QUOTES ON #স্মৃতি

#স্মৃতি quotes

Trending | Latest
26 JUL 2019 AT 13:18

(প্রকাশিত : মুজনাই পত্রিকা ট্যাবলয়েড, ২০১৯)

-



তোর্সার জল মুছে দিয়ে গেছে রক্ত,
তবু নিউরোন জুড়ে তোলপাড় স্মৃতি;
তীব্র ব্যথায় বিলি কেটে দেয় অতীত,
তাই হয়তো ভুলে যাওয়াটাই রীতি ! !

-


9 MAY 2020 AT 10:32

-


6 APR 2020 AT 12:13

-


31 DEC 2019 AT 22:53

মেরামতি চলছে বুকের ভিতর
তোমার আসবাবে রোদেলা চিকচিক
শূন্য ঘরের কোণে,
তোমার ফেলে যাওয়া
হাতঘড়ি, কলম, ভাঙা কাঁচের চশমা, ধুলোমাখা কাগজপত্র
বড্ড কানে লাগছে আজ
দেওয়াল ঘড়ির ফাঁপা টিকটিক
তুমি তো ছাতার মত ছিলে–
আগলে রাখবো ভেবেও,
তোমায় তুলে দিতে হয়
জবুথবু মৃত্যুর হাতে...
পরাজয় স্বীকার করে নেয় আত্মজন
নিরাশ্রয় কিছু সম্পর্ক খেলা করে,
তোমার পায়ের ছাপে...
আলতো স্মৃতি বুনে এভাবেই পেরিয়ে যাবে সময়–
সুখের দাঁড়িপাল্লায় কেবল খুচরো কিছু সঞ্চয়,
তবু শোকের তো কোনো মাপকাঠি থাকে না!
আমি কেন তোমার মত হিসেবী হতে পারি না?

-


18 NOV 2020 AT 10:21

-


18 FEB 2021 AT 19:13

-


31 DEC 2019 AT 20:11

-ঃস্মৃতিঃ-

আজ বছর শেষে একটু হেসে;হৃদয় মাঝে তাকিয়ে দেখি,
আবছা যত স্বপ্ন গুলো;'স্মৃতি'র বোঝা একটু বেশি।
সবাই বলে 'স্মৃতি'খারাপ;অশ্রু ঝরায় শুধু,
আমি বলি এতে আছে;মন খারাপের মধু।।

-



মুছে যাওয়া স্মৃতির প্রেক্ষাপটে, আজও আত্মগোপন গভীর অনুতাপ|
উদাসীন মনের সাক্ষী শুধু, নির্ঘুম রাত্রির বোবা নিম্নচাপ|

-


25 APR 2020 AT 18:38

ভুলে গেছি সেই কবে তোমার ছোঁয়া,
ফুসফুস খোঁজে সাদা কালো ধোঁয়া।

আজও স্মৃতি,তোমার ফিরিয়ে দেওয়া নাকের নথ,
ভালো থেকো তুমি,আমার আজন্ম ইবাদত।

আজও দূরে ট্রেন চলে,ফিস ফিস করে কারা যেন কথা বলে,
আমি তুমি চলে গেছি তারও দূরে, কোনো অজানার দলে।

আমারও কান্না পায়,তোমারও কি পায় ?
যে যায়,সময় বয়ে যায়,সে আরো দূরে-বহুদূরে চলে যায়।

আলতো ছোঁয়া, ধানের শিষ, ভেঙে যাওয়া চুড়ি,
এই স্মৃতি মনে করে ভুলতে চেয়ে কেটে যাবে তিন কুড়ি।

-