QUOTES ON #কিছুকথা

#কিছুকথা quotes

Trending | Latest
12 JUL 2019 AT 20:13

মলম না লাগানো কিছু ব্যাথা,
রাতের ঘুম, নেয় কেড়ে-
তবুও যুদ্ধে, যায়না হেরে...

কিছু কথা,রয়ে যায় মনে-
তো কিছু ব্যাথা, লেগে থাকে প্রাণে...
কিছু কথা, হয়না বলা- কিছু কথার দায়..
কিছু কথার, হয়না মানে- কিছু কথার ভয়।।
কিছু কথাই বিবাদ থামে, কিছু কথার জয়..
এমন কিছু কথা আছে, সবসময়তে বলতে নায়।।।

-


9 SEP 2019 AT 10:54

বলা হয়নি, কথার জালে,
অতএব বলা হয়নি আসলে..
কিছু কথা নৌকার হালে,
ময়লা আটকে যাওয়া যত,
কিছু কথা বলার ফলে,
ভাঙতে হয় কয়লার মত।

কিছু কথা আজও,
বলা হয়নি মা-বাবাকে,
হয়তো বলা হবেনা কালও।
কিছু কথা বলেছি..
কিছু পাওয়ার আশায়,
কিছু কথা আজও বলিনি,
কিছু হারানোর শঙ্কায়!!
আজও কিছু কথা আটকে ,
আছে গোপনে...
তবে সব কথা চলুক ঝাপটে
মৃদু স্বপনে....

-


1 JUN 2019 AT 20:22

একটাই জীবন, তো অন্যের পেছন কেনো-
নিজের জীবনের স্বাদ, অন্যকে দিচ্ছো যেনো!
বলি সময় বড়োই কম, নিজের পেছন ছোটো..
সম্যসাই পড়লে, সব বাদ দিয়ে দেহের যত্ন যতো..
জীবনের ধর্ম সর্বশেষে, বাঁচা এবং বাড়া..
তুমি তো, কিছুই পারবে না, শরীর ছাড়া!
জীবনটা খোলামকুচির মতো উরিও না
এই জীবন যে, তুমি কোনোভাবেই দুবার পাবে না..

-


29 JUN 2020 AT 10:16

ক্ষমা চাওয়া আর করার মাঝে অনুশোচনা আর বিশ্বাস বাস করে.......

-



থার্মোমিটারে থাকুক মন ধোয়া জল ,
পারদ আজ করুক গাফিলতি ...

কিছু উষ্ণতা যন্ত্রের ফাঁকেই হারায় ,
নোনা জলই মুছুক ভুলত্রুটি ...

-


28 JUN 2020 AT 11:00

জলপরী ডেকে যায় রাতে, চুমু আঁকা হাতে
মিটি মিটি হেসে, বলে অবশেষে;
স্বপ্নরা স্বপ্নেই সুন্দর, হয় না কেবল বাস্তবের দেশে।

-


6 SEP 2021 AT 10:51

বিষাক্ত গোপনীয়তায় রোজ চলছে শ্বাস দখলের খেলা
এ প্রবাসী কায়া অন্তরালের জেদি বক্ষে এক চিলতে ঠাঁই খুঁজে ফেরে
আমি ভুলে যাই বাদাবনের ওই উষ্ণ নোনাজল
দুর্বোধ্য সব অবয়ব, আবেগশিখায় বাক্সভর্তি অজানা হাতছানি
যান্ত্রিক সকালটার ক্ষুধা পালার বড্ড বেশি নেশা
প্রয়োজন আমার দেওয়াল জুড়ে, বেনামীর মঞ্চে ওঠার তাড়া
ঘুমভাঙা রাজপথটা কেমন যেন আবছা হয়ে এলো
আত্মার উপকূলে রটনার বিচরণ, বিকৃত জয়ধ্বজা
আমার দগ্ধ পরকাল দোতারার তারের কাঁপুনি ছুঁতে চায়
কালচে সব দৃশ্যদূষণ নয়ন কণিকায় বাসা বেঁধেছে কবেই
ভক্ত যারা থমকে দাঁড়ায় তাঁরা নাকি পীরগঞ্জের অকর্মার ঢেঁকি
চারটে মলিন কথপোকথন, চিন্তা আমার যক্ষের ধন
তিনটা কাঁটার বহুকালের বদ অভ্যাস মিশে যাচ্ছে ক্রমশ আমার গেঁয়ো রক্তে
কোনদিন হয়তো অভুক্তের মানিব্যাগে দেখবো বাঁকা ঝুঁকে
অন্তর্যামীর বোঝাপড়ায় কত চেনা দেহ বিলীন হচ্ছে অকালে
ওই দূরে পদ্ম পুকুরের ভাঙ্গা পাড়ে বসে অচীন শেফালিকা
নগ্ন সত্যও ছায়াস্নিগ্ধ, এক তরল বিভীষিকা
সন্ন্যাসরোগের শিকার হলো আহত ভরবেগ, অনাহুত কিছু বলাকা
তন্দ্রা নামে দশের তালে, নিজ পরিধি নিয়েছে মেপে
আপনজনের অভিমানে আর কতটা কাঁদবে সখের স্বপ্নচারী
ধমনীর বেগ স্বার্থত্যাগের নামে চালিয়ে যাচ্ছে দ্বিপাক্ষিক খবরদারি।

-


17 OCT 2019 AT 20:44

সব শহরেই আছে লড়াই
বেঁচে থাকার কিংবা জেতার ।
অন্তরেও চলছে সংগ্রাম
একটু চেষ্টা, ভালোবেসে ভালো থাকার !

-


14 JUN 2021 AT 17:55

এক আকাশ ভালোবাসার বাণী শোনার পরেও
কখনো পাওয়া যায় নিঃসঙ্গতা,
আবার কেউ নীরবে ভালোবেসেও
উপহার দেয় যত্নের স্নিগ্ধতা।

-


13 AUG 2019 AT 21:03

দুঃখ ভরা অজানা বাতাসে
অশ্রু ভরা বৃষ্টির ফোঁটা, চক্ষু কোণে
লোডশেডিং-এ, অন্ধকারে সখী মোমবাতিও গেছে নিভে
এমন সময় বড্ড আপন, নিজের ছায়াই দাঁড়ালো পাশে !

-