QUOTES ON #বেশ্যা

#বেশ্যা quotes

Trending | Latest
23 FEB 2018 AT 22:52

মায়ের জাত ওরা
বেশ্যা নয়,বীরাঙ্গনা
ভোগীদের শিকার।।

-


27 JUL 2020 AT 8:24

আর তুমি যাদের বেশ্যা বলো
দুর্বলতা তাদেরও আছে,
দেওয়াল এ পিঠ ঠিকে গেলেও
ওরা অন্যের খুশীতে নিজে বাঁচে।

নিষিদ্ধপল্লীর ওই মেয়েটাও চায়নি ওই জীবন
পরিস্থিতির জটে মুখ থুবড়ে পড়ে,
জীবনের কিছু হাসি কুড়িয়ে নিয়ে কষ্ট ঢাকে সে
রোজ নিজেকে একটু করে ভাঙে আর গড়ে ॥

-


15 NOV 2019 AT 20:27

যন্ত্ৰণাৰ মালিতাৰে উদ্‌যাপিত বেনামী চিঞৰ..
********************************
সময়টো আছিল আবেলি
নীলিম নদীৰ সেউজীয়া ঘাটটিৰ পাৰত
হাঁহি আৰু চকুলোৰে ভৰা এখন প্ৰিয় কিতাপৰ মাজত
নিজকে যেন বিলিন কৰিছিলো।
তাত প্ৰথম লগ পাইছিলো
সেই সুন্দৰী নাৰীগৰাকীক নিৰিবিলি পৰিৱেশত
তেওঁ আছিল মৌনতাৰ যাত্ৰী।
কথাবোৰ মোৰ পৰাই আৰম্ভ হৈছিল
কিন্তু তেওঁ সকলো নিৰৱে শ্ৰৱণ কৰিছিল
এটা মাথো শব্দ কৈছিল নুচুবা মোক পাপী মই,
মোৰ সুধিবৰ মন গৈছিল...!
হঠাৎ তেওঁ উচুপি উঠিছিল আৰু কৈছিল
নাচনী হৃদয়ৰ জখমবোৰৰ কথা আৰু সেই
অনাদৃত ভদ্ৰতাৰ মুখা পিন্ধা লোকসকলৰ কথা।
তেখেতে শুনাইছিল ক্ষুধা নিবাৰণৰ বাবে বিলাসী মহলৰ
আমোদ-প্ৰমোদৰ যাত্ৰী হ'বলগীয়া কৰুণ জীৱনৰ গাঁঠা।
তেখেতে কৈছিল বেশ্যাই হেনো তেওঁৰ পেচা,
মই বুজিছিলো তেখেত মৃত হৃদয়ৰ‌
বেদনাৰ এখনি জীৱন্ত ছবি।
বাকৰুদ্ধ হৈ পৰিছিলো মই সান্তনা দিবলৈ
যেন হৃদয়ত শব্দৰ অভাৱ!
বেদনাৰ ধূসৰ ছায়াই লাহে লাহে
আৱৰিছিল নৈখনৰ পাৰ আৰু
তেখেত আঁতৰি গৈছিল।
- ✍️ Liza Talukdar.

-


16 JUN 2020 AT 17:36

পেটের দায়ে শরীর বেচে, নাম তাদের বেশ্যা;
রাজার হালে থেকে আমরা, তাদের করি খেস্যা।।
স্বেচ্ছায় নষ্ট সতীত্ব,, মুখে মৌনতার ছাপ;
খুঁজেছি কি কারন! জানতে চেয়েছি কি বিত্যাপ?
নিরীহ তবু সভ্য সমাজে স্বীকৃতি পাওয়ার নেই যে অধিকার;
ওরা কি তবে অপয়া ভারী!প্রতীক নয় কি মনুষ্যতার!!
ভাবিনি আমরা করিনি সমাদর, এনেছি হাজার মতামত;
সহজ উপায় না পেয়ে তারা, বেছে নিয়েছে বেশ্যাবৃত্তির পথ।।
শরীরটাকেই দেখল সবাই,, মনের খবর বেপাত্তা;
লোভের স্বীকার শুধুই তারা,, চাহিদার নেই মাত্রা।।
ঘরের অভাব বড় অভাব, ক্ষুধার জ্বালা প্রবহন,,
আসেনা এগিয়ে কেউ কখনো, করে না কেউ সমর্থন।।
অসহায়তার সুযোগ নিতে দু'পা বাড়িয়ে প্রস্তুত,,
নতুন জীবন তাদেরও আসুক,, হয়ে উঠুক তারা অগ্রদূত।।

-



|| বেশ্যা ||
সর্বনাশা নেশায় ডুব দিতে চাওয়ার আসক্তিতে ভেসে,
নেশাতুর রাত নামে তাদের চোখের গহীনে।
আকাঙ্খার পারদ গলনাঙ্ক ছাড়িয়ে যখন
রন্ধ্রে রন্ধ্রে ঘটায় আদিম উন্মত্ততার অগ্নুৎপাত,
তখন ওরা একপা দু'পা করে এগিয়ে আসে সেই অসহায় নারীদের দিকে,
যৌনতার লোলুপ দৃষ্টি বুলিয়ে নিঃশব্দে আস্বাদন করে তাদের নরম শরীরের ঘ্রাণ,,
পান করে যৌবনের নির্যাস।
তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপর
ক্ষুধার্ত কামনার জ্বালা মেটাতে ছিঁড়ে খায় শরীর, মন!!
তৃষ্ণার্ত যৌনাঙ্গ রক্তাক্ত করে সেই নারীদের রোজ, মাত্র কয়েকটা মুহূর্ত,,
পয়সা ছড়িয়ে তৃপ্তির উষ্ণতা খুঁজে নেয় বুকের খাঁজে ডুবে!

তারপর নিমেষেই ছুঁড়ে ফেলে দেয় বাস্তবতার কঠিন মাটিতে!!
বুঝতে চায় না, শুনতে চায় না, ছদ্মবেশী হাসির অন্তর্বাসে লুকিয়ে থাকা
তাদের অসহ্য যন্ত্রণায় চাপা পড়ে প্রস্তরীভূত বোবাকান্নার জীবাশ্ম,,
যারা সমাজের বুকে নাম কুড়োয় 'বেশ্যা'র।
এর পিছনের ভয়ঙ্কর অতীতটা জানতে চায় না কেউ,,
তাই সম্মান দিতে না পারো, 'বেশ্যা' আখ্যা দিও না তাদের!!

-


9 JUN 2020 AT 10:33

বিক্রি করেছে শরীর তবে বাঁচার আছে ইচ্ছা
সমাজের চোখে বেশ্যা হলেও কারো কাছে সে মা।

-


13 MAY 2020 AT 19:26

এই বিশ্বের সকল নারী'ই "মা"...
যে শরীর বিলায় তাকে ডাকো বেশ্যা।
"জ্যোৎস্না"!! সে তো প্রেমের মতই শান্ত,
বাঁচতে হলে প্রতিবাদ'ই ভরসা।।

-


9 JUN 2020 AT 16:21

সমাজের চোখে সে করছে দেহব্যবসা, খোঁজেনি কেউ মায়ের আর্তনাদ,
রাত্রি জুড়ে হৃদয় স্পন্দনে, কম্পিত মন বাড়ির নির্জন ছাদ।

-



শরীর বেচতে নামা মেয়েটার নাম পতিতা,
তার গর্ভেও জন্ম নেয় ছোট্ট ভ্রুন, ইচ্ছা থাকলেও মা ডাক সোনা হয়না।

-


11 MAR 2019 AT 1:38

রাতে যারা সাজে পরী,
দিনে নাকি তারাই বেশ্যা নারী...!!!

-