Debadwip Majumder   (Debadwip Majumder)
17 Followers · 26 Following

read more
Joined 19 July 2021


read more
Joined 19 July 2021
26 APR AT 3:47

সুখে নেই কেউ
~~~~~~~~~~~
ভাবছি ধরে হাজার রাত,
কে আছে আজ জগৎ সুখে ?
মাতোয়ারা মন খুঁজছে সুখ,
বোঝা যায়না কাউর মুখে।
নিত্য দিনের ব্যস্ততা আর,
সুখে নেই আজ কেউ।
ঝলসানো আলোর এই শহরে,
নীরব বুকে অশ্রু ঢেউ।
মেনে নিতে আজ পারছেনা মন,
মরুভূমি আজ হচ্ছে হৃদয়।
শব্দভান্ডার ফুরিয়ে আসে,
কিশোর দিন আজ পাচ্ছে ভয়।
সুখে আছে কে জানতে চাই ?
পাবো কোথা সুখ কোন বাজারে..?
দিগম্বর হয়ে আজ পাগল বেশে,
সুখ খুঁজেছে হাজারে হাজারে।
সুখের পিছু ধাবা হলে নাকি,
আজ সুখ পালায় দূরে দূরে।
সুখে নেই কেউ আজ বুঝতে পেরেও,
সুখের খুঁজে আজ ঘরে ঘরে।
~দেবদ্বীপ মজুমদার

-


15 MAY 2023 AT 4:29

জীবন আজ নাগাসাকি
~~~~~~~~~~~~~~~
ভালোবাসা বিলিয়ে দিয়ে,
হচ্ছি বড় একা..।
হাজার মানুষের ভিড়েও আজ,
পাইনা নিজের দেখা..।
তিলে তিলে আজ ভাঙছে সব,
দেখিনা কোনো আশা..।
হাসি মুখে শুধু ভিক্ষা চাইলাম,
এক মুঠো ভালোবাসা।
নিজের বলে ভাবি যাকে,
সেই দেয় আজ ফাঁকি..।
বিস্ফোরণে জীবন বিধ্বস্থ,
হৃদয় জুড়ে নাগাসাকি..।
অভাগা হয়ে যাই ছুঁয়ে দেই,
সব হয়ে যায় ছাই..।
হাজার আশা ভেঙ্গেও আজ,
সপ্ন কুড়ে বেড়ায়..।
~দেবদ্বীপ মজুমদার

-


26 JUN 2022 AT 4:03

পীড়িতের জ্বালা
~~~~~~~~~~~
সাধের পীড়িত বড় জ্বালা,
এই পীড়িত বড় খেলায়।
ভুলেও বন্ধু ভুল করে আজ,
যাইয়ো না পিরীতের মেলায়।
এই পীড়িত কাছে টানে,
মায়া বাড়ায় ধীরে ধীরে।
নিজেরে হারাইয়া বন্ধু,
পায়বানা জগৎ ভিড়ে।
পিরীতি খাইতে অমৃত রস,
বেশি খাইলে আর হয় সুগার।
পিরীতি ছাইড়া গেলে টের পাওয়া যায়,
ফিরে না যে ঘরে আবার।
পিরীতি কাছে টানে ফালায় ফাঁদে,
এই পীড়িত ভুলেও আর কইরো না ।
পিরীতির লাড্ডু খাইয়া,
পিড়িতে আর মন গলায়ও না।
~দেবদ্বীপ মজুমদার

-


25 JUN 2022 AT 4:07

ফেলে আসা দিন
~~~~~~~~~~~~~
ফেলে আসা স্মৃতি আজ,
পিছু ফিরে ডাকে।
সাদা কালোর গোলক ধাঁধায়,
না জানি মন খুঁজছে কাকে?
কাটানো মুহূর্ত মনে দেয় উকি ,
ব্যাথায়ও ঠোঁট শুধু হেসে যায়।
ফেলে আসা দিন গুলো আজ,
আবার সে ফিরে পেতে চায় ।
সামান্য মুহূর্তের জন্যও যদি,
ফিরে পেতাম দিন গুলো।
সামলে যেত এলোমেলো পথ,
হতনা জীবন অগোছালো।
আজো যখন সে মুহূর্ত ,
মনে দেয় আলতো সারা।
হৃদয়ের সব দুঃখ ভুলে,
ছেলেবেলার স্মৃতি হয় বাঁধনহারা।
আমার কাঁধে মাথা রেখে,
বুকে আগলে স্মৃতির নদী।
ফেলে আসা দিনগুলো ,
আবার ফিরে পেতাম যদি।
ভুলে যাওয়া স্মৃতি ,
আজো দৃশ্য চোখে ভাসে।
ফেলে আসা দিন গুলো আজ,
মন মরুর ক্যাকটাস সম চারিপাশে।
ফেলে আসা দিন গুলো,
পিছু ফিরে আজো ডাকে।
এগিয়ে জীবন আজ,
নব প্রকাসে খুঁজে পায় তাকে।
~দেবদ্বীপ মজুমদার

