Kaberi Roy Chowdhury  
304 Followers · 44 Following

read more
Joined 30 March 2021


read more
Joined 30 March 2021

ঝিকিমিকি সোনালী চমকে মন জ্যোৎস্না
নির্জনে অবগাহন সৌন্দর্যের বিপুল মণিমানিক্য
ধোঁয়া ওঠা কাপে চুমুক সুদূর পিয়াসী আবেগঘন
চন্দ্রিমা রাতে স্বর্ণালী হাসিতে হৃদয় ভরাট
হৃদাকাশে আলোময় দ্যুতিতে উৎফুল্ল উপভোগ
একলা মনে ভাবুক চিত্ত নৈস্বগিক সুধা রসে সিক্ত।

- কাবেরী রায় চৌধুরী

-



অভিজ্ঞতা সঞ্চয় বৈচিত্র্যময়
রঙিন সুতোয় নক্সা তোলা ফোঁড়
চাঁদের হাসি জ্যোৎস্না জ্যোতি
শূন্যমন ঢেউ ভেঙ্গে সুপ্তির খোঁজ।
বনভূমির শ্যামলিকা সজীব প্রশ্বাস
অনুভূতিগুলো নির্জনে মনে রেখাপাত
হিসেবের বাইরে গড়পরতা রোজনামচা
নদীর কুলকুল শব্দে শীতলতার আবেশ ।
প্রখর রৌদ্দুর সুনীল আকাশে মেঘের পালক
নীলকন্ঠ পাখির ডানায় সোনালী স্বপ্ন
রোজকার দিনলিপিতে দীর্ঘ রাস্তার পথ
ছায়ার ঘোমটা মুখে টানি নীরবতায় টানি গল্প।।

- কাবেরী রায় চৌধুরী

-


YESTERDAY AT 0:12

কাঁচের আর্শিখানা ভেঙ্গে চুরমার
ঝনঝন শব্দে অস্থিত্বের অহংকার ।
হৃদয় ভাঙ্গার কষ্টটা মৌনতায় বরিষণ
জমাট বাঁধা বুকে দোয়াত কালির প্রস্রবণ ।
নিকোটিনের ধোঁয়ায় ভেসে ওঠে সেই মুখ
কবির কলমে কল্পনায় স্মৃতি মন্থনে সুখ ।
কেউ জানে না লুকোনো গোপন ব্যথা
জ্যোৎস্না রাতে আলোছায়া মায়া জড়ানো ব্যাকুলতা ।
শব্দের আল্পনা আঁকে লতানো গুল্মের পরিভাষা
ভরসায় গড়ে ওঠা আশ্রয় ভেঙ্গে পড়ে তুফানী ঝঞ্ঝায়।।

- কাবেরী রায় চৌধুরী

-


29 APR AT 15:43

শ্বেত পাথরে খোদিত স্মৃতিমিনার
নেপথ্যে হারেমের ব্যথাতুর ইতিহাস।
প্রেমের সমাধি সলিলে অস্ফূট ক্রন্দন
যমুনায় স্ফীত জলোচ্ছাসে অশ্রুত প্লাবন।
কায়াহীন ছায়া উদাসী বিহ্বল মনোবল
ভাঙ্গা মন কুহকী মায়ায় কম্পিত আঁখিপল্লব।।

- কাবেরী রায় চৌধুরী

-


29 APR AT 12:22

মাতৃগর্ভ থেকে চোখ খুলে আলোকরশ্মি ছটা
দুবাহু বাড়িয়ে প্রথম পরিচয়ে লহ প্রণাম।
সাতরঙা ঝিলিকে রাঙালো মৌনতা নীরবতা
স্বমহিমায় উজ্জ্বলতার দৃষ্টান্তে মহান ।
তেজস্বিতা প্রখর রৌদ্দুর চরিত্রে বিকশিত হোক
সহ্যে বীর্যে পরাক্রমশালী গৈরিক তাপস।
ঝড় ঝঞ্ঝায় আড়ালে থেকে অটল বিরাজমান
আলোহীন জগৎ অন্ধকারে ডুবন্ত নিরাশা ।
সূর্যের দেশে আগুনরঙা জ্যোতির্ময় ব্রক্ষ্মান্ড
জবাকুসুম সংঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং
ধ্বান্তারিং সর্বপাপঘ্ন প্রণতোহস্মি ।।

