QUOTES ON #মহিষাসুরমর্দিনী

#মহিষাসুরমর্দিনী quotes

Trending | Latest

"""আজও মহালয়ার ভোর মানেই"""

গতকাল রাতে নতুন ব্যাটারি লাগিয়ে রেডিওটা ঠিকঠাক করে রেখে ভোর ৪ টে তে "আকাশবাণী কলকাতার চ্যানেল"টা টিউন করে "বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের" কণ্ঠে "মহিষাসুরমর্দিনী"😍😍😍😍

প্রতিবার ভাবি ঘুমিয়ে কাটাবো কিন্তু এবারও কালকের রাতটা উত্তেজনাতেই কেটেছে।।

আড়াই ঘণ্টার বেশি ঘুমোতেই পারলাম না।।

-


25 SEP 2022 AT 18:54

ক্লান্ত রাতের শেষ খেয়ালে ঐ যে শোনো ইমণ বাণী,
পদ্মপাতার শিশির গুলোর রেখায় রেখায় আজ আগমনী।

-



কবিতা ক‍্যাপসনে....

-


28 SEP 2019 AT 16:26

আমার কাছে আজও 'মহালয়া' মানে

ভোর চারটের সময় 'মহিষাসুরমর্দিনী', শিশির ভেজা শিউলি, পাড়ার সবাই মিলে গঙ্গাস্নান, মা দূর্গার মাটির মূর্তিতে রঙের প্রলেপ...

-


6 OCT 2021 AT 8:46

____

-


16 SEP 2020 AT 16:55

মাগো যখন হয় তোমার আগমন,
তখন আনন্দে মেতে উঠে আমাদের মন।।

শরৎ আকাশে কাশফুলের দোলা,
শিউলি ফুলের গন্ধে ঘুম ভাঙ্গে ভোরবেলা।।

এবার মহামারী হয়ে এসেছে করোনা,
তাই আমাদের মনটাও ভালোনা।।

কিন্তু আমাদের অটুট বিশ্বাস
তুমি যখন আসবে বাপের বাড়ি,
তখন শেষ হয়ে যাবে এই মহামারী।।

হয়তো পারবো না মহালয়ার ভোরে ঘুরতে,
কিন্তু আগমনীর আবেগটাতো মহালয়ার গান শুনতে।।

-


21 FEB 2021 AT 10:12

কত সরস্বতী অস্তিত্ব হারায়,
লক্ষী হওয়ার সাজে।
তবু মনে রেখো এ সমাজ..
সব মাতৃমূর্তির অন্তরে,
মহিষমর্দিনী বিরাজে।

-


29 JUN 2019 AT 19:53

#অাগমনি #
রজঃশলা দেবীমূর্তির,
রক্ত ছোঁয়ায় ইচ্ছেপূরণ
ঘরের মেয়ে রজঃশলা
অশুচি সে তখন ভীষন
বেনারসির রেশমি সাজে
জাঁকজমকে মায়ের বোধন
ঘরের দূর্গা নৃশংতায়
অপমানিত নিরাবরণ
জেগে ওঠো তুমি মাগো
ঘরের সব দূর্গার বুকে
মুক্ত হোক সব শৃঙ্খল
সাজো নারী কালির রূপে
আগমনীর বার্তা নিয়ে
নারী তুমি করো গর্জন
অাজ বাংলার সব ঘরে
মহিষমর্দিনীর বড়ো প্রয়োজন

-


17 SEP 2020 AT 0:29

আজি এই শরতের প্রাক্কালে
মন হলো মাতোয়ারা,
কাশফুলের ই সৌরভে।
মহালয়ার ভোরে "মহিষাসুরমর্দিনী"
জানান দিল দেবীপক্ষের সূচনাকাল;
আর কিছু সময় পরেই ঘটবে
মা" এর মর্তে আগমণ।।।।

-


30 OCT 2020 AT 3:19

শুধু রাবন, মহিষাশুররা কেন মরবে!
কৈকয়ী, মন্থরারা
কি যুগ যুগ বেঁচে থাকবে?

-