Koyel Das   (ধুলোবালি(koyel))
203 Followers · 101 Following

read more
Joined 5 July 2020


read more
Joined 5 July 2020
11 DEC 2023 AT 22:28

দাগ টানে পেন্সিল খাতায়,
লাইনেরা সব আঁকা বাঁকা;
দাগ মেপে না আঁকলে পরে -
খুব কঠিন, সরল রেখা আঁকা।
জটিল হওয়াও খুব সোজা,
সরল নয় খুব সরল হওয়া;
তাই এত জটিল পরিবেশে -
কঠিন , সরলের দেখা পাওয়া।
যেমন এসেছে যে ,যে,
তেমনই তো যেতেও হবে;
কেন তবে বয়েসের সাথে -
আলো মুছে কালি মাখা হাতে!
তুমি বরং আলো হয়েই থেকো;
সরলতা দুঃখ এনে দেবে;
সুখ শুধু মায়া মনে রেখো,
অমর হয়েছে কে কবে!
আলোখানি করে ধ্রুবতারা,
তারা রাও জ্বলবে টিমটিম..
আঁধার রাতে ভয় পায় যারা -
তুমি হয়ো তাদের পিদিম।।




-


10 DEC 2023 AT 22:45

উঁচু নিচু তরঙ্গ সম,
নিরাকার,নিরাবয়ব নিত্য স্বর তব -
ধ্বনিত হয়েছে দিকে দিকে;
আলোকিত হয়েছে ব্রহ্ম তেজরাশি মেখে;
আদি অন্ত যার দেখা চায়,
তার দেখা পাওয়া নাহি যায়।
নয়নের মাঝে থেকে, নয়নেই দাও না পরিচয়,
এ কেমন মায়া মৃত্যুঞ্জয়!
জন্ম হতে অন্বেষণে মৃত্যু এসে যায়,
মায়া দিয়ে ঢেকে রাখে প্রভু মায়াময়..
সত্যান্বেষী সত্য পাবে কবে!
কবে ফের নয়নের মাঝে ত্রিনেত্র জাগ্রত হবে?




-


18 NOV 2023 AT 1:00

আমি চলতে থাকি ,
পাহাড় থেকে টিলা,টিলা থেকে সমতল..
পথ শেষ হয় না;জঙ্গল আসে,আসে ভীষণ ঘন রাত..
নুড়ি পাথরের দল আমার সাথেই নেমে আসে,
পাহাড় হতে সমতল,টুকরো টুকরো হয়ে যায়..
বালি হয়ে পাশে থেকে যায়,পাথরের পর আসে মাটি -
জল মেখে ,কাদা হয়ে ভেজে, জন্মায় শৈবাল..
ঝাঁক বেঁধে আসে মাছেদের দল,আমার মনের মাঝে -
রুপোলি সকাল, সার বেঁধে বয়ে চলে ,ঘর বাঁধে..
কখনো ডাঙার পাশে, কখনো গভীরে;
আসে যায় ,জন্মায়,আবার জন্ম নেবে বলে হেসে চলে যায়..
আমি এগিয়ে চলি,সাগর কোথায়?
নীল জল,আকাশের মুখ দেখা যায়,সাগর কোথায়?
ধীর হয়ে আসে গতি,খুঁজে দেখি এদিক ওদিক;
নিজেকে ভেঙে, ছড়িয়ে দিই চারপাশে..সাগর কোথায়?
শ্বাস নেয় মাটি ভেঙে মূল, "চলেছো কোথায়?"
অন্তের মিল খুঁজে পেতে..অশ্রুজল নোনা হয়ে বয়..
সাগরের খোঁজে শেষে নদী,নিজেকে সাগরে হারায়।

-


3 AUG 2023 AT 21:38

রাখলে হাত পুরনো ইঁটের দেওয়ালটায় -
এখনো দেখি স্মৃতিগুলো সব চমকে যায়!
তার মানে বুঝি কিছু আরো বাকি রয়ে গেছে;
কালি ওঠা পিদিমের নিবু নিবু আলো, চাঁদ ছুঁয়ে গেছে...
পুরোনো সব আবার নতুন ন্যাপথলিন এ মুড়ে,
বন্দী করে রেখে দিই স্মৃতির তোরঙ্গে ছুঁড়ে...

-


22 JUN 2022 AT 20:06

মেঘে ঢেকে রাখি চারপাশে..
তবু দেখি বৃষ্টির ফোঁটা,
কোথা থেকে আলো নিয়ে আসে!

-


12 MAY 2022 AT 20:45

বুঝি সশব্দ নীরবতা -
বলে চলেছে..
অনবরত,
নিজের মনে কথা...

-


6 MAY 2022 AT 21:45

পদ্ম পুকুর দীঘির নিচে -
ঠিক যেখানে ভোমরা আছে সিন্দুকে..
আজকে তার ডালা খুলুক আলগোছে;

সরিয়ে জল উড়িয়ে ডানা..
ভোমরারা উড়ে যাক দূরদেশে;
আজকে আর চোখ বোজার নেই মানা।

আকাশ জুড়ে মেঘ করুক খুব কালো,
অঝোর ধারায় বৃষ্টি হোক...
আরম্ভের চেয়ে বিদায় হোক জমকালো।

-


4 MAY 2022 AT 21:11

আশা বুঝি সবুজ বনের মাঝে ছোট্ট ঘাসফুল..
লুকিয়ে রয়েছে সবুজ পাতার আড়ালে !
ইচ্ছেরা ঠিক সবুজ সজীব ক্লোরোফিল মেখে গায়,
মাঝে মাঝে সত্যিই হয়ে যায়,বিশ্বাসে হাত বাড়ালে...

-


4 MAY 2022 AT 11:39

কিছু কথা মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে -
ফিরবে না জানি; তবু সুতোর খোঁজ করি..
যদি একটানে কথাগুলো সব ফিরিয়ে নেওয়া যায়!
যদি মুখের কথা ফিরে আসে ফের ঘরে,!
মনের কথা মনের মধ্যে দিয়েই দেয় পাড়ি -
হয়না বুঝি কোনোদিনই এমন সহজ উপায়..
তাই ভাবনায় ফিরে যাই,ফিরবে না জানি;
কথাদের নিজের মতো সাজাই, সুতো ধরে টানি...
কথা দের পালে লাগে হাওয়া..ভেসে যায় তেপান্তরের পারে;
মিথ্যে রূপকথা লিখে যাওয়া..দেখি যদি একটা কথাও ফেরে....

-


10 APR 2022 AT 16:02

পাটনী শুধায়, কি নাম তোমার?কোথায় তোমার ঘর?
কোথায় যাবে,একলা কেন,দাও দেখি উত্তর..
হেসে বলেন দেবী, "মাঝি, অলক্ষ্যে গঙ্গাধর-
ঠাঁই দিয়েছেন শ্মশান হতে বিশ্ব চরাচর;
এমন করে গড়ে দিলে বিশ্ব জুড়ে ঘর -
সবাই এখন আপনারই, কেউ তো নয় পর!
ছুঁলে পরে পরশমনি, হৃদয় সোনার নাও;
জানতে চাও হৃদয়ের কাছে,দেখো উত্তর কি পাও.."

-


Fetching Koyel Das Quotes