19 JUN 2017 AT 22:22

বেশ লাগছে দেখতে,
বৃষ্টি পড়ছে ঝম ঝম করে
বেগ যাচ্ছে ক্রমেই বেড়ে,
ভিজছে চারিদিক,
হঠাৎ আকাশের বুকে চিরে যায়
বিদ্যুতের ঝিলিক।
নিমেষের তরে আলো তার জ্বেলে,
আকাশে কোথায় গেল সে যে চলে,
গুরুগুরু তার বজ্র নিনাদে,
কেঁপে ওঠে সকল দিক।
ব্যালকনিতে বসে দেখতে
লাগছে রোমান্টিক।

আরো কিছু চোখ দেখছে বৃষ্টি
ভিজছে তারই জলে,
বাড়িঘর ছাড়া, বড় দিশাহারা
দুর্যোগের কবলে।
সুখের বৃষ্টি তাদের চোখে
পরবে না কক্ষনো
তাদের বৃষ্টি অন্য রকম,
বিধ্বংসী ও বুনো।

- ঋত্বিক দত্ত