Tanusree Dutta   (Tanu$ree)
99 Followers · 104 Following

Joined 25 April 2018


Joined 25 April 2018
19 DEC 2023 AT 19:28

একটা সময় পর কোনো সম্পর্কে আসাটা ভীষন ভাবে দরকারি হয়ে পড়ে।নিজের কৌতুহলী জীবনের প্রতিটা মুহূর্ত আর একজনকে সঙ্গে রাখা একটা সময়ের পর ভীষন প্রয়োজন।নিজের সখ, ইচ্ছা বা সময় বোঝার আগেই তাকে চাওয়াটা স্বাভাবিক।কঠিনতম দিনগুলোই মা বাবার পরে একজন মানুষ যখন দরকার হবে,তখন তুমি mature। কিন্তু ওই চাওয়া মানুষটা যেনো "একটা" হয়। আর ওই একটা যেনো "মানুষ" হয়।
সম্পর্কে থাকা মানুষটা তোমাকে তোমার মতোই ভীষনরকম ভাবে চাইবে,এটা সত্যি থাকলে সম্পর্কে আসা টা তো বাধ্যতামূলক। আর এইটাই এককেন্দ্রিক বলে আজও সম্পর্কে আসা কথাটা শুনলেই পাহাড় সমান ভাবনা আসে।
তবুও দিনশেষে নিজের জন্য নিজের মতন নিজের কেও সত্যিই দরকার,যে কেবল শুধুই নিজের!

-


5 APR 2023 AT 22:35

দাম না বাড়ালে দাম বাড়ে না|

-


29 MAR 2023 AT 21:39

সময়ের গতিতে যেমন মনুষ্যত্বের ডিগবাজির পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়,
যেমন ভালোর গন্ধে মুগ্ধ হয়ে কালোর ছায়া চোখে পরা অভাবনীয় কিছু নয়,
যেমন গুটিকয়েক বাছাই হাতছানির মাঝেও ভুরু কুচকানো অলৌকিক কিছু নয়,
ঠিক তেমনি অসময়ের দেয়ালে পিঠ ঠেকে কাউকে খুঁজে পাওয়াটা- একদমই স্বাভাবিক কিছু নয়|
জীবনের একা,একাকিত্ব,একঘেয়েমি সব কিছুর পরেও যদি একদম নিজের কেও হয় সে নিজের ছায়া ছাড়া অন্য কিছু নয়|
আর যদি কারোর/কিছুর কথা ভুলেও ভাবেন -- সেটাও একদম অবাস্তব|
-Tanu$ree

-


19 DEC 2022 AT 18:25

একদিন তুমিও ভালবাসবে,
চাইবে কাউকে মন থেকে,over expectation,বিরক্তিবোধ, ignorance, নিজেকে ছোট মনে করা-এগুলো তুচ্ছ লাগবে তখন।
বিভীষিকার বিলীনতাই নয়;নিজেকে উজাড় করে তাকে চাইবার ইচ্ছায় মজলিশ হয়ে আকাঙ্ক্ষা বোধের তিক্ততায় অস্বস্তি লাগলেও সরে আসবার বিন্দুমাত্র ভাবনাটুকুও হাস্যকর মনে হবে।
তবে চাওয়াটা যদি হয় অতিরিক্ত,তা দোষের কিছু নয়। দোষটা হলো সেটা যদি হয় একপক্ষের।ওই বলতে গেলে ৫০ আর ৫০ যেমন ১০০ হয়, তেমনই ৯০ আর ১০ মেলালেও ৯৯ হবে না,বিষয়টা একই। পার্থক্য আছে কে নির্দিষ্টতার।
যাই হোক ১০০ হওয়া নিয়ে কথা হোক না সে ৫০ বা ১০,তুমি তুমিই,তোমার চাওয়াটাও একান্তই তোমার,আর সেই চাওয়ার লালসার লোভ যে কতটা গাঁঢ় তার স্বাদও সম্পূর্ণ তোমার।

