অর্ণব বেরা   (~অর্ণব (রেশ))
298 Followers · 62 Following

read more
Joined 10 November 2017


read more
Joined 10 November 2017
19 JAN 2022 AT 18:30

তোমার পরাগরেণু বরাবর আমার অন্তর্জলি যাত্রা,
আকাশের হেমে পোড়া ধূপের ব‍্যাপ্তি;
এসো না আরেকবার ত‍্যায় করি দুর্গম রাস্তা ,
ফুলের ভাঁজে লুকিয়ে রেখো সমাপ্তি।

-


27 OCT 2021 AT 10:13

অপেক্ষার বোতলে ,
নিরুপায় মন খোঁজে ব‍্যর্থ অবলম্বন ;
কিছুক্ষণ আরো থেকে যেতে পারলে,
প্রিয় নামে আর্দ্র হয় বাস্তুহারা দ্রবণ ।।

-


29 SEP 2021 AT 18:57

ক্রমশ হারিয়ে যাচ্ছে এই ভিটেমাটির শেকড় ,
নিংড়ে নিচ্ছে তার সমস্ত জৌলুস ;
তবুও বাউন্ডুলে শোকেরা ঘিরে ধরে পুনর্জন্মের চাদর,
হাতে নিয়ে একজোড়া সতেজ ফুসফুস।।

-


23 SEP 2021 AT 20:49


কান্না পাষাণ, ইষ্টজপে হাজির
ঘোড়ার চালের মন্দিরা;
আড়াইয়ের প‍্যাঁচে ,
বিদ্ধ প্রাণভোমরা।।

-


21 SEP 2021 AT 20:12

ইতির ভাঁজে স্মৃতি ছিল ,
স্মৃতির হৃদে কমল;
বুকের মাঝে প্রশ্ন ছিল,
তুমি ঘর নাকি মহল!!

-


20 SEP 2021 AT 10:05

সোনা সে এতই খাঁটি দূর থেকে যায় চেনা,
কলম জুড়ে রঙীন নবজন্ম, ওহে কাজলনয়না!
সহজ সরল অপাপবিদ্ধ, নোলকে মেঘরঙা ইচ্ছে..
হাজার মানুষের ইন্সপিরেশন,তোমায় অর্ঘ্য দিচ্ছে।
কিছুটা বেখেয়ালি,কিছুটা বাউন্ডুলে ভাবনার মহাকাশে,
বুকের মাঝে তিস্তা বহে ,মোহনায় মেশে অবকাশে।
প্রাপ্তির কৌটো পূর্ণ হোক, ভালোবাসা হোক আরো রঙিন।
আরেকটি বছর হাসিতে কাটুক উইশ জানায় আলাদিন।

-


9 AUG 2021 AT 19:18

ছোঁবো বলেই ভেবেছিলাম , তুমি হারালে ইতস্ততঃ..
আজই ঝড়ের রাতে আরশি ভাঙে, হাসনুহানার ক্ষত।।

-


29 JUN 2021 AT 2:05

চুপটি করে ফিরে এলে একলা আকাশ ভেদ করে,
কিন্তু আমি গাড়ি পাঠাচ্ছি ,এবার তুমি ফিরে যেও;
ভাবছ বুঝি কি হল, চিঠি পাঠাবে মন দপ্তরে !!!
আসলে আমি আগের নেই, ইতি ভালোবাসা নিও।

-


25 JUN 2021 AT 19:31

স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে , সেদিন হঠাৎ 'স্মৃতি'র চোখটা ভেসে উঠল । পাতা থেকে অশ্রুসিক্ত অক্ষর জ্বলজ্বল হয়ে সেদিনের কথাগুলো মনে পড়ল ,"তোমাকে ভাঙতে আমি আসিনি , ভেঙে যাওয়া নৌকায় নোঙর পরাতে এসেছি ";
আমার নৌকা আজ নিরুদ্দেশ যাত্রা করেছে, স্মৃতির নোঙরে সূর্যাস্তের নোলক পরাবো বলে ।।

-


24 JUN 2021 AT 18:11

ছুঁয়ে থাকা মলিনতা ,
প্রণাম জানায় বদান‍্যতা ;
পদচিহ্নে গোলাপের অস্পৃশ্যতা ।।

-


Fetching অর্ণব বেরা Quotes