QUOTES ON #বাংলাকবিতা

#বাংলাকবিতা quotes

Trending | Latest
17 SEP 2019 AT 21:05

আজ, তোর জন্য- ভালোবাসা বুঝেছি...
তবু বুঝিনি বাস্তবটা... অনেক খুঁজেছি!!

-


3 JUL 2020 AT 19:58

মুখোশ যখন শিল্প হয়ে,
বাঁচিয়ে রাখে তুলির টানl
রাবণ সেজেও শিল্পী তখন
ধুলোয় মিশে পায় প্রাণl
মুখোশধারী তারা বাইরেই শুধু,
আদলখানা চিরকালই কাঁচা মাটিl
টাকাকে ওরা পয়সা বলে,
হ্যাঁ ,জানেনা শহুরে পরিপাটিl
ওরা তবুও স্বপ্ন দেখে,
পূব আকাশের লাল ছটাতেl
মুখোশ পরে ছৌ দেখিয়ে,
ওদের দুবেলা-দুমুঠোই জোটেl
ওরা সংস্কৃতির ধারক-বাহক,
আমাদের হাততালিতে বাঁচে মাইথোলজিl
ওদের সোনার-কাঠি ছুঁইয়ে দিয়ে
কে পড়াবে সভ্যতার সাইকোলজি?

-


24 DEC 2020 AT 15:38

একক ছন্দে বাঁধা এ জীবন ,
নতুন বলিয়া কিছুই নাই।
মৃত্যুর কাছে সকলে পরাজিত,
অহংকার পুড়িয়া হবে ছাই।।

-


15 JUN 2020 AT 9:20

সেটুকুই আঁকড়ে ধরতে চাওয়া।
নেই চাওয়ার কিছু বেশি
যা পেয়েছি তাতেই খুশি।


_ _✍️Ruksana Aktar*

-



আকাশবাণীর ভা-ব-ত-র-ঙ্গে জীমূত তরীর মন্থরতা ,
দুধ-আলতা শতদলে কীটের বাসা সুখ যোজনা |
স্ফটিক ছোঁয়া দূ-র্বা-কো-লে বুঝি রত্ন-গর্ভের আঁতুড়ঘর ?
বিষণ্ণতার ঝিল্লিভেদী প্রস্ফুটিত সৃজনতায় মুক্তচর |

কাশের চামর আতিথেয়তায় হিমঝুরি বন শরৎ চেনায় ,
ব্যস্তানুপাতিক রোজনামচায় ছাতিম সুবাস আতর মাখায় |
সতেজতার পা-ন-ব-র-জে দেখি গঙ্গামাটির কদুষ্ণ ছাঁচ ,
আনন্দময়ীর আসন শুদ্ধি ; দুশ্চিন্তার গজঘটা সন্নিপাত |

অভাব মোচন হি-ত-ক-র্মে, গর্ভাশয়ের প্রতি মন্ত্রপাঠ ,
যাগবেলায়ও আঁচড় হানে দস্যু-মানবের বিশ্রী দৃষ্টিপাত |
শান্তিজলে সাম্যবস্থা তিন-লিঙ্গের আগত আধুনিকা উদ্ভাবন ,
মনুষত্বের কাঠামো অ-নু-প্রা-সে লাগুক নবভাবনার যুক্তিকোন |

-


9 JUN 2020 AT 9:34

জানো.....মনি,
সে শান্ত ছিল খুব,
কিন্তু,
আমি ছিলাম একটু বেশিই বকবকে।
মুখে যা আসত,তা দিতাম বলে।
কখনো ভাবতাম না,
এর পরিনতি কি হতে পারে।
বিশ্বাস করো....মনি,
কখনো চাইনি তাকে কষ্ট দিতে।
শুধু চেয়েছিলাম সে যেন একটু বোঝে,
আমাকে আমার মতো করে।

_ _✍️Ruksana Aktar*

-


3 MAY 2020 AT 14:25

"শৈশব জীবন আর আসিবেনা"
---দিপেশ দাস
শৈশব জীবন আর আসিবেনা,সেই চঞ্চলতা, আনন্দ উল্লাস,ভাব বিনিময় নিয়ে।
বয়ে যাওয়া দিবস রজনী,সেই উৎফুল্লতা,নিরলস সখাগণ আসিতো এগিয়ে।
হৃদয়ের মাঝে স্থান করিয়া লইতো,অসংখ্য চেনা অচেনা ভিন্ন খেলার সঙ্গি।
কখন যে ভাস্কর পশ্চিমে হারায়,তিমিরের নক্ষত্র করিতো নানান ভঙ্গি।
দিবানিশি সুযোগ সন্ধানী হইয়া,খেলার ছলে নব দিগন্তের পথিক হইতাম ।
ভিন্ন নীতি প্রয়োগে খেলা ধুলা,হাস্যোজ্জ্বল মুখে কর্মবিমুখ হইয়া রইতাম।

শৈশব জীবন আর আসিবেনা,সেই নির্ভয়,লজ্জাহীন, নিশ্চিন্ত মনের ভাব নিয়ে।
আহ্লাদিত সজল নয়নে কোলাহল,সেই রান্না বাটি, পুতুলের হইতো বিয়ে।
নিকটবর্তী গ্রামের মেলায় ঢল,অসংখ্য দোকানী, বিক্রয় হইতো নানা আসবাবপত্র।
নদীর তটে মাঝি ভাসাইতো নৌকা,ভ্রমণ করিতাম সখা সঙ্গে যত্রতত্র।
হৈ উল্লাসে ভরপুর সেই শৈশব কাল,হারিয়ে গিয়েছে চিরতরে নিশ্চিহ্ন প্রান্তে।
চঞ্চল বালক আজ শান্ত, নির্বিকার,পরিশ্রান্ত দেহ, ভুল সিদ্ধান্ত হইয়া যায় অজান্তে।

-


28 JUN 2020 AT 19:56

মানুষ ঠিক বদলে যায় সময়ের সাথে,
কিন্তু কিছু মানুষ রয়ে যায় সেই ছদ্মবেশে।।

-


6 APR 2021 AT 20:54

অনেক তো হল,,
হাহাকার, আর্তনাদ,যন্ত্রনার সৎকার,

এবার সময় ঘুরে দাঁড়ানোর
ছিনিয়ে নাও তোমার অধিকার।।।।

-


16 MAY 2020 AT 20:58

জাগতিকে জলন্ত বেগতিক রূপ-
সময়'ই শেখায় সর্বদা;

মানব'ই গড়বে সুখের মেলবন্ধন-
দেখো বৈশ্বিক তাগাদা।

-