QUOTES ON #লালসা

#লালসা quotes

Trending | Latest
23 APR 2018 AT 14:58

লালসা

সোমবারের সকাল।প্রতিদিনের মত আজও বসু পরিবারে হুলুস্থুল কাণ্ড।মালতী দেবী ভাতের থালা নিয়ে মেয়ের পিছনে দৌড়াচ্ছেন,আর মেয়েও খাবার না খেয়ে মাকে দৌড় করাচ্ছে।
"আমি এই শেষ বারের মত বলছি খাবি কি? স্কুলের দেরি হয়ে যাচ্ছে কিন্তু"মালতী দেবীর কন্ঠে উষ্মার সুর।
"মা আমি তো বললাম বাবাইকে একটা জিনিষ দেখিয়েই খাচ্ছি"মেয়ের কাতর কন্ঠে বলল।
গোলমাল শুনে ওপর থেকে নেমে এলেন তমাল বাবু।
"এই যে তোমার মেয়ে দিন দিন লাটসাহেব হয়ে উঠেছে,আদর দিয়ে বারোটা বাজিয়েছো তুমিই"স্ত্রীর অভিযোগ শুনে মেয়ের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে তমাল বাবু বললেন"মালা,এটা ঠিক নয়।মায়ের কথা শুনতে হয় জানো না?তোমার বাবাকে দেখ"
"হয়েছে হয়েছে,এবার মেয়ে কি দেখাবে ওটা দেখে আমাকে উদ্ধার করুন,এত বড় মেয়েকে এখনও খাইয়ে দিতে হবে।"মালতী দেবী বলেন।
"কিরে মা,কি দেখাবি?"তমাল বাবু জিজ্ঞাসা করেন।
একটা চাবির রিং নিয়ে এল মালবিকা,তাতে লেখা I love you Daddy."বাবাই এটা আমি আমার ব‍্যাগে রাখব,ভালো না?"
তমাল বাবু,মালতী দেবী দুজনেরই চোখে জল। নিজেকে সামলে তমাল বাবু মেয়েকে একটা স্নেহ-চুম্বন দিলেন।মালতী দেবী বললেন"বাবার আদর তো খেলি এবার ভাতটা খেয়ে নে,স্কুলে যেতে হবে তো?"
ক্রমশ..

-


24 APR 2018 AT 20:29

লালসা
(গত পর্বের পর)
স‍্যারের কাছে পড়াটা শেষ হতে একটু দেরিই হয়ে গেল।কি আর করা যাবে,সামনে বোর্ড আসছে।অন‍্যদিন শ্রীলার সাথে মালবিকা বাড়ি ফেরে।আজ শ্রীলা আসেনি বলে একাই বাড়ি ফিরতে হচ্ছে ওকে।স‍্যারের বাড়িটা বাস স্ট্যান্ড থেকে একটু ভিতর দিকে।আজ আবার রাস্তার একটা আলোও জ্বলছে না।মোবাইলের টর্চ লাইটের আলোয় যেটুকু দেখা যায় সেই দেখেই ও যাচ্ছে।হঠাৎ একটা বাইকের আওয়াজ আর মুখের ওপর জোরালো আলো...
***************
"উফ্ কি কচি মাল রে,আজ কার মুখ দেখে উঠেছিলাম!!"
"ভাগ্যিস এই গলিটাতে ঢুকেছিলাম,তাই তো এই মালটাকে দেখতে পেলাম!আরে তোর হল? এবার কিন্তু আমার পালা।"
একটা চাপা আর্তনাদের পর সব চুপচাপ।প্রতিরোধের শেষ প্রচেষ্টাটুকুও বিফলে গেল।শুধু পড়ে থাকল অজস্র রক্ত আর চোখের জল।
"কিরে মরে গেল নাকি?"
"আরে ধুর,এদের কই মাছের জান।দাঁড়া বসকে ফোন করি।বসকে ফোন করে যুবকটি বলল"কোথায় বস?আমরা কিন্তু কাজ সেরে ফেলেছি।তোমার জন্য আজ কিন্তু খাসা মাল রেখেছি।তাড়াতাড়ি আসো ভজুর দোকানের গলিতে।"
"দাঁড়া আসছি,আজ পেটে মাল ভালোই পড়েছে।একটু ফূর্তি না করলে হবেনা"অজ্ঞাতপরিচয় বস অপর প্রান্ত থেকে উত্তর দিল।
ক্রমশ....

-


24 APR 2018 AT 14:45

লালসা
(গত পর্বের পর)
মালবিকার স্কুলটা ওদের বাড়ি থেকে খানিকটা দূরে।তাই প্রতিদিন তমাল বাবুই ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন।আজ স্কুলের গেটের সামনে মালবিকাকে নামিয়ে দেওয়ার পর একটা ফোন এলো তমাল বাবু।"হ‍্যাঁ,এগ্ৰিমেন্টের পেপার রেডি করতে বল,আমি পাঁচ মিনিটে আসছি"কথাটা বলে ফোনটা রাখতে গিয়ে দেখেন মেয়ে তখনও দাঁড়িয়ে আছে।
তমাল বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন"কি হল রে মা,তুই এখনও ভিতরে ঢুকিস নি? এখুনি অ‍্যাসেম্বলি শুরু হবে তো"।
"বাবাই তুমি তো আমাকে টাটাই করলে না,যাই কি করে বলো"মেয়ের গলায় অভিমান।
"হ্যাঁ,ঠিক কথাই তো।যা মা ভিতরে যা,আজ পড়া আছে তো?সাবধানে যাবি।আমি আসি কেমন?টাটা"
তমাল বাবু মেয়েকে হাত নাড়িয়ে টাটা করতেই মালবিকা হাসিমুখে স্কুলে ঢুকে গেল।মেয়ে স্কুলে ঢুকে গেলে তমাল বাবু নিজের মনে হেসে রওনা দিলেন তার অফিসে।এ শহরের নামকরা একজন প্রোমোটার তিনি।আজ একটা বড় প্রোজেক্টে হাত দেবার কথা তার।এগ্ৰিমেন্টটা করতে পারলে অনেক লাভ।এসব ভেবে তাড়াতাড়ি তিনি তার বাইকের গতি বাড়ালেন।
ক্রমশ...

-


25 APR 2018 AT 13:35

লালসা
(গত পর্বের পর)
রাত ১০টা বেজে গেছে,এখনও মেয়েটা বাড়ি ফেরেনি।মালতী দেবী চিন্তায় অস্থির হয়ে পড়েছেন।একরাশ দুশ্চিন্তা নিয়ে তমাল বাবুকে ফোন করেন তিনি"ওগো আমার মেয়েটা কোথায় গেল গো?ওকে ফোনে পাচ্ছিনা,স‍্যারকে ফোন করলাম বলল মালা দেড় ঘণ্টা আগে বেড়িয়েছে। আমার খুব চিন্তা হচ্ছে গো"
তমাল বাবু বললেন"মালা তো এরকম কখনও করে না,টিউশন থেকে বেরিয়ে আমাকে জানায়।আজও জানিয়েছিল।তুমি চিন্তা করো না আমি দেখছি।"
************
"আরে বস,এসে গেছ?অনেক দেরি করে ফেললে,দেখ মালটাকে।"
"নিজেরাই খেয়েছিস নাকি আমার জন্য কিছু রেখেছিস।মোবাইলের টর্চটা জ্বালা তো দেখি মালটাকে।"
মোবাইলের টর্চটা জ্বলে উঠতেই যেন শক খেল বস।বিস্ফোরিত চোখে সে রাস্তায় বসে পড়ল।বসের এরকম অবস্থা দেখে তার সাগরেদ বলল"বসের বুঝি মাল পছন্দ হয়নি?এ তো পুরো কচি গো,স্কুলে টুলে পড়ে বোধহয়।"তাতেও বস কোনো উত্তর না দেওয়ায় অপরজন বলল"বসের মনে হচ্ছে আজ ম‍্যুড নেই,কিন্তু এরকম কচি মাল তো আমরা আগেও গিলেছি,তারপর তাকে খতম করে ফেলে দিয়েছি।আজ কি হল তোমার?"
এসব কথার উত্তর দিতে পারছে না তাদের সেই বস ওরফে তমাল বাবু।তার যেন বাকশক্তি লোপ পেয়েছে।সে যেখানে বসে পড়েছে ঠিক তার সামনে পড়ে রয়েছে একটা চাবির রিং,যাতে লেখা 'I love you Daddy'(সমাপ্ত)

-


5 APR 2020 AT 10:38

তোমার তরে সঁপে দিয়েছি,
যা ছিল জীর্ণ, যা ছিল জরা
সর্বস্ব ছাড়িয়ে তোমার তরে হাত মেলেছি।

বাঁধনের বেড়াজাল থাকবে এখন স্পর্শের ওপারে,
চক্ষুময় লালসা গ্লানিমুক্ত হবে
আবেগ মাখা হাসি এবার তোমার ওষ্ঠে মুক্তি পাবে।।

-



পরিহাস
ভাষাহীন ক্রন্দনরত হতবিহ্বল আঁখি ছলছল
নেই বাস্প নেই সিক্তভরা ঠোঁঠ
মহাসঙ্গীতের আসরে শুধু দুরত্ব।
হতাশা ঘিরে দাঁড়িয়ে আছে অন্ধকার
থিয়েটারে রম্যরচনায় নাটক দেখছি,
একদল কবি কবিতার আসোরে তিরস্কার
করেছে নিজের কবিসত্বাকে,
কিছু মানুষের রুচি বোদ নেমে গেছে
বেশ্যাপল্লিতে, আগুন্তকঃ তুমি,
তবুও চরিত্রে খলনায়ক অ্যাাডলফ হিটলার,
দারুণ কলমের ধার,
বক্তৃতা মঞ্চে সুদর্শন পুরুষ।
তবে তোমার দৃষ্টিভঙ্গি তে
আমি সীতা বলে তুমি অগ্নিকুণ্ড
সাজাবে বারবার,!
আজ আসরে আমি চিত্রনাট্যের নায়িকা,
এবার সাম্যাবস্থা নিয়ে শহর জুড়ে,
তোমার দৃষ্টিভঙ্গিকে হত্যার পালা।।

-


15 JUL 2018 AT 16:08

তখন অবিরাম বৃষ্টি পড়ছিলো।
সামনের রাস্তাটা একেবারে ফাঁকা।
নেড়ি কুকুরের দলটা কোথায় যেন লুকিয়েছে।
জলের ছাঁট এড়াতে, মন্দিরের সামনে দাঁড়ালাম।
হঠাৎ একটা গোঙানির শব্দে, চমকে ফিরে দেখি,
সকালের পাগলীটা!
সারা শরীরে এতটুকু আবরণ নেই।
উফফ, মানুষের লালসা কি কোনো সম্বিতহীন মেয়েকেও ছাড়ে না?
আর দাঁড়াতে পারলাম না।
বৃষ্টির ফোঁটাকে আর কোনো ভয় নেই।
একে প্রাণ দিতে পারবো কিনা জানিনা।
তবুও বিশু ডাক্তারের বাড়ির দিকে পা চালালাম।
যদিও, মনটা পুরোপুরি অবশ হয়েছে।

-



ভালোবাসা আজ লালসা,
খুবলে খাওয়ার পায়তারা!
শরীর পূজোর ব্যবসা চলে,
হৃদয় ওরা ছুঁতে পারে না!

-


9 FEB 2020 AT 23:18

প্রেম যখন নগ্নতার লালসায় মাখা,
ভালোবাসা তখন আঁখির মায়ায় হারিয়ে যাওয়ার নেশা।।

-


20 JAN 2020 AT 0:00

হতে চাও কলঙ্কিনী তবে মাখো প্রেমের রস
মাঝরাতে হয়তো নামবে বার্তা হীণ কিছু ধ্বস।

-