QUOTES ON #বাংলা

#বাংলা quotes

Trending | Latest
10 NOV 2020 AT 0:21

.....

-


15 FEB 2019 AT 14:38

Imran Hassan Barbhuiya

-


12 NOV 2019 AT 19:27

তোর কথাতেই হাঁটতে পারি,
দুর্গম রাস্তা যত,,,,,👍👍
তোর হাসিতেই ভুলতে পারি,
আমার মনের ক্ষত,,,,।।😕😕
তোর নেশাতে,নেশাগ্রস্ত,
আমার হৃদয়পুর,,,,💔💔
শুধু;তোর-আমার দূরত্বটা,
একটু বেশি দুর।।😢😢
পারলে তুই সময় করে
আসিস একটু ফিরে,,🗣🗣
অন্ধকারে গ্রাস করেছে
আমার ছোট্ট নীড়ে।।😔😔

-


26 JUL 2019 AT 13:18

(প্রকাশিত : মুজনাই পত্রিকা ট্যাবলয়েড, ২০১৯)

-


22 JUL 2018 AT 1:06

মেয়েটার শরীরটা থেঁতলে গেছে,
মুখের এক পাশ এখনো আস্ত আছে।
মৃত,মৃত্যু ওঁর কাছে একটা শিল্প ছিল।
ওই সবচেয়ে উঁচু ফ্লাট
বাড়িটার ছাদ থেকে সটান ঝাঁপ।
তরতাজা যুবতীর চুলে ঘুম ছিল,মুখে হাসি ছিল,
ছিল চোখে বসন্তের বেনামী চিঠি।
পরনে শাড়ী,ঘাড় আর কোমরে নগ্নতা আছে
আর সব আছে ঢাকা।
তবে,নুপুরের কারুকার্যটি চমৎকার ।
রক্ত সামাজিক ভাবে লাল,জমাট বাঁধা।
তরতাজা যুবতীর প্রেম ছিল,প্রেমিক ছিল,ছিল স্বপ্ন,
ওরা মানুষ ছিল ,একসাথে বাঁচতে চেয়েছিল।
শুধু ধর্মটা ছিল আলাদা....!

-



আগুন ছিল তোমার চোখে,
আমিও ছিলাম ভীষণ দাহ্য;
হৃদয় জ্বলেছে ভেতর ভেতর,
ভালো থাকাটা শুধুই বাহ্য।

-



ঠোঁটের কান্নায় রটুক কাব্য,
চোখ জুড়ে থাক বোবা ভাষা;
মেহফিলে তো বিজয়ী অহং,
ত্যাগেই বাড়ুক ভালোবাসা।

-



তোর্সার জল মুছে দিয়ে গেছে রক্ত,
তবু নিউরোন জুড়ে তোলপাড় স্মৃতি;
তীব্র ব্যথায় বিলি কেটে দেয় অতীত,
তাই হয়তো ভুলে যাওয়াটাই রীতি ! !

-



অযত্নে শুকোনো ক্ষত,
অভিযোগ ঢাকে তাতে;
অবহেলার দাপাদাপি,
প্রতিরাতে!

-



রোজ ভাবি...“চাই”
“দিতে” গেলেই কাঁপে হাত;
সাফল্য শিরে বাঁধা,
ক্রোমোজোম শুষে নেয় রাত।

-