Anima Barman  
1.1k Followers · 248 Following

Joined 16 March 2019


Joined 16 March 2019
18 HOURS AGO

আজ আছে কাল নাও থাকতে পারে,
ঠিক যেমন কারও প্রাণভোমরা-
বড়ই ক্ষনস্থায়ী,রাখলে বদ্ধ কাঁচের জারে।
ভালোবাসা কি পারে টিকতে -
মাটির মতো ভঙ্গুর অস্থায়ী বক্ষপিঞ্জরে।
এমনই স্বল্প মেয়াদী আয়ুষ্কাল-
হতো যদি,'পদ্যের মেঘ-তোমায় ঘিরে'।

-


16 MAY AT 13:15

যদি যায় ছুটে মন-
গোপন কোনো অভিসারে।
ইচ্ছেরা হয় পলানগামী-
উষ্ণ দিনের,দাবদাহের প্রহারে।

-


14 MAY AT 14:12

অগ্নি স্নানে ভস্মীভূত প্রকৃতির সংসার,
স্নিগ্ধ শীতল বাতাসের ঘরে চলে দাপট-
উষ্ণ পবনাবৃত অশান্তির বাহার।
নিরুদ্দেশ ভ্রমনে রত বৃষ্টির আগমনে তাই-
মৃতপ্রায় সবুজায়নে আনন্দ উল্লাস।
নবীনতর জাগরণের উচ্ছাসে উচ্ছসিত-
দগ্ধে যাওয়া শান্তির আকাশ।

-


13 MAY AT 22:42

জোনাক জ্বলা রাতের আঁধার,
যেন মন ফাগুনের রোমান্টিক স্পার্কে-
পড়ছে ঝড়ে, কল্প রঙ্গিন বসন্ত বাহার।

-


12 MAY AT 13:12

নিঃস্বার্থ ভালোবাসায় মোড়া স্নেহ মমতায়-
সন্তানদের জীবন ওঠে গোড়ে।
এরপরও নাকি তাঁদের স্বাধীনতা হয় লঙ্ঘিত-
বাবা-মা'র দায়িত্ব পালনের ভারে।
সবার জন্য এমন ধারণা-
মোটেও প্রযোজ্য নয়।
তবুও কেন বাঁধে বাসা,বাবা-মা'র মনে-
নিষ্ঠুর এমন ভয়।



Anima Barman.


-


9 MAY AT 19:33

মেঘলা আকাশে,ভারাক্রান্ত স্মৃতিরা সব পাকায় জটলা-
উপেক্ষিত মন বাতায়নের ধারে।
ভাবিয়া আকুল-কেমনে ঝরিবে,বক্ষ পিঞ্জর ছেড়ে-
লবনাম্বু রুপে,আকাশ গঙ্গার পাড়ে।

-


8 MAY AT 11:41

উজানে উচ্ছসিত তপ্ততার ঢেউ-
হানে যদি আঘাত,শীতল বাতাসে।
ফুটন্ত নিঃশ্বাসের উড়ন্ত দীর্ঘশ্বাসে-
শীতলতার স্পর্শ,স্বস্তির আশ্বাসে।

-


6 MAY AT 16:32

সবাই চায় নিজের আয়ুষ্কাল-অধিকতর হোক।
তাই হয়তো কথার ভাঁজেই উঠে আসে -
ফিনিক্স নামক, সূর্যেরতেজ সম আগুন পাখির জোকস।
পুরাণে কথিত ফিনিক্স নাকি,অমরত্ব প্রাপ্ত-
পুনরুত্থান,জীবন চক্রের প্রতীক।
তাইতো মন তৃপ্তি লাভে,তুলনা করতে ভালোবাসে-
হয়ও যদি সেটা,অবাস্তব কিম্বা স্বপ্ন অলীক।

-


6 MAY AT 4:13

হোক না যতই ভিন্ন মনের ভিন্ন রকম,
নিজের পরিচয় গড়তে খেয়াল-
রাখতে হবে সর্বপ্রথম।
হীনমন্যতায় ভুগে,যাবে না দেওয়া -
মানসিক শান্তি হতে জখম।
তাহলে,ফেক ভালোবাসার ডালি সাজিয়ে-
অনেকেই আসবে,লাগাতে মলম।
Anima Barman.



-


4 MAY AT 23:28

আমরা যারা "ইওর কোট"-বাসী-করবো চেষ্টা, লেখার মাধ্যমে,যোগাযোগ ধরে রাখতে।
মানসিক প্রশান্তি করবে সাহায্য,লক্ষ্য সুনির্দিষ্ট-
রাখতে,চলার পথকে সুস্পষ্ট করতে।
লুকাবে যত হৃদ কুঠিরে,ব্যাথিত মর্মকথা,
পাজেল মনে বাড়বে ততই ব্যাথা।

-


Fetching Anima Barman Quotes