-


29 DEC 2021 AT 18:46

বৃথা আমার এই চেষ্টা কেবল,
তার হৃদয়ে নেই মোর বাস ,,
আমি যাকে কাব্য ভাবলাম !
সে যে অন্য কারোর
উপন্যাস ||

-


29 JUL 2021 AT 12:07

অনেক দিন পর আবার কলম ধরলাম,
কাঁটাতারের ন্যায় ত্রুটিগুলো কানের অন্তঃপর্দায় লাগতে পারে হয়তো, তবুও নিশ্চিন্ত মনে নিরুপায়হীন ভাবে নিরালাশের আঁচ না রেখে নির্মমভাবে জানানোর ইচ্ছা প্রকাশ,, অন্য আর পাঁচটা দিনের মতোই তবুও একটু আলাদা ,আরে বাঙালি তো।
রাস্তার ভাঙন টা অনেকটা বেশি মর্মাহত তবুও শেষ পর্যায়ে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে বাবা মাকে খুশি করার ছবিটার জন্য এগিয়ে যাওয়া।।
বাঁধার খুঁটি শক্ত থেকে শক্ততর হতে থাকলে হাতের মুঠোটাও আরো কঠিন করা।।
ব্যর্থতার চিঠিটা হাতে পেয়ে পুনরায় কপালের ভাঁজ পুরু করে নতুন নিঃশ্বাস নেওয়া।।
ঋতুর আবেগে মন না ভাসিয়ে অন্তিমের আলোটা দেখার প্রাবল্লিক ইচ্ছা ।।
আর সবের পেছনে ছুটতে গিয়ে নিজের অযৌক্তিক হাসি গুলো আজ just smile.
বছরের একটা দিন একটু আলাদা ,তোমার দিন ভালো রাখা ও ভালো থাকা উভয়ই, তবুও বলবো স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত পিছনে চেয়ো না ,,সবাই থাকবে আর যারা থাকবে না জানবে তারা এমনিতেও থাকতো না।।
নিজের লক্ষ্যে এগিয়ে যাও অনেক কিছু পাওয়ার বাকি, পরিবারকে পাইয়ে দেবার বাকি।।
শুভ জন্মদিন

-


29 JUL 2021 AT 11:50

হাজার হাজার টাকার dress কিনেও যার রং এর গ্যারেন্টি থাকে না , ফ্রী তে পাওয়া মানুষগুলো তো রং বদলাবেই, অস্বাভাবিক তো কিছু নয় ...



Tanu$ree

-


10 OCT 2020 AT 22:24

You think your EgO is bigger than my LOVE
I think my LovE is bigger than your
EGO
tHiNks R nOt $aMe🖤

-


1 JAN 2020 AT 0:23

ক্যালেন্ডারের পাতা বদলায়,
বদলায় সময়ের সাথে মানুষ,,
একটি বছর আসবে যাবে,
তবুও কিছু মানুষ থাকবে বেহুঁস।
বছর শেষ ,অনেক পর হয়েছে আপন,
অনেক আপন হয়েছে পর,,
তবে আজ সবকিছুর দাড়ি টেনে,
নতুন স্বপ্ন নতুন হাসি নিয়ে শুরু করো নতুন বছর।
Wishing you a very happy new
"leap-year" from Tanu$ree

-


7 NOV 2019 AT 15:44

পরজন্মে চারাগাছটির ছায়া হতে চাই,
বা ধরো বসন্তের বিকেলের কোকিল ,
আর না হয় কাশফুলের ঝাড়, যেটা তুমি ছুঁয়েছিলে ,
বা ধরো ফাঁকা রাস্তার ধুধু বাতাস,
আর না হোক তোমার আদরের পোষ্যই হলাম,
তবে আর কিছু হই বা না হই

পরজন্মে তোমার " প্রথম প্রেমিকা "হতে চাই প্রিয়|||

-


Fetching Tanusree Dutta Quotes