-


24 JUN 2022 AT 4:04

বশুক না এবার প্রজাপতি
~~~~~~~~~~~~~~~~~
চলার পথে এগোচ্ছে মন,
দুগ দুগ হৃদয় কাপে।
জীবন হচ্ছে রঙিন ছোঁয়ায়,
একটি নতুন ধাপে।
একার জীবন কাটিয়ে সে আজ,
নব রূপে দম্পতি।
লুকিয়ে চুরিয়ে প্রেম হলো অনেক,
এবার, বশুক প্রজাপতি।
লাগিয়ে হলুদ শাঁকের ডাকে,
হাজারো হুলুর্ধনী।
লাজুক কন্যে বধূর বেশে,
হয়ে উঠুক আজ গৃহিণী।
শিতায় শিদুরের আলতো ছোঁয়ায়,
মালা বদলের পালা।
বশুক না এবার প্রজাপতি,
আর কত হবে প্রেম খেলা।
লুকিয়ে লুকিয়ে হাথ ধরা আর,
চুরি করে চুমু খাওয়া।
প্রেমের জীবন শুরু হলো,
লং-ড্রাইভে যাওয়া।
দুষ্টু মিষ্টি চাওয়ার জীবন,
বিয়ের ফুলে দুজনায়।
দুটি হাথ হোক একাকার মিলে,
শুরু হোক এক অধ্যায়।
~দেবদ্বীপ মজুমদার

-


23 JUN 2022 AT 3:24

পাইনা আপনজন
~~~~~~~~~~~~
জীবনটা আজ ভীষণ প্রিয়,
যতই ঝরুক রক্ত।
ছেড়া মাস্তুলের ভেলায় ভেসে,
ছলনার মায়ায় আসক্ত।
ভেবে প্রিয় যতই এগোই,
অপ্রিয় হই শেষে।
নিজের পাসপোর্ট লুপ্ত করে,
হারাই নিরুদ্দেশে।
সোশ্যাল মিডিয়ার লাইক পোস্ট আর,
ভরে উঠেনা মন।
ফেইসবুকে সে অনেক বন্ধু,
তবু পাইনা আপনজন।
ব্লুটুথ স্পিকারে গান বাঁঝছে,
মোবাইলে ব্যাস্ত তারা।
হাজার ডেকেও কানে হেডফোন,
তাই পাইনা তাদের সারা।
ফ্রেন্ড রিকোয়েস্ট আর ফলো বাড়াতে,
কমছে নিজের মানুষ।
সোশ্যাল মিডিয়া আজ শিরোস্তরে,
নেই মানবিক হুশ ।
~দেবদ্বীপ মজুমদার

-


22 JUN 2022 AT 3:49

বৃথা স্বপ্ন
~~~~~~~~
স্বপ্ন দেখতে ভাবতে হয়না,
স্বপ্ন দেখা তো মন্দ নয়।
বাস্তবেতে পাওয়ার আশা,
সপ্ন ভাঙার ভীষণ ভয়।
স্বপ্ন পূরণে দেখছি যা এক,
প্রয়োজন বিষণ অর্থ।
বেকার মধ্যবিত্ত ঘরের হয়ে,
আছে কি আর সামর্থ !
সপ্ন দেখতে ভয় লাগে আজ,
জানিনা হবে কি পূরণ।
স্বপ্ন ভাঙলেও বুঝদে দেইনা,
মুখে হাসি থাকে অকারণ।
স্বপ্নের দাম লক্ষ্য টাকা,
ছেরা কাথায় কি শোভা পায় ?
একদিন হবে সান্তনা দিয়ে,
স্বপ্নটাকেই ভুলে যায়।
স্বপ্ন পূরণে ভাগ্যও লাগে,
লাগে নিজেদের সমর্থন।
সবার ভাগ্যে থাকেনা প্রসন্ন,
বৃথায় স্বপ্ন দেখা আজ অকারণ।
~দেবদ্বীপ মজুমদার

-


19 JUN 2022 AT 3:22

বেকার বলে
~~~~~~~~~
বেকার বলে বুঝছি সব,
বুঝছি সত জ্বালা।
কথার খোটায় মন চিরে যায়,
মানতে হয় আজ অবহেলা।
অমুকের ছেলে চাকরি পেয়েছে,
করছিস কি তুই?
এসব কথায় শুনতে হয়,
কথার ধারালো বিদছে শুই ।
বেকার বলে আজ আর কাল,
পরিবারো নাই কথায় পিছিয়ে।
মিষ্টি কথায় আত্মীয়রাও আজ,
পাথর কন্টক দেয় বিছিয়ে।
বেকার বলে মনের মানুষও,
বলে উঠে আজ করছো কি?
চাকরি যদি থাকে না পকেটে,
আমার পরিবার তবে বড় হিসাবী।
চাকরি চাকরি করে আজ আমরা,
বলি দেই হাজার স্বপন ।
বেকারের ট্যাগ লেগে থাকে পাশে,
হইনা আমরা কাউর আপন।
বাপের হোটেলে খাচ্ছিস আর,
থাকবি কতদিন এমনি বেকার।
এসব কথাও হাসি মুখে শুনি,
বিষাদের জ্বালা বুঝে কে আবার?
বেকারাও একদিন করবে কিছু,
থাকেনা শুধু চোখের দেখা।
গভীর কাতর রাতেই যানে,
শুধু আজ সময়ের অপেক্ষা।
~দেবদ্বীপ মজুমদার

