ব্যর্থ জীবনের গল্প🇧🇩   (মোঃজামিল)
2.3k Followers · 633 Following

Joined 31 July 2018


Joined 31 July 2018

কিছু স্মৃতি বেঁচে থাকে কেবল
পুরোনো ডায়েরির পাতায়।

-



বা"করতেও চাইনা বিশ্বাস আর,
যেখানে নেই গুরুত্ব নেই মায়া
আছে কেবল অবহেলা আর হাহাকার।

-



অভিশাপ দেবোনা কখনোই তোমায়,
মন থেকে করবোনা ঘৃণা।
দেখিয়ে দেবো আমিও তোমায়!
বাঁচতে পারি তুমি হীনা।
ভেবেছিলে তুমি তোমার বিরহে
দেবদাস হয়ে যাবো আমি!
গোফ দাড়ি রেখে শহরের বুকে
করে যাবো পাগলামি।
আমার আমিটার আসল রুপ,
তোমার জানা ছিলোনা
দেখিয়ে দেবো আমিও তোমায়
বাঁচতে পারি তুমি হীনা।

-



পাল্টে গেছো তুমি পাল্টে গেছে তোমার মন,
পাল্টে গেছে চেনা মুখ নেই তুমি আগের মতন।
এখন তুমি তোমার মতন উড়ছো যখন তখন,
ইচ্ছে হলেই ভাঙছো তুমি জেনে বুঝে কারোর মন।
কেন এমন হলে তুমি বিশ্বাসে দিলে ছুড়ি,
কেন পারোনি হতে সরল মনের নাড়ী?
বিভৎস তোমার আচরণ চাহনিতে লোভ মাখা,
তোমার মায়ায় নষ্ট জীবন অনেকেই হয়েছে একা।

-



এসেই ছিলে যাবার জন্য
থাকার জন্য নয়।
যতটুকু দিয়ে ছিলে,
শুধুই অভিনয়।
নষ্ট করলে সুখের জীবন,
ভাঙলে মনের ঘর।
বুঝলেনা এই ভবে ওগো,
কে আপন কে পর!
খুঁজলে তুমি টাকার বাড়ি,
মনের নাইযে দাম।
সহজ পথে করলে তুমি,
তোমারে নিলাম।

-



দোষ তোমার ছিলোনা
অপরাধী আমিই ছিলাম।
আগ বাড়িয়ে তোমার কাছে,
ভালোবাসা চাইতে গেলাম।
কখনোও আমায় ডাকোনি কাছে,
লাঞ্চনা বঞ্চনা যা কিছু আছে
সবটাই দিলে উপহার,
তোমার কাছে চাইবার মতো নেই কিছু আর।

-



সারা রাত অতিতপ্ত স্মৃতির সাথে যুদ্ধ করি,
ক্লান্ত চোখে একটা সময় ঘুম চলে আসে।
আবার একটা নতুন ভোর বা নতুন সকাল,
সারাদিনের ব্যস্ততা শেষে সেই ভয়াবহ রাত আবার চলে আসে।।

-



চলে গেছো বলে একটুও কষ্ট পাইনি,
কষ্ট পেয়েছি তোমার অভিনয়ে।
কি প্রয়োজন ছিলো এভাবে কাঁদাবার?
বলে দিলেই পারতে তুমি আমি সবটা নিতাম সয়ে।

-



যার মন ভাঙে সেইতো বোঝে
মন ভাঙার কিযে কষ্ট।
আমি এমন একটা মন চাই,
যাকে অন্য কেউ ভেঙে চুরে করে গেছে নষ্ট।

-



তোমার কাছে খুব বেশি কিছু ছিলোনা চাওয়ার,
চেয়েছি কেবল সহানুভূতি।
কুকুরের মতন তারিয়ে দিলে আমায়,
হয়তো এটাই ছিলো নিয়তি।

-


Fetching ব্যর্থ জীবনের গল্প🇧🇩 Quotes