QUOTES ON #বিষাক্ত_মানুষ

#বিষাক্ত_মানুষ quotes

Trending | Latest
2 JUL 2018 AT 15:32

একলা ঘর, মনের মানুষ খোঁজার অপেক্ষায়,
তৃতীয় বিশ্ব, জব্দ চক্রান্তের শিক্ষায়||
বিষাক্ত মানুষ, রেখেছে চক্রব‍্যূহে বন্দি,
অ‍্যাসিড ছোঁড়া, জমানো প্রতিশোধের ফন্দি||
নেমেসিস, দোরগোড়ায় শাস্তির বেশে,
তিলোত্তমা, ভেসে বেড়ায় দিগন্তে মিশে||
হাসনুহানার মাধুর্যে, আবেগঘন মন,
ফসিল‍্সের গান, আর সঙ্গী হেডফোন||

-


4 JUL 2020 AT 17:38

সর্বস্ব হারিয়ে আজ আমি বানভাসি। হৃদয়ে রক্তক্ষরণ অনর্গল দিবানিশি। মনের জীর্ণ গলিপথে আজ তোকে মন্দবাসি। ভালোবেসে আজ বিষাক্ত ফসিল আমি ওরে সর্বনাশী।।

-


6 JUN 2020 AT 8:39

কলঙ্কিত রাই ও পুজিতো হন 🙂🙂, বংশীধারীর সঙ্গে সদা প্রতিষ্ঠিত রন 😍😍।।

-


25 FEB 2020 AT 19:41

কুয়াশার অস্পষ্ট গলিপথে থাকে বহু ভাঙা সম্পর্কের ইতিহাস,
নিজের থেকেও ভালোবেসেছি তাকেই, আজ দেখো ভাগ্যের কি পরিহাস??
হৃদয় পোড়ার গন্ধে আজ বিষাক্ত আমার ভালোবাসার আকাশ বাতাস।
হৃদয় স্পন্দন আজও চলছে তাই পৃথিবীর বুকে আমি এক জীবন্ত লাশ,
আজ তোমার হৃদয়ে হয়েছে নিশ্চই কোন বেনামীর স্থায়ী বসবাস।
রাখছো নিজের কান্না গোপন, তবুও আমায় করোনি বিশ্বাস..
ছেড়ে যাওয়ার সময় আমায় দিয়েছো তুমি ফিরে আসার আশ্বাস,
শুধু কর্তব্য পরায়ন হয়ে ধোঁয়াশায় মিলিয়ে যায় বহু দীর্ঘশ্বাস।

-


1 APR 2018 AT 21:01

যদি আবার ফিরে আসো মেঘ হয়ে,
আমি বৃষ্টি হয়ে রোদের কোলে রামধনু রাঙাব!
বুঝতে দেব না, বৃষ্টি মেঘকে কতখানি চেয়েছিল...

-



মন ভাঙে যারা হাসির ছলে,ওরা মানুষ কি করে হয়?
তবুও এই ধরনীর বুকে ওরাই এগিয়ে রয়।।
কেউ মন ভাঙে স্বার্থের তরে কেউ বা ভালো বেসে,
কেউ আবার মন ভাঙে খুব কাছে এসে।

-



হেই মিষ্টাৰ !!
আপুনি নো কেনেকৈ ইমান ভেজালী হ'ব পাৰে ! সৌ সিদিনালৈ চাওঁক চোন লগ পাওঁতে কেনে আব্দাৰ আছিল আপোনাৰ । হাতেৰেই মৰম কৰিব নে মুখৰ কথাতেই মিঠা ৰহন সানিব , ক'ত যে পৰিকল্পনা আপোনাৰ ! আৰু আজি ক'ত গ'ল সেই মৰম ? কিয় হৈ পৰিল ভোকত বলীয়া কুকুৰৰ দৰে স্বাৰ্থপৰ ? কেনেকৈ সলাব পাৰে সৰ্পৰ দৰে মোট ! আচলতে মই আপোনাক চিনিয়েই নাপালোঁ জানেনে , আচল মানুহ জন বা কোন আছিল ! হ'ব দিনক ডাঙৰীয়া চাহাব আপুনি আপোনাৰ চহৰত তাচ্চ‍্যিলতাৰ নৈ বোৱাওঁক ...👎👎

-


26 MAY 2020 AT 0:17

বিষাক্ত প্রেম আছড়ে পড়েছে পঙ্কিল আঁধারে ডুব দিয়ে
মিলনের যাতনা নিয়ে বিচ্ছেদের আগুনে সেদিন ছাই হয়েছিল দুজনেই।

-


9 JAN 2020 AT 19:06

তোমার সন্ধানে ক্রোশ দাউ দাউ পথ হেঁটে অগ্নি শুদ্ধ হতে পারি
সাঁতার না জেনেও দ্বিধাহীন হয়ে সমুদ্রে ঝাঁপ দিতে পারি।
ব্যাকুলতা সিঁদ কাটে বারেবারে আমার ভিতর বাহিরে অন্তরে
আছো তুমি মোর হৃদয় জুড়ে।

-


17 JUN 2020 AT 22:17

মানুষ কি আর তারা, যারা কথায় ঢালে হলাহল..
মন ভাঙে,হৃদয় ভাঙে অপহন্তা তারাই আসল..।।

-