QUOTES ON #বর্বর

#বর্বর quotes

Trending | Latest
3 JUN 2020 AT 20:40

ওরা মানুষ নয়; ওরা খুনী, ওরা শয়তান।
ওরা কেড়ে নিয়েছে এক অবোলা মা'এর প্রাণ।
এই যদি হয় সভ্য মানুষ; এই সভ্যতা চাই না।
নিরীহ জীবের প্রাণ নেয় যে, এমন শিক্ষা চাই না।
এর চেয়ে মানুষ অসভ্য, বর্বর ভালো ছিল।
শিক্ষা, সভ্যতা মানুষকে আজ নৃশংস করে দিল।

-


2 APR 2018 AT 0:23

মেঘ জমেছে মন আকাশে
তাই নেমেছে আঁধার,
ছল চাতুরী তোর মুখোশে
আমার সময় কাঁদার।

-


1 MAY 2021 AT 22:30

বহু মানুষ আজ বর্বরে পরিণত হয়েছে
দূর্বলের ওপর অত্যাচারই এদের সুখ।
কিন্তু
সে বুঝতেও পারছে না তার কর্মকে
যার বিনিময়ে সে পাবে অভাবনীয় দুঃখ।।


-


9 JUN 2020 AT 9:30

সময় উত্তাল স্রিয়মান

আজ সময় উত্তাল স্রিয়মান
মনুষত্ব আজ চুলায় গেছে অমানবিকতায় জর্জমান ।
বর্বরতা সীমা ছাড়িয়েছে
মানুষ এখন পশু থেকে অধম হিংস্রতে পরিণত হয়েছে।
আশি বছরের বৃদ্ধা কিংবা শিশু হোক আট মাসের
ধর্ষণচক্ষু থেকে এরা পায় না রেহায়, বর্বর সেই মানুষ চিঁড়ে খায় দেহ তাদের।
লালসা তাহার মিটে না কেবল গণধর্ষণে
হিংস্র সেই বর্বরজীব সোস্যাল মিডিয়ায় চিৎকার হানে।
কত নির্ভয়া নিশ্চুপ থেকে যায়, চার দেওয়ালের মাঝে
কিংবা থাকে ক্যান্ডেল মার্চ এ, আর টিভির হেডলাইনে।
কন্যা নাকি সৌভাগ্য, সেই সৌভাগ্যকে করো অবহেলা।
ভ্রুন থাকতেই হত্যা করো, কিংবা ফেলে দাও কোনো নালায়।
পণের টাকায় করছো আয়েস
আর পণ না পেলে করো খোসায়েদ ।
এই সমাজ কবে করবে শেষ
বধূ হত্যার অবশেষ ।
কত চিৎকার চাঁপা পড়ে রয়, কত প্রতিবাদ মিটিয়ে দেওয়া হয়
কত অশ্রু ঝরে পড়ে, কত প্রাণ প্রাণহীন হয়ে রয়।
তবু বর্বরতা আর শেষ হয় না, তা কেবলই শুধু বাড়ে
চিবুক তাহার চালাতে হবেই, গরীবের চামড়াতে ।
মানুষের লোভ মিটে নাকো আর
বনের পশুরাও পায় না রেহায়, শিকার হয় তাদের অত্যাচার এর।
প্রকৃতিকে মানুষ করেছে নগ্ন
মানুষ! তোকেও যে একদিন হতে হবে বিপন্ন
সময় উত্তাল আজ স্রিয়মান
মানুষ! দেখিস তোর ধ্বংস নিকটমান।। ....

---Mourima Das...

-