QUOTES ON #একলামেয়ে

#একলামেয়ে quotes

Trending | Latest
28 SEP 2020 AT 22:20

।। আহত গোলাপ ।।
---------------------------------------------

আশ্বিনের কাশ বিছানো নরম বিছানায়
কলঙ্কিত দুটি হাত ছড়িয়ে
ঘুমন্ত পরীর মত এক মেয়ে।
চারিদিকে মাছিদের ভন ভন, কীটদের সারি
এবার পুজোয় মাকে পরাতে চেয়েছিল -
হলদে সবুজ শাড়ী।
ভাইয়ের চেক শার্ট আর বাবার সাদা পাঞ্জাবি
টিউশনের টাকাটা কাল হাতে পেলেই
সামনের সোমবার -
ভাবতে ভাবতে ফিরছিল বাড়ি।
চারিপাশে কালো আঁধার, হিংস্র নখদর্পণ;
খেয়াল পড়েনি তার কাজল চোখে।
বোবা কান্না শুনতে পাইনি সমাজের কিছু লোক,
পরাগরেণু মাখা স্বপ্নগুলো -
তিলে তিলে মেরে ফেললো দুর্ভেদ্য নরক।
পুকুরের পাশে শ্যাওলা ধরা দেওয়ালে-
আবছা হয়ে যাওয়া সাহিত্যের পাঠরতা,
অর্ধশতবর্ষের চঞ্চলা চমক - জমক শেষে
সমাজের নির্মম কালিমায় নিস্পন্দন রসিকতা।।

-


13 OCT 2017 AT 7:45

তার একলা চলার জোর আছে তাই সে মিশবে না ওই ঝাঁকে...
তার জীবন তরির পাল হাওয়ার বেগে উড়ে তাই হারাবেনা ওই বাঁকে....
নীরব নিভৃত তার সেই প্রেম ছিল নির্ভিক যদিও এখন তা রিক্ত...
তবে আজ সে এগিয়ে যাবে সময়ের হাত ধরে কারণ মনের গভীরের সেই প্রেম তার চলার পাথেও তা আজও খুব পোক্ত....

-


25 MAY 2018 AT 18:05

23/03/18
01:30am
আমিই মানানসই

রক্তাক্ত নারী শরীর আমার| ক্রমেই আরো রক্ত বিস্তৃত হচ্ছে প্রতিটি লোমকূপ থেকে লোমকূপে| মানসিক আঘাত, অপরের চাহিদা পূরণ, মানিয়ে চলার প্রতিটি পদক্ষেপ সব মিলিয়ে তৈরি হওয়া এক গাঁঢ় রক্ত শরীরটাকে ক্রমেই রক্তিম করে তুলেছে| প্রতিটি সময়ের শিরা,উপশিরাগুলো ছিড়েঁ ছিঁড়ে যায় আর টুপিয়ে পরা রক্তগুলো বলে যে ,'আবার সোনালি রঙের মায়াবি রাঙতায় মুড়িয়ে দে আমাদের'|
সেই রক্ত মোছার নেই কোনো ভাগীদার,
আছে কেবল মানিয়ে নেওয়ার নিত্যনতুন আব্দার||
মানিয়ে নেওয়ায় দিনের শুরু,শেষে শান্তির শ্লেষ,
রাতের বেলাও পরের দিনের মানিয়ে নেবার উপদেশ||
মাঝে মাঝে "আমার একাকিত্বও" বলে ওঠে "আমি কি মানানসই হতে পারিনা???"সময়ও যেন নিস্তব্ধ প্রতীক্ষায় কাটাটা থামিয়ে ভাবতে বসে| একসময় বলে উঠি "তুইও??"ঠিক আছে||
আজ নতুন করে মানালাম একাকিত্বকে,
আজ নতুন করে মানালাম নিজ অধিকারকে অপরের করতে,
আজ নতুন করে মানালাম সব অসম্পূর্ণ চাহিদার ব্যার্থতাকে শান্তনা দিতে,
আজ নতুন করে মানালাম নীলাভ ঠোটের কোণে থাকা বৃহদায়তন অবহেলাকে,
আজ নতুন করে মানালাম না লেখা কবিতা,না বলা কথা,না শোনা প্রেমের কাহিনীর বিস্তীর্ণ ইতিহাসকে||
আমার কাছে আগামীই যেন চলে যায়,অতীত কেবল রয়,
আবার আমার নতুন বেদনা, "আমিই মানানসই"||

তনুশ্রী..

-


26 FEB 2019 AT 19:45

আমি তো এমনই।
চুপ থাকাই আমার অভ্যাস;
জানো,আজকাল অভ্যাসে দাড়িয়েছে, স্বপ্নগুলোকে নিয়ে ভাবা।
হ্যা,ভালোবাসি একলা থাকতে,
ভালোবাসি আবেগ গুলোকে মনের মধ্যে সাজিয়ে রাখতে।
ভাবাবেগ গুলো আজ বড়োই বেড়েছে,
আমি জানি তা লুকিয়ে রাখতে।
আমি মানুষটা বড়োই জটিল;
তাই ভালোবাসি চুপ থাকতে।।

-


18 MAY 2020 AT 0:55

অতলস্পর্শী চুলের আর্দ্র-গন্ধে,
স্বকীয় নীরবতার পাতাঝরা সমাবেশ_
আর একা হতে চেয়েছি জেনেও,
দু'হাতে বুকের গভীরে উষ্ণতা দেওয়ার নেশায়,
ডানা-ভাঙ্গা কৃষ্ণা গোধূলির প্রেম_আমায় মুক্তি দাও।

-