QUOTES ON #পাগলের_প্রলাপ

#পাগলের_প্রলাপ quotes

Trending | Latest
18 MAR 2019 AT 2:22

মিথ্যে শোকে দিশেহারা,
তুমিহীন অনুভবে,
সাজছে ধ্রুবতারা|

-


12 JUN 2018 AT 0:57

মৃত্যু হচ্ছে,
রোজ কিছু স্বপ্নের অপমৃত্যু হচ্ছে,
রোজ কিছু ইচ্ছার ,
রোজ কোনো সত্ত্বার|
এই মৃত্যুর পর শোকসভা বসেনা,
হয়না পরলৌকিক কাজকর্ম,
কেউ হা-হুতাশ করে কাঁদেনা|
তবে চিতা জ্বলে;
আগুন সেখানে অসহায়তা,
ঘি ঢালে,
দিশেহারা লক্ষ্যগুলো|
চন্দন কাঠের স্তর সরিয়ে
খুঁজে পাওয়া যায়না,
দিনের আলোর শেষটাকে|
কালো ছাইগুলো এখন,
বাতাসে উড়ন্ত;
খুঁজে চলেছে,
স্বর্গ বা নরকের ঠিকানা,
ধাক্কা খাচ্ছে বাস্তবের মাটিতে,
আদেও কী আছে পরজন্ম?

-



বালিশের কভারে আবছা নীল সমূদ্রের স্রোতমাঝে
হাই তুলতে গিয়ে দেখি হাতের পুরোনো ঘায়ের মলম সেই -
ঘা খুঁটে খুঁটে বড়ো বানাই নিজেই , কোনো অজানা কারণে ।
দূরের ওই চৌধুরীবাবুর চৌকাঠে একটা তুলসী গাছ পোঁতা ।
না জানি কোন অসন্তোষে দিনদিন তারও কথা বলা বন্ধ আমার সাথে ।
ওইযে দূরে বিকেল হচ্ছে , সেই শব্দ শুনে
আকাশের তারারা চুপ করে গুমোট হয়েছে ।
ওহ আমার অঙ্ক খাতায় √৫০ কে ৭√১ লিখেছি
তাই দেখে হেমা ম্যাম কেটে দিয়েছে সব অঙ্ক ।
নাহ যাই অনেক বেলা হলো বুঝলে
জট পড়া চুলগুলো শুকিয়ে নিই ।
উকুনগুলোর সংসারে আগুন লেগেছে
হয়তো নিভলেও নিভতে পারে ।

-


3 FEB 2018 AT 13:59

মনে পরলে তুমি হঠাৎ ,
তাই নিয়ে বসলাম গিটার ;
ভালোবাসার নতুন সুর ধরেছি ;
করে পুরোনো স্মৃতির অবসার !!

-



বিয়ে বাড়ি যেতে হবে
সুগন্ধি পেঁয়াজের রস মাখবো...

ব্র্যান্ড বলে কথা...

-


17 OCT 2019 AT 8:44

আচমকা মনে এক ঝাঁক প্রেম এনে দূরে যাস পালিয়ে,
এ তোর কেমন প্রেম বুঝিনা বাপু, মাথা যায় গুলিয়ে।।

-



সবাই মেনু তে মাটন পার্শে খুঁজছে
আর আমি...

অনিয়ন সালাদ ☺️

-


30 OCT 2021 AT 10:04

তুলে রাখি আদরের ডাকনাম

পুচু, পুচকা, পুচকি, পেঁচি
বুনু, বুনি, বনুলা, বুনুভাই
দিদা, ঠাম্মা, মাসি, পিসি
নকুলদানা, বাতাসা,

যা পেয়েছি ভালোবেসে।

🍁রি-আ🍁

-


8 AUG 2020 AT 0:34

ধর্মের কারবার চলে নিশিদিন এই অভাগা স্বদেশে ,
যত মত তত পথ আছে নেই শুধু রোদ মেঘলা আকাশে ।
ঈশ্বর ,আল্লা বোধহয় বোবা ও বধির উত্তর সে দিতে নারে ,
কতটা ধর্মের সাধনা করলে জোটে ভাত অভাবের সংসারে ।

-



দাড়ি গোঁফ ঝোলানো পাগলা , বিদ্যার দৈর্ঘ্য মাইল বিশ ।
বিধাতার আশির্বাদ , লালাময় মুখ ভাব ।
কোমড়ের কাপড়গাছা , হাসিমুখে বিড়বিড় ,
লাপাতা অ্যাড্রেসে থাকে সে ।
রাজনীতির ধারা তার নাই ছিলো জানা , ভোটের অধিকার লুপ্ত ।
জটধরা চুল তার গায়ে দূর্গন্ধ , অবিরাম গেয়ে যায় বৈষম্য ।
হাজার আদত তার মেনে নেওয়া মুশকিল , দুরত্বের ফিলামেন্ট পুড়লো ।
চিরাচরিত নিয়ম বিহীন ক্ষ্যাপা সে ।
সাপ লুডো খেলা চলে নিয়মিত মৃত্যুর সঙ্গে ।

-