ একটা নিছকই শব্দ
লেখার শব্দ আজ শূন্য
আমি বলে আর আমি নয় কেউ
বয়ে নিয়ে যাওয়া একটা প্রান
তুমি ভুল করেও ছুঁয়ও না আমায়
আমি যে শেষ শব্দেই শেষ।

-


19 JUN 2023 AT 23:10

আমাদের বিবাহের মেঘে যদি যাই ভেসে
ভালোবাসা তরী
তুমি কি ডাকবে কাছে সোহাগ জলের স্রোতে।

-


Fetching Manisha ghosh Quotes