QUOTES ON #ধিক্কার

#ধিক্কার quotes

Trending | Latest
4 JUN 2020 AT 8:15

ওরা " অমানুষ"
( বাকিটা ক্যাপশনে)

-


1 DEC 2019 AT 9:13

এই জ্ঞানহীন সমাজের, যারা ধর্ষণের শিকার Asifa বা Dr. Priyanka Reddy এর অপরাধীদের শাস্তি নিয়ে নয় তাদের ধর্ম(হিন্দু না মুসলিম) নিয়ে গর্জে ওঠে !

নগ্ন সমাজ।


Mampi.

-


30 NOV 2019 AT 22:28

ধিক্কার

নারীদের ভালোবাসতে শেখো হে পুরুষ।
তাদের মন টাকে ভালোবাসো
দেহ টাকে নয়।
জোঁকের মতো তাদের রক্ত শুষে নাও,
হিংস্র জন্তুর মতো ছিন্নভিন্ন করো তাদের।
তাদের অবচেতন, নিথর দেহ পড়ে থাকে-
কখনো প্রকাশ্যে,কখনো আড়ালে।
এ দৃশ্য আর কতো দেখবে সমাজ!
কতো নির্দোষ মা,সন্তানের অবাধ বলি হচ্ছে।
তোমরা তাদের মৃত্যুতে কেবল নীরব মিছিল করো
অথচ মৃত্যুর কারণের প্রতিবাদ করে গর্জে উঠতে পারো না!!
ধিক্কার.............
ধিক্কার এ নির্লজ্জ,ভীতু পুরুষশাসিত সমাজ।।

-




ভেঙ্গেছে প্রতিমার
অঙ্গ -
ধর্মের লড়াইয়ে,
একুশে ঘটেছে রক্তাক্ত শারদ

-



স্মৃতির দাগ থেকে যায় ধর্মীয় গ্রন্থের পাতায়,
রক্তাক্ত হয় গীতা,কোরান,
হিন্দু আগুন পায়,মুসলিম কবরে শোয়ান ৷
রক্তের খেলায় মেতেছে ধর্ম,
আদৌ কি কোনো ধর্মে আছে হিংসা, বিদ্বেষ লেখা !

-


3 DEC 2017 AT 0:27

দোষ নাকি মেয়েদের !! ওদের পোষাকে !!
ভিতরের জামা কাপড় দেখা গেলে
কিংবা কোমর থেকে শাড়ি সরলে,
পুরুষদের জাগে শিহরণ।
বেশ !!
কিন্তু, ওই একরত্তি মেয়েটার মধ্যে কি দেখলি তোরা দুজন??
সে তো পড়তে গিয়েছিল স্কুলে,
কেন ওকে এভাবে নগ্ন হতে হলো?
কেন ওকে যৌন হেনস্থা হতে হলো?
ওকে দেখেও লিঙ্গ জাগে?
যে ওভাবে ছিঁড়লি ওই ছোট্ট ফুলের মতো মেয়েটাকে !!
উত্তর আছে!! থাকলে বল !!
ওর মধ্যে কী পেলি ??
ছিঃ!
ও জানতো তোরা শিক্ষক।
তোদের শিক্ষায় ওরা শিক্ষিত হবে !!
কিন্তু, বুঝিয়ে দিলি তোরা শিক্ষক নামে কলঙ্ক
বোঝালি নরখাদক মানুষ খায় কীভাবে !!
এখনও কী সবাই আওয়াজ তুলবে,
দোষ মেয়েদের !!??!! ওদের পোষাকে !!??!!

-


27 FEB 2020 AT 23:04

গণতন্ত্রের ধংসস্তুপে
মানবতাই জীবাশ্ম
ধর্মাশ্রয়ী রাষ্ট্রনীতির সম্মোহনে রাষ্ট্র।।

-


15 MAY 2019 AT 10:44

বর্ণের সাথে সেরে পরিচয়,
বর্বরতায় রাঙি।
'ব্যালট-পশু' আমরা,
এখন "বিদ্যাসাগর" ভাঙি...😞

-


21 OCT 2021 AT 18:39

ধর্মের-কল বাতাসে
নড়ে
কিনা তর্কসাপেক্ষ,
ধর্মের মান নড়েও; পড়েও।

-



তিনদিন নদীর জলে ঠায় দাঁড়িয়ে থাকা যায়,
মানুষকে কভু বিশ্বাস করা দায়!
লজ্জিত আমি হায়, এমনই এক জাতি!
হাতির বিশ্বাসেরও অযোগ্য এক প্রজাতি!

আকাশ বাতাস ভারী লাগে,
মেঘ গুড়গুড় ডাকে।
প্রকৃতির রোষানলে ধরনীর বুকে তুফান বহে,
আফসোস মানুষ, কবে মানুষ হবে?

কবিতাঃ মানুষের খোঁজে

-