প্রিয় তোমার হাতের স্পর্শ
রয়েছে আজও আমার হাতে
মিথ্যে হলেও কিছুটা সময়
কাটিয়েছি তো একসাথে
প্রিয় তোমার চোখের আলাপ
স্পষ্ট আজও আমার চোখে
তোমার স্মৃতি মনের মাঝে
ভালোবাসার আদর মাখে
-
TUMPA BISWAS
(Kiranmoyee)
9.7k Followers · 45.4k Following
❤️ কিছু ভালোবাসা রয়েছে গোপনে আর বাকিটা অভিমানে ❤️
Birthday 15 April 2000
College student. ... read more
Birthday 15 April 2000
College student. ... read more
Joined 20 September 2019
24 MAR 2020 AT 11:41
23 MAR 2020 AT 16:45
থাকা না-থাকার মাঝেও রয়ে যাওয়া যায়
ঠিক যেমন রয়েছি আমি ,
আসলে ভুলে যাওয়া অনেক সহজ
মনে রাখাটাই অনেক দামি।
-
21 MAR 2020 AT 21:53
তোমার শহর ব্যাস্ত ভীষণ
লাল আবিরে সাজে।
আমার শহর নিঃস্তব্ধ আজ
তোমার স্মৃতির মাঝে।-
21 MAR 2020 AT 16:32
শাশ্বত বুকে প্রেমিকের চোখও কায়াহীন
ভালোবাসার মতো চাহিদাও
আমার কাছে প্রাচীন ❤️
-
14 MAR 2020 AT 20:05
জানোতো একটা সময়ের পর মানুষের অভ্যাসও বদলে যায় , ঠিক যেমন কখনো কখনো সময়ের আগেই সূর্য অস্ত যায় তেমনই মানুষও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের অভ্যাসের পরিবর্তন করে নেয়। নতুন করে শুরু করে সব।
আর এই নতুন পুরাতন অভ্যাসের খেলায় হারিয়ে যায় একটা ভালো সম্পর্ক। একে অপরকে দেওয়া কথা , একসাথে কাটানো ভালো সময়টুকু বন্দী হয়ে থাকে গ্যালারিতে স্ক্রীনশট হিসেবে।
এভাবেই রাতের অন্ধকারে স্তব্ধতা নামে জীবনের রঙীন অধ্যায়ে।-