- কাবেরী রায় চৌধুরী

-


29 APR AT 0:02

মনের ঈশারায়
- - - - - - - - - - - - -
ভাবনারা পাখা মেলে রঙবেরঙ
হাসি কান্না হীরে পান্না মুক্ত জহরত।
সোনালী দিনগুলো রামধনু রঙ আঁকা
দুঃখগুলো বর্ষার মেঘের জল ।
অভিমানে ধূমায়িত ঈশান কোনে আঁধার
প্রতিবাদী চেতনায় তুফান তোলা ঝঞ্ঝা ।
মনের ঈশারায় কলম চলে স্বাধীন চেতনায়
মতিগতির দিকনির্ধারণের শাণিত তরবারি ।

- কাবেরী রায় চৌধুরী

-


27 APR AT 23:39

প্রখর রৌদদুরে শুষ্কতা
গাছের ছায়া ভরসার ছত্রছায়া।
নদনদী শুকনো নুড়িপাথর
মৃত্তিকা রুক্ষ ফাটল ধরা ।
চাষীভাই আকাশ পানে চোখ
খরতাপে শষ্যের ক্ষতি বহুত।
চাতক চোখে অপেক্ষায়
বৃষ্টির দেখা নাই।।

- কাবেরী রায় চৌধুরী



-


27 APR AT 23:08

অঙ্কুরিত প্রেম চুপিসারে
হৃদয়ের ফুলদানিতে লালিত
জুঁই ফুলের সৌরভে আমোদিত ।
তোমার নামে অনুরাগে প্রগাঢ়
শুভ্রতার আলোয় নির্মলতা
নিষ্পাপ পবিত্রতার স্বাক্ষর।
ফুল যেমন হাসতে হাসতে ঝরে
প্রেম নিকষিত হেম সুধাসিন্ধু
অন্তপুরে জ্যোৎস্না আলোকবিন্দু ।।

- কাবেরী রায় চৌধুরী

-


27 APR AT 0:27

কচি সবুজ রঙের ডালে ডালে কুসুম
বর্ণবিভায় আকৃষ্ট মধুলোভী অলির গুঞ্জন
কিশোরীর দেহতনু রঙ তুলির টানে লাবণ্য
সৌন্দর্যে ভরভরাট শিল্পীর নিখুঁত অঙ্কন।
স্বপ্ন দেখা মন মুকুলিত মঞ্জুরী সুবাসিত
প্রেমের কুসুমকলি হৃদয়ে প্রস্ফুটিত
নতুন পাতায় প্রেমপত্র আদানপ্রদান
মধুময় সম্পর্কে আবেগে রামধনু রঙ।
একগুচ্ছ ফুলে বসন্ত জাগ্রত প্রাণ
যুগল প্রেমের গল্প যদি ত্বমং হৃদয়ং তব
ভালবাসার গাঢ়তায় ব্যঞ্জিত নবরাগ ।।

- কাবেরী রায় চৌধুরী

-


25 APR AT 23:57

ইচ্ছেরা মেলে ডানা
------------------------
ঘূর্ণি হাওয়ায় ওড়না ওড়া
ঐ নীল দিগন্তে ইচ্ছেরা উড়িউড়ি
মেঘের আঁচলে রামধনু আঁকা ।
রঙিন প্রজাপতি হলুদিয়া সুখের খোঁজে
সীমানা পেরিয়ে মুক্ত বিহঙ্গিনী
মুসাফির চলে দূর দূরান্তগামী।
হাওয়ায় মাতন পূবালি পশ্চিম বায়
উত্তরে শৈলমালায় ভ্রমণ পিয়াসী
দক্ষিণ সমুদ্রে ঢেউয়ের ফেনিল বুদবুদ
পূর্ণতার পরোয়ানা ব্যতিরেকে দেয় ডুব।
অসীম অনন্তের দিশারী মুক্তধারায়
নীল নীলিমায় কল্পনাচারিতা
পরাগ রাডিং এ ভেসে আকাশ ছোঁয়ার ইচ্ছেরা
সুখের খোঁজে আকুল হিয়া উড়ন্ত ডানায়।।

- কাবেরী রায় চৌধুরী

-


Fetching Kaberi Roy Chowdhury Quotes