QUOTES ON #আবোল_তাবোল

#আবোল_তাবোল quotes

Trending | Latest
30 JUN 2020 AT 22:04

সেদিন সমুদ্রে পাড়ি দিয়েছিলাম
স্বপ্নে,
তালিম দিতে দিতে গলা ছিঁড়ে এলে
তানপুরাটা ছুঁড়ে ফেলে দিই;
দেখলাম সমুদ্রের কিনারে একগোছা ঝিনুক
টিংটং আওয়াজে মেতেছে।
সে সুর বড়োই চেনা
আমি যখন একলা জোৎস্নায়
চুল ঝেড়ে জোনাকিদের মুক্তি দিই,
ওই একই সুর একই আওয়াজ।
যখন ছোট ছিলাম,
নিন্দ আসতো না
শিশিরের কণাগুলো জোনাকি দীপ্ত তানপুরা উপহার দিয়েছিল।


রোদ্দুর

-



কুড়ি থেকে বিশ হাজারের মধ্যে বোধ হয় হৃদয় ভাঙার শব্দটা পড়ে না।

-


28 APR 2020 AT 14:28

আচ্ছা ........
জিলিপির প্যাঁচ তো গোনা যায়..
আড়াইটে......কিন্তু
তোমার মনের প্যাঁচ কতগুলো!!!!

-


22 NOV 2018 AT 23:31

আজ আমি লিখবো আমার গল্প
জানি না গল্প না ছোট গল্প..
ছোট গল্পই নিছক, শেষ হয়েও যেটা শেষ হয়না কখনও।

এখন আমি নিঃস্তব্ধ, নিশ্চুপ একঘরে,
পাশে রাখা অ্যাশট্রের ছাইয়ের দিকে তাকিয়ে
তৃপ্ত হয়ে শুনছি ঝিঁ ঝিঁ দের বোনা গান..
প্রিয় সবাইকে হারিয়ে আজ পেন ধরেছি নিজের নামে।
পাশে খোলা জানলা দিয়ে অন্ধকার রাত দেখতে ব্যস্ত আমি..
ঠান্ডা পড়ে যাওয়া মন সেঁকছি অতীতের উষ্ণতা দিয়ে।

দূর থেকে ভেসে আসছে শেষ ট্রেনের গোঙানি,
না জানি কত না ঘরে ফেরার সুর বয়ে আনছে সঙ্গে করে..
বিতাড়িত কুকুরের চিৎকার, গুটিসুটি মেরে পড়ে থাকা তাদের উমে
আমি শান্তি খুঁজে পাচ্ছি আজ খুব ভালো করে।

একটা জোনাকি পথ ভুলে ঢুকে পড়লো আমার ঘরে,
হয়তো আমাকে সঙ্গ দিতে চায়..
আমার আঁধার নামা জীবনে একটুখানির জন্যