25 MAY 2018 AT 18:05

23/03/18
01:30am
আমিই মানানসই

রক্তাক্ত নারী শরীর আমার| ক্রমেই আরো রক্ত বিস্তৃত হচ্ছে প্রতিটি লোমকূপ থেকে লোমকূপে| মানসিক আঘাত, অপরের চাহিদা পূরণ, মানিয়ে চলার প্রতিটি পদক্ষেপ সব মিলিয়ে তৈরি হওয়া এক গাঁঢ় রক্ত শরীরটাকে ক্রমেই রক্তিম করে তুলেছে| প্রতিটি সময়ের শিরা,উপশিরাগুলো ছিড়েঁ ছিঁড়ে যায় আর টুপিয়ে পরা রক্তগুলো বলে যে ,'আবার সোনালি রঙের মায়াবি রাঙতায় মুড়িয়ে দে আমাদের'|
সেই রক্ত মোছার নেই কোনো ভাগীদার,
আছে কেবল মানিয়ে নেওয়ার নিত্যনতুন আব্দার||
মানিয়ে নেওয়ায় দিনের শুরু,শেষে শান্তির শ্লেষ,
রাতের বেলাও পরের দিনের মানিয়ে নেবার উপদেশ||
মাঝে মাঝে "আমার একাকিত্বও" বলে ওঠে "আমি কি মানানসই হতে পারিনা???"সময়ও যেন নিস্তব্ধ প্রতীক্ষায় কাটাটা থামিয়ে ভাবতে বসে| একসময় বলে উঠি "তুইও??"ঠিক আছে||
আজ নতুন করে মানালাম একাকিত্বকে,
আজ নতুন করে মানালাম নিজ অধিকারকে অপরের করতে,
আজ নতুন করে মানালাম সব অসম্পূর্ণ চাহিদার ব্যার্থতাকে শান্তনা দিতে,
আজ নতুন করে মানালাম নীলাভ ঠোটের কোণে থাকা বৃহদায়তন অবহেলাকে,
আজ নতুন করে মানালাম না লেখা কবিতা,না বলা কথা,না শোনা প্রেমের কাহিনীর বিস্তীর্ণ ইতিহাসকে||
আমার কাছে আগামীই যেন চলে যায়,অতীত কেবল রয়,
আবার আমার নতুন বেদনা, "আমিই মানানসই"||

তনুশ্রী..

- Tanu$ree