QUOTES ON #বাংলা_কবিতা

#বাংলা_কবিতা quotes

Trending | Latest
21 OCT 2020 AT 7:05

দেবীপক্ষে চারিদিক গমগম করছে নারীশক্তির জয়ধ্বনি দিতে,
কিন্তু তবুও মানুষের মুখোশ পরে থাকা পশুগুলি ঝোঁপের আড়ালে তাদের সেই পাপিষ্ঠ খেলায় রয়েছে মেতে............

-


22 APR 2019 AT 23:26

"এভাবেও ফিরে আসা যায়"-
মনের না বলা অনেক ব্যাথা-
আজ প্রকাশ পাচ্ছে,
হয়ে কবিতার কথা।
*Anima Barman*
সেই ছোট্ট বেলার, কবিতা লেখার-
ছিল মনে সুপ্ত বাসনা,মন হতো আনমনা।
যদি একটু সুযোগ, পেতাম আমি আগে,
মনের ইচ্ছা হত প্রকাশ-
রাগে-অনুরাগে।
জীবনের অনেকটা পথ পেরিয়ে
এসেছি সামনে এগিয়ে।
আর কি পারবো ফিরতে।
নিজেকে লেখায় মগ্ন-রাখতে।
Anima Barman.



-


22 JUL 2018 AT 1:06

মেয়েটার শরীরটা থেঁতলে গেছে,
মুখের এক পাশ এখনো আস্ত আছে।
মৃত,মৃত্যু ওঁর কাছে একটা শিল্প ছিল।
ওই সবচেয়ে উঁচু ফ্লাট
বাড়িটার ছাদ থেকে সটান ঝাঁপ।
তরতাজা যুবতীর চুলে ঘুম ছিল,মুখে হাসি ছিল,
ছিল চোখে বসন্তের বেনামী চিঠি।
পরনে শাড়ী,ঘাড় আর কোমরে নগ্নতা আছে
আর সব আছে ঢাকা।
তবে,নুপুরের কারুকার্যটি চমৎকার ।
রক্ত সামাজিক ভাবে লাল,জমাট বাঁধা।
তরতাজা যুবতীর প্রেম ছিল,প্রেমিক ছিল,ছিল স্বপ্ন,
ওরা মানুষ ছিল ,একসাথে বাঁচতে চেয়েছিল।
শুধু ধর্মটা ছিল আলাদা....!

-


7 APR 2021 AT 9:10

মেঘলা আকাশ। থমকে আছে।
হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি।
রোদ্দুরটাও ভিজে গেল।
অভিমানী শ্রাবণের কি ভীষণ অনাসৃষ্টি।

তোমার মতো আস্ত তোমাকেই দরকার।
মনকেমনের বৃষ্টির সুরে গান হয়ে থাকবে।

-


10 SEP 2019 AT 8:32

সম্পর্কের ভাবসম্প্রসারণ করতে চেয়েছিলাম।
পাতা উল্টে দেখি ভাবার্থ টাই উধাও হয়ে গিয়েছে নিম্ম মনবৃত্তিতে!

-


6 JUN 2020 AT 9:52

মানুষ মরলে তার বুকে এক গুচ্ছ কবিতাই থাকে
অথবা তার মৃত শরীরের দিকে মুহুর্মুহু ধেয়ে আসে
কবিতার স্রোত,
আজন্ম বিশ্বাস, যা তাকে আগুনের মতন পবিত্র করে।

-


13 AUG 2019 AT 22:49

মনে পড়ে আজ,স্মৃতির কোনায়
শুয়ে থাকা সুলেখা দাসের লাশ।
প্রেমিক যদি ভিন্ন ধর্মের হয় তবে তো
বলতেই হয় এটা পড়াশুনার চাপ!
ওড়নায় ঝুলে আছে ভালোবাসা।
নাক,কান দিয়ে বয়ে গিয়েছে রক্ত,
পুলিশ ছাঁকছে ডাইরির পাতা।
আমরা অনুমান করছিলাম বিগত রাতের ইতিহাস,
বুকের পাটা,চড় থাপ্পর নাকি বিমর্ষ নীরবতা।
পুলিশ দেখছে আর কতো-কতো ভাবে
মরতে পারতো বেচারি সুলেখা দাস।
আরো কত চেনা মুখ চুল চেরা বিশ্লেষণ,
ভিড় করা প্রতিবেশীদের হাহুতাশ।
আমারা ভাবছিলাম বিগত বিকালের কথা
আমাদের পাশে বসে সুলেখা দাস,
ক্লান্ত টিউশন, মুখে হাঁসি কতকথা,
বুঝতে দেয়নি সে মননের চাপা কান্না নীরবতা।
ওর ওড়নায় ঝুলে থাকবে ভালোবাসা,
আর পসমর্টামের রিপোর্টে; পড়াশুনার চাপ
কমুক এটাই ছিলো তার শেষ আশা।
মনে পড়ে আজ,স্মৃতির কোনায়
শুয়ে থাকা সুলেখা দাসের লাশ।

-


24 OCT 2019 AT 17:54

তোমায় মনে পড়লে,শরাবখানায় যাই।
তোমায় মনে পড়লে,ফুসফুস বোঝাই ছাই।

তার চোখের মণিতেও শুধু তোমার ছবি পাই....
তবু খুঁজে দেখি মনপাখি তুমি কোথাও নাই....

-


20 JUL 2020 AT 23:19

আজ রাস্তায় একটা ফুল কে দেখলাম
ওর নাম জানিনা।
এর আগেও এমন অনেক ফুল দেখিছি
তাদেরও নাম জানিনা।
ও বন্য, ওর সৌরভ মাতাল করা
এবং সৌন্দর্য যেন অমাবস্যার রাতে
হটাৎ তারা খসা আলোর ঝলকানি যেমন,
বা ধরুন উপমাটা এমন; রাতের মেঘ আকাশে বিজলি যেমন।
ফুল গুলো খুব সুন্দর হয়,
সুন্দর কে দূর দুরান্তের
সময় রেখায় বার কয়েক ই দেখা যায়,
এ ভাবে দেখলে-
ওর প্রতি একটা আলাদা নেশা জন্মায়।
বার বার ছুটে যেতে ইচ্ছে হয়।
কমরেড'রা যেভাবে বিপ্লবের জন্যে ছুটে যায়, সে ভাবে।
ফুল ঝরে যায়, গাছ মারা যায়, কত বিপ্লব ও এভাবে....
তাকে আর দেখি না
দেখতে খুব ইচ্ছা হয়।

ও যেন সেই ক্ষণিক দেখা মেয়েটার মতন।

-


3 NOV 2019 AT 19:45

মন বলছে, তোমায় নিয়ে...
পালিয়ে যায়, মরুভূমির দেশে।
আমরা দুজন একসাথে,
ওজে,রাজা-রানীর বেশে...

-