QUOTES ON #সাজা

#সাজা quotes

Trending | Latest
23 MAR 2019 AT 20:25

অপরাধী এখানেই সীমাবদ্ধ, পুরস্কার স্বরূপ পেয়েছে এক ফালি জানালা ।

-


26 MAR 2019 AT 16:28

-


23 JUN 2020 AT 23:07

:সাজা:

ভীষণ পাজি ভাইরাস সে যে,করোনা তাহার নাম
আমরা যেন ধ্বংস হই,এইতার মনোস্কাম্।
বিশ্ববাসীর দোষটা কি?এটাই শুধু সে বলুক্;
বিনা দোষে মৃত্যু সাজা!বন্ধ এখনই করুক্।
মানবজাতিকে সাজা দেওয়ার কোন সে লোক মহান?
সাজা দিতে হলে বিধাতা দেবেন,যদিও বা দিতে চান;
বন্ধ করো এমন সাজা-অনাচ্ছিষ্টি কান্ড
আমরা আজই প্রমাণ করব ভন্ড তুমি ভন্ড।
আমরাই এবার দেবো তোমায় কঠোর-কঠিন সাজা;
জয় হবে শুধু মানবজাতির উড়বে স্বাধীন ধ্বজা।।

-


14 MAY 2020 AT 17:20

ভাবছি সবই ভাবছি আমি ,
চাইছি অনেক কিছু
এক তরফের প্রেমের আসায়,
লিখছি এত কিছু
পাগল আমি আগেও ছিলাম,
এখন অনেক বোকা।
বোঝার উপায় অনেক ছিল,
বুঝিনি আমি একা,
সবার মতো আমিও ভাবি,
প্রেম যে কখন হবে
ও ভাববে আমি ভাববো,
তবে তো প্রেম হবে।
এইটুকু টা বোঝার আগেই,
ভাবলাম শুধু আমি,
একা একাই বসে থাকবো
জানতে পারিনি আমি ।

-


5 MAY 2020 AT 23:55

সত্যি কাওকে ভালোবেসে
যদি সে মূল্যে না বুঝে চলে যায়
তখনই নিজে নিজেকে
নিজ হাতে একটা সাজা দিতে হয়
সবাইকে বলে বেড়াতে হয়
ও যাতে খুশি আমিও খুশি

-


18 DEC 2021 AT 23:42

রাগ, ক্ষোভ, ঘৃণা, দুঃখ, যন্ত্রণা, ইত্যাদি ইত্যাদি...
সব তাকে ভুলতে না দেওয়ার অভিসন্ধি।
সাজাই যদি দিতে হয়
অপেক্ষা নয়, উপেক্ষা করা শেখো।
বাকি হিসেবটুকু সময় বুঝে নেবে।

-


10 JUL 2021 AT 7:37

বাকি পথ না হয় স্মৃতিতেই থাক,
করেছি মজা, পেয়েছি সাজা সে সবই এখন যাক।
এখন না হয় স্মৃতি টানতে টানতে চলি,
প্রকাশ্যে নয় নীরবে, গোপনে, একাকিত্বে কথা বলি।
বছর চারেক দীর্ঘ পথ,
এখন আমি স্মৃতির রথ।
ওলিতে গলিতে হাতে হাত একসঙ্গে,
আমি তুমি মানেই রাজপথ কিংবা রেস্টুরেন্ট।
এই তো বেশ ভালোই আছি।
পাওয়া না পাওয়ার হিসেব নিয়ে,
স্মৃতির ভিড়ে দুঃখের ঋণ মিটিয়ে।

-


20 AUG 2019 AT 12:11

তুমি অত চড়া মেকআপ করে সাজ কেন প্রতিদিন!
আমি কি তোমায় ভালোবাসি না নাকি?
তুমি জানো না কত কষ্ট হয় আমার,
যখন দেখি সাজতে গিয়ে তোমার চোখে মুখে ব্রণ বেড়েছে কয়েকগুণ।
দেখেছি তোমার ভ্রু তে সাদা দাগ।
আমার খারাপ লাগে খুব,
তোমার মুখে বিষণ্ণ সাজের প্রলাপ।

-


26 APR 2021 AT 23:19

সুস্থ হও হে ধরণী,
মানুষকে এখনও জল অপচয়ের সাজা দেওয়া বাকি,
পরিবেশ কে দূষিত করার সাজা দেওয়া বাকি,
বাস্তুতন্ত্র কে নষ্ট করার সাজা দেওয়া বাকি,
সর্বোপরি,
মানুষকে এখনও মনুষ্যত্বের শিক্ষা দেওয়া বাকি ।

-