QUOTES ON #লজ্জা

#লজ্জা quotes

Trending | Latest
29 MAY 2019 AT 20:18

ধ্বংসের প্রধান কারণ...... পশু নয়, মানুষ বুঝতে পায়..
যদিও থাকা সত্ত্বেও, হাজার বারণ!খেতে ও শিক্ষার সময়, লজ্জা পেতে নাই..
লজ্জায় মানুষ মরেনা, মরে মনটা ..... লজ্জার থেকে, বাঁচতে চাইলে..
সেই সময়ে কি হবে?.. দূরে ফেলো, এই কথাটা!

-


30 JAN 2020 AT 0:53

যখন দিক বিদিক জ্ঞানশূন্য!
অশিক্ষিত কামাতুর চার-ছয় জনার
মন চূর্ণবিচূর্ণ খেলায় পরিপূর্ণ....

-


2 FEB 2021 AT 6:47

নারী তুমি হও লজ্জাহীনা, পোশাক কর বিসর্জন....
যৌন নির্যাতনের হয়না প্রমান যদি থাকে আবরণ

-


1 JUL 2021 AT 8:10

নারী তো নারীই হয়, ঈশ্বরও দেয়নি তাকে রেহাই!
কুন্তিকেও সন্তান ভাসাতে হয় কুমারী মাতৃত্বের লজ্জায়।

-


6 MAY 2020 AT 23:50




"একপেশে "

*যে কোনো নেশা নিন্দনীয় কর্ম, তবে রোগটা গভীরতর*
"ক্যাপশনে চোখ"

-


5 FEB 2021 AT 6:58

দশ হাত শাড়িতেও নারীর লাজ ঢাকেনা এই সমাজ বলে!!
বেআব্রু তো তোরাই করিস যখন -তখন, ঘরে- বাইরে।

-


8 MAY 2020 AT 8:29

এক অদ্ভুত শতাব্দীর শেষে,
তোমার নামের আবির,
আজ ....
অশ্লীলতায় মেশে।

-


10 JAN 2019 AT 0:23

সাজানো হাসির তর্কে,
লজ্জার ধৈর্য পরীক্ষা করে
অবৈধ পরিপক্কতা।
শব্দের নির্লজ্জ প্রয়োগে,
কথার দাম বিচার করে
বেহায়া নিস্তবদ্ধতা।

-


8 JAN 2019 AT 10:31

একটা ঝড়...
কলঙ্ক রেখার পাড়ে,
বাঁকা চাঁদ নবমী নিশিতে গেছে ঝরে।
মাঝিহীন তরণীটা শুণ্যতলে আছে পড়ে।

নড়ছে না কেন আজ!
বহুবার নড়েছে যে সংগোপনে।

লজ্জার দেহভার কোথায় লুকাবে!
ক্ষণিকের অতিথি কামনায়,
সেদিন রাত দেখেছে ,প্রেমের শরসজ্জা।

বাঃ!এ কেমন সুধারস!এ কেমন প্রণয়,
অজাতশত্রুর কান্না শুনেও!
লজ্জার মা,ঘৃণার তরীতে দাগ মুঝতে ব্যস্ত ,
...তার নিলয়।
✍সুব্রত বেরা




-


27 FEB 2020 AT 23:04

গণতন্ত্রের ধংসস্তুপে
মানবতাই জীবাশ্ম
ধর্মাশ্রয়ী রাষ্ট্রনীতির সম্মোহনে রাষ্ট্র।।

-