#ঝুলন্ত দেহ!
মৃত্যুর অমৃত খুঁজে পাই নি,
পাপ কর্মে প্রাণ মরে যায়!
অহংকার ভেঙ্গে, প্রকাশলজ্জায়
মরিতে ছুটিছে অসহ্য সজ্জায় !
অন্তরের আশ্বাসে বিশ্বাস হয়নি,
অশ্রুস্রোতে কেটেছে দুঃখ রাত !
উৎকন্ঠায় প্রতীক্ষিয়া থাকে স্বপ্ন
মৃত্যুর দরবারে শেষ প্রতিঘাত !
বঞ্চনা, বন্ধনের খেলা হয়তো শেষ
পুরোনো কথার কেনা-বেচা শুরু !
চারিদিকে, ভীত আর্তনাদ,
মরনে মরনে আলিঙ্গনে
সত্য করে বলবে তো ?
ঝুলন্ত দেহ .... কার দাবিদার !
-
10 AUG 2020 AT 16:55