-


18 JUN 2022 AT 3:25

উরেই যেনো হই
~~~~~~~~~~~
আমার ভাগ্যের প্রত্যেক পাতায়,
রেখে গেলাম কিছু বাকি।
না লেখা এক অন্তহীন গল্পে,
চিরকাল যেন বেচেঁ থাকি।
আমার প্রত্যেক কাল ও মুহূর্তে,
লেখে দিয়ো শুধু ওরেই নাম।
প্রত্যেক গল্পে প্রত্যেক বুর্ণনে,
বুঝিয়ে দিয়ো অনুভুতির দাম।
আমি তো রইলাম পিপাসিত ,
পাইনা প্রাণের এক ফোঁটা বিন্দু।
দিশাহীন অভাগা এক পথিক হয়ে,
খুঁজছি নৃশংস মরুতে সিন্ধু।
প্রত্যেক গলি গ্রাম সহরতে ,
আমি পাইনা যার খোঁজ।
নিশ্বাস যার দিন গুনে,
হারায় সে প্রতিরোজ।
হৃদয় যখন দেওয়ায় হলো,
ব্যাথা কেনো তার অসীম।
আবার তারই সে হাসিতে,
ভাঙ্গা মনের প্রলেক হয় অপরিসীম।
তার প্রত্যেক ভাঙ্গতে, ক্ষততে,
অধিকার ভাঙ্গা হৃদয়ে ঘর।
প্রইজনে নিয়ে নে প্রাণ মম,
তবে কথা দে, থাকুক সে জীবন ভর।
এখন শুধু মনের আকাঙ্ক্ষিত আশা,
সে থাকুক আমারেই মধ্যে।
আবেগের মায়া অপূর্ন থাক,
না লেখা মনের অসম্পূর্ণ গদ্যে।
~দেবদ্বীপ মজুমদার

-


17 JUN 2022 AT 1:43

না ফেরার দেশে
~~~~~~~~~~~
চলে যায় মানুষ অনন্তের দিকে
ফিরে না আর, ভুলে সব স্মৃতি।
না ফেরার দেশে যায় সে একবার,
ঘুরে না আশা হয়ে এক অথিতি।
কত সত কথার পরে আছে স্মৃতি,
পরে আজ তিলে তিলে মনে ।
ছলছল করা স্তব্ধ নয়ন,
অশ্রু ঝরায় আজ তার বিসর্জনে।
যাচ্ছে সেতো আসবেনা আর,
যাচ্ছে এক না ফেরার দেশে।
রঙিন জীবন কোথায় গেলো ?
রওনা হলো সে তুষার বেশে।
মনে পড়ে আজ ফেলে আসা সব দিন,
আনন্দ উল্লাসে কত রঙের খেলা।
চলে যাওয়া মানুষ আজ নে ফেরার দেশে,
আগলে রেখে স্মৃতি বিদায় বেলা।
বিশ্বাস থাকেনা নিশ্বাসের আজ,
নিশ্বাস গণে আজ ফুরিয়ে আশা দিন।
দেহ জলে চিতার আগুনে,
জলেনা শুধু স্মৃতি আগলে প্রতিদিন।
ভালো থাকুক প্রতিজন,
যারা আজ আছে না ফেরার দেশে।
বাকি আগলে রাখুক সবাই,
বিদায় নিছেয়ে যারা স্মৃতি রেখে ভালোবেসে।
~দেবদ্বীপ মজুমদার

-


Fetching Debadwip Majumder Quotes