QUOTES ON #শৈশবের

#শৈশবের quotes

Trending | Latest
21 MAY 2019 AT 18:48

রক্তজালকেও আটকে
পড়ল শৈশবের
প্রাথমিক স্বপ্ন।

-


12 OCT 2020 AT 10:27

শৈশবের সেই দিন যা ফিরে আসবে না কোনো দিন,
কত খুনসুটি, কত হুটোপুটি, কত হট্টগোল সব যেন স্মৃতি,
পিপীলিকা পাখা মেলে উড়ে যায় ঐ বাঁশ বাগানে ,
ধু ধু করা মাঠে ছুটে বেড়ানো,
গাছের থেকে ফুল ছিড়ে দৌড়ে ছুটে যাওয়া,
মায়ের হাতের মমতা মাখা হাতে খাবার খেয়ে বিদ্যালয়ে যাওয়া,
সবই স্মৃতি যা জীবনে কখনো ফিরবে না , কখনো না ;
ধুলো মেখে পড়ে থাকবে আজীবন স্মৃতির গোচরে ।💃🌷

-


11 MAY 2019 AT 11:55

শৈশব স্মরণে
গাছের পাতা নড়েছে যে ফাগুনের বাতাসে,
কোমল স্পর্শে জাগ্রত করেছে মনের কুঠিরে।
তরু ছায়াতলে স্বল্প ক্লান্ত শরীরে ,
ঝলমল করেছে সবুজেরে মোর দৃষ্টি গোপনে,
ফিরে পাইয়াছি অতীতের অপরাহ্ণ রোদ্দুরে ।
কি আবার করিল আলোকিত মনের কুঠিরে ?
শৈশবের অপরাহ্ণ ফিরিয়েছে হাসি, অশ্রু ছলমলে।
রোয়া ধানে হেলিয়ে ঝিরিঝিরি বাতাস
আর মেখেছে গায়ে সে সোনালী কিরণ ।

( পরের লাইনলাইনগুলো Caption অংশে )

-


20 NOV 2019 AT 14:56

শৈশবের সেই দুপুরের সোনালী রোদ্দুর, তারপর পড়ন্ত বিকেলে মন ছুঁয়ে যাওয়া অস্তগামী সূর্যের সেই মিঠা আভা, আর দূর থেকে ভেসে আসা পুরোনো দিনের গানের রেশ, রজনীগন্ধার গন্ধের সেই সুমিষ্ট বাতাবরণ মনকে আজও দোলা দিয়ে যায়। কোথাও যেন হাতছানি দিয়ে ডাকে। ভাবলেও অবাক লাগে সেই পুরোনো দিন গুলোর কথা মনে পড়লে। আর সেই বৃষ্টি হলে মাটির সোঁদা সোঁদা গন্ধ। আর কি ফিরে পাওয়া যায় সেই সব দিন? স্কুল ছুটির পর হই হই করতে করতে সব বাড়ি ফেরা এক সাথে! আহা! আর কি ফিরে পাওয়া যায় সেই সব দিন? ভাবলেও অবাক লাগে সত্যি! দিন চলে যায়। খুব মনে পড়ে ছোট্ট বেলায় বাবা মা এর সাথে মেলা ঘুরতে যেতাম। আহা! আর কি ফিরে পাবো সে সব দিন? আজ দেখতে দেখতে বাইশের মণিকোঠায় পা দিয়ে ফেললাম। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে অনেক জটিলতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সত্য কে উপলব্ধি করতে করতে মনে হয় যেন সেসব দিন আজ স্বপ্ন। স্বপ্নিল সেই দিন গুলো আজ তার রঙ হারিয়েছে, হারিয়েছে তার অনাবিলতা। তবুও স্বপ্ন হলেও তো সে সব সত্যি। আজ হয়তো সেটা আমার নয়, হয়তো অন্য কোনো জীবনের।

-


18 DEC 2018 AT 15:45

শৈশবের বনভোজন
-------------------------
'বনভোজন' নামটা শুনলে
ঠিক মনে পড়ে যায়
সেই পুরনো দিনের কিছু কথা।
সেই শৈশবের সবাই মিলে চাঁদা তোলা,
নারকোলের মালাতে ভাতের –
রান্নাবাটি খেলা।
বড় দিদির গিন্নী সেজে
খাবার পরিবেশন,
আর, আমাদের বাড়ির কর্তা'র অভিমান।
তারপর ঝগড়া শুরু,
কোনো 'পান থেকে চুন খসা'র কথাতে।
ভাই-বোন-বন্ধুদের লড়াই,
মায়ের হাতের পিটুনি,
দিন শেষে বাবার কাছে নালিশ,
কান ধরে ওঠ-বোস,
সবশেষে একসাথে মিলে-মিশে
উদযাপন কেকের উৎসব।

-


19 JUN 2021 AT 23:48

বৃষ্টি ভেজা সেই শৈশবের দিন,
মনের গভীরে আজ কতোই না রঙীন।
বৃষ্টি দিনে স্কুল না যাওয়ার করতাম কত আড়ি,
মায়ের বকুনি তে মন টা হয়ে যেতো বড্ড ভারী।
দল বেঁধে বন্ধুদের নিয়ে অবিরাম বৃষ্টি তে ভেজা,
কাদা মাখামাখি তে হতো কতোই না মজা।
মাঠভরা কাদার মধ্যে দাপাদাপি করে ফুটবল,
শৈশবের ক্যানভাসে করছে যে আজ ঝলমল।
সময় কেটেছে তখন খালে বিলে মাছ ধরে,
কখনো ও বা ডাঙায় কখনো ও বা গাছের ওপর চড়ে।
ঝাঁপ দিতাম কত পুকুরের জলে,বন্ধু রা সব দলে দলে,
ভাসাতাম কতো কাগজের নৌকা, জমে থাকা বৃষ্টির জলে।
সময়ের সাথে সাথে পাল্টে গেছে আমাদের বর্ষার দিন,
মুঠো ফোনে বন্দী জীবনে দাঁড়িয়ে সবকিছুই আজ অর্থহীন।

-