QUOTES ON #লালন

#লালন quotes

Trending | Latest
6 APR 2023 AT 12:26

খাঁচার ভিতর দাবানল, খোলস বাইরে পুড়ছে
উপশমের কারণ খোঁজে চাতক পাখি চতুর্দিক ;


বাউলগণ বলে, লালন গান মনে -
আপন ঘরের খোঁজ নে না, দাবদাহ না রবে কোনোদিক।

-


27 MAY 2019 AT 22:28

যোগাযোগ বন্ধ ,বন্ধ ওদের সেতু পারাপার...মাঝে এক অবুঝ বোবা আয়না....লালন বলে ,
"তারে ধরি ধরি মনে করি,ধরতে গেলে আর পেলেম না ....
দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা-সোনা... পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না....
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা!"

-


30 MAR 2019 AT 21:11

সাধনাটা আর হলো না সাধা,
ধরতে পারছিনা সা থেকে ধা;
আমার সাঁই-এর তত্ত্বানুযায়ী
এই দেহটাই যে গোলক-ধাঁধা।।

-



ভালোবাসার কাড়াকাড়ি ভালোবাসার মারামারি,
ভালোবাসা এই বাজারে সস্তা নাকি ভীষণ?
থাকতো যদি বেঁচে লালন ভাবতো আমার মতন,
ভালোবাসা এই বাজারে করেনা কেউ যতন।
মনের দামে মন কিনিতে জানে এখন কজন,
মন পাওয়ার জন্য করে ছলনার আয়োজন।
মূল্য দেয়না কেউ সঠিক ভালোবাসা,
আসে যায় অনেকে ওরা শুধুই আশার।
লালন ফকির থাকলে বেঁচে মূল্য হতো সবার,
ভালোবাসা নিয়ে আর থাকতোনা হাহাকার।।

-


22 OCT 2022 AT 19:53

আজ‌ও বেজে উঠে মেঠো সুর,ছড়িয়ে পড়ে গ্ৰাম- শহর-পাড়া
বুকটা কেমন চিনচিন করে, না আছে লালন না একতারা ।

-


6 OCT 2023 AT 10:31

. .

-


11 NOV 2020 AT 21:18

দরিয়া পার করতে সবাই চায়।
লালন ও চেয়েছিলেন, নাহলে আরশিনগর এর পরশির কাছে কী করে যাওয়া হবে?

-


28 JUL 2021 AT 17:37

সবার বুকের খাঁচার ভেতর যে লালন সাঁই রয়
সেই জানে মনের মানুষ কতটা সহজ হয়..

-


17 MAY 2020 AT 0:00

শ্যামের বাঁশি রাধার ঠোঁটে সুর তুলে যায় কেমনে!
বিসর্জনের গান গেয়ে ফকির লালন খোঁজে এ মনে।।

-


5 JAN 2020 AT 20:48

দুয়ারে দুয়ারে অন্ন ফুরায় আসে, ভেদাভেদের বেড়াজালে পানিকে আলাদা করিয়া নাম রাখিছো জল,
মাটি কে নয় আলাদা করিছো, ভাষা কে নই মুছা দিয়াছো, মনের মাঝে বসত গড়া লালনেরে কেমনে দিবা বাদ,

-