QUOTES ON #শব্দের

#শব্দের quotes

Trending | Latest
9 AUG 2021 AT 20:22

দিন যায় ক্ষন যায় তোমার আশায়,
কত রাত্রি কেটে যায় তারা গুনতে গুনতে,
বসে আছি পথ চেয়ে আসবে হেথায়,
ভালোবাসি আমি তোমায় কত না ভালোবাসি,
রুপকথার দেশ সেটা কি জানে,
তোমায় ছাড়া অন্যের কাছে নাহি আমি বসি,
একা একা বসে থাকতে কত না খারাপ লাগে,
তোমায় নিয়ে কত আশা আমার মনে জাগে,
আমায় ছেড়ে কোন দিন যদি যাও প্রিয়া,
স‌ইবে কি করে আমার এই ব‍্যথা ভরা হিয়া।

-



অমানিশার ঘোর লাগা অন্ধকার,
হাজার হাজার তারারা যেখানে মেলা জুড়ে বসে ,
সেখানে আমি এক দিকভ্রান্ত একাকী বিরহিনী।
জানালার ফাঁকে প্রতিদিন ঐ তারাদের সাথে আমার ও কেটে যায় প্রতিটি মুহূর্ত।
ব্যথার পাহাড়ে এক একটা দীর্ঘশ্বাসের শব্দ তারারা ও শুনতে পায় যেন।
চরম উপেক্ষার পরও আমার আমির রাত্রিগুলো এখনো তার প্রতীক্ষায় অবিচল।
হিমের রাতেও উষ্ণতার খোঁজে এরকমই কেটে যায় আমার প্রহর নিস্তব্ধে তারা গুনে।
ফিরে দেখা অতীতের বিবর্ণ স্মৃতি রাতের আঁধারে
আঁচড়ায় বুকের ভিতর।
দহনগুলোর পুরোনো ক্ষত অবিরাম প্লাবন এনে দেয় চোখের কোলে।
রাতের রোহিণী এই আমি র খবর তারারাও জানে।


-


6 MAR 2020 AT 10:50

শব্দের মুক্তিযুদ্ধ

আমার বন্দী শব্দ গুলো বিদ্রোহ করছে,
মুক্তির জন্য!
ফাঁকা কাগজে বিক্ষিপ্ত করতে ।
তাদের চিন্তনে সিক্ত করার জন্য।
কিন্তু সব শব্দ গুলো আমি মুক্তি দিতে পারিনা!
শ্বাসরোধ হয় ।
আমাকে অভিশাপ দিয়ে বলে-
কলমের নিব স্তব্ধ হয়ে যাক ।
তবুও আমি মাথা পেতে সহ্য করি,
তাদের প্রখর শব্দ গুলোকে
আমি পাখা দিয়ে না উড়িয়ে,
রঙিন অলঙ্কারে না সাজিয়ে,
কবর দিই আমার এই অন্তর মনের
দ্বারহীন গুফায়.....
নিহার✍️




-



Collab Contest 1

-


14 JUL 2020 AT 20:58


শব্দের পায়ে কি নূপুর পরানো যায়?
শব্দের সাথেই কি চাঁদ খেলা করে
শব্দের ময়ূরী কি পেখম মেলে ধরে;
যেভাবে ভাসিয়ে দিয়েছে
নদী নৌকা...
নৌকের পাল
কথার ঢেউগুচ্ছে
ভেসে যায়...
কবিতার পাতায়
তার ভ্রমন
শব্দের নিরন্তন
বিন্দু কতদূর যায়...

-


10 AUG 2021 AT 14:03

কত রাত্রি কেটে যায় তারা গুনতে গুনতে
মন কবেই হয়েছে মৃত, খালি শরীর জেগে।

-


17 SEP 2021 AT 21:37

জোনাকি আলো খেলা করছে আপন মনে।
আমি তোমার অপেক্ষায় করে খোলা আকাশে দিকে তাকিয়ে আছি।
তোমার আজও একটা কলের অপেক্ষায় দিন গুনি।

-


9 AUG 2021 AT 21:55

কত রাত্রি কেটে যায় তারা গুনতে গুনতে,
বেড়ে চলে নিসঙ্গ উচ্চতা,
ছুঁয়ে যায় প্রথম চুপচাপ অনুভব,
শুরু হয় দুচোখে অশ্রু ঝরতে থাকা,
কবির কবিতা।।
(বাকিটুকু ক্যাপশনে)
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

-



কত রাত্রি কেটে যায় তারা গুনতে গুনতে
কত পথ চলি আমরা প্রতিনিয়ত শত অজানা পথিকের সাথে...
কিছু সকাল ভোর হয় ভালোলাগা হয়ে
কেউ ফিরতি পথে দিয়ে যায় ভালোবাসা হৃদয় ছুঁয়ে
মৌন বৈকাল লুকোচুরি খেলে, সাথীদের সাথে
গল্পরা মন আঁকে স্মৃতিকথা বুনে....
জীবনের ইচ্ছেরা বাঁচে রোজ মেখলা বনে
আলতো ছোঁয়া পুবের হাওয়া অন্তহীন উড়ানে
কেউ শেখায়,কেউ বাঁচায়,কেউ দেয় আশ্রয় কুটীরে
কেউ ভালোবাসে,কেউ অভিযোগে দেয় ভাসিয়ে
জীবন কায়া,প্লাবন আনে,ঝড়ের বেগে বটের গায়ে...
জীবন কিছু হারিয়ে যায়, আসমানি রং তুলিতে
বিষন্নতার প্রেক্ষাপটে, মনের ছবি রাত্রি জাগে....
ভালোবাসাহীন গল্পগুলোই মনখারাপে তারা গোনে...
হৃদয় ভাঙা অনুর ক্ষতয় জীবন কাটে তারার মতো হৃদয় বানে.....।

-



রাতের আকাশে আঁধারের প্রলেপ ছাপা হলো, নীহারিকার ছায়াপথ জুড়ে।
সময়ের খেয়া যায় না ধরা,ভ্রান্ত পথিক হওয়া পিপাসিত প্রাণ তা জানে।।

-