অন্তহীন   (✍️পদ্মনাভ)
123 Followers · 3 Following

ব্যর্থ লেখক
Joined 5 March 2018


ব্যর্থ লেখক
Joined 5 March 2018

মনের ঘরে হিসেব চলে...
চলে দর কষাকষি;
মা আমার অহংকারের শিরোচ্ছেদে
যেন কাঁপে না তোর অসী!

দু হাত ভরে শুধু নিয়েই গেলাম,
কী বা দিলাম তোকে!
ধ্যানের ঘোরে কামের নেশা....
দুচোখ ভরা চোখে।

একটা দুটো মন্ত্র শিখে,
শিখছি আমি লোক দেখানি চাল ;
বিনাশকারী যেই দেবী কে....
বুকের ওপর ধারণ করে স্বয়ং মহাকাল!

-


28 APR AT 22:58

এ শহরে ব্যস্ত তুমি, ব্যস্ত আমি,
দিনের শেষে নেশার করি খোঁজ ;
কোনো এক অলীক আশায়...
আমাদের প্রেম বাঁচে রোজ।

অলি গলি ঘুরে বেড়ায়...
আশ্রয় খুঁজি, তপ্ত দুপুরে পুড়ে ;
আমি সব নেশার ধরন জানি,
তবু তোমার নেশা...গোটা স্নায়ুতন্ত্র জুড়ে!

-


27 APR AT 22:40

পুরুষ মানুষের কান্না নারীর চেয়েও ভয়ঙ্কর!

-



রাত বাড়লেই ক্ষুধা বাড়ে...
সবাই বলে সময়টুকু ব্যায় ;
ষড়রিপুর এই নোংরা খেলা...
হিংস্র পশুর ন্যায়!

এবার ভীষণ ক্লান্ত লাগে,
ভাবি ছেড়ে দেবো হাল!
যেন রাতের সাথে যুদ্ধ করে...
ডেকে আনি প্রখর তেজে সকাল।

ওরা চোখ রাঙিয়ে দমিয়ে রাখে,
দেখাতে থাকে ভয়!
এ বাজারে আর যায় হোক,
তবু মেরুদন্ড বিক্রি নয়।

-



রাত বাড়লেই ক্ষুধা বাড়ে...
ভাবি শুধু, সময়টুকু ব্যায় ;

ষড়রিপুর এই নোংরা খেলা...
হিংস্র পশুর ন্যায়!

-



তুই এমন করে কাড়লি কেন?
আমার যা ছিল সব ;
যেন ধ্যানের ঘোরে অন্ধকারে
চিৎকার করে উঠে শব!

আমিও তো মা ভিক্ষা চেয়েছি...
ডুবতে চেয়েছি তোর ধ্যানে;
অবশেষে আমার ডুবলো তরী,
কামনা বাসনার অজ্ঞানে।

কথা দে.... কথা দে আমায়
করবি না তোর ছেলে কে সৎ !
তোর কালো রূপের স্নিগ্ধ ছায়ায়....
যেন খুঁজে পায় আবার আমার পথ।

-



তুই এমন করে কাড়লি কেন?
আমার যা ছিল সব ;
যেন ধ্যানের ঘোরে অন্ধকারে
চিৎকার করে উঠে শব!

আমিও তো মা ভিক্ষা চেয়েছি...
ডুবতে চেয়েছি তোর ধ্যানে;
অবশেষে আমার ডুবলো তরী,
কামনা বাসনার অজ্ঞানে।

কথা দে.... কথা দে আমায়
করবি না তোর ছেলে কে সৎ !
তোর কালো রূপের স্নিগ্ধ ছায়ায়....
যেন খুঁজে পায় আবার আমার পথ।

-



তোমার ডাকে সকাল হবে রোজ..
দুলবে আঁচলে সংসারের চাবিকাঠি ;

পাগলি তোমার সঙ্গে কাটাবো জীবন...
খেলবো আমি, সত্যি কারের রান্নাবাটি।

-


29 MAR AT 21:06

কার নামে তে লাগায় তিলক!
যদি বুঝতে না পারিস মন ;
তোর কৃপা মা থাকলো না হয়...
আমার সাথে আরো কিছুক্ষন।

যেমনভাবে চেয়েছি তোকে...
তেমনভাবেই চাইছি তাকে;
তোর চেতনার শক্তি দিয়ে,
বিনাশ করিস..
ষড়রিপুর এই চক্রটাকে!

-


25 MAR AT 20:56

বন্ধুমহল আবির ছড়ায়..
মাখছো রং অন্য হাতে ;
তুমি যখন অনেক দূরে...
থাকছো তুমি প্রার্থনাতে!

এ বসন্তেও দিন কাটলো একা..
বললো লোকে, আমার যত ঢং!
আসলে আমি মাখতে চেয়েছি..
তোমার নামের রং!

ভাবিনি আমি এমন দিনে..
বিরহ আসে, কালবৈশাখীর বেশে ;
তোমার আমার মিলন ঘটুক,
প্রবল ঝড় ঝঞ্ঝার শেষে।

-


Fetching অন্তহীন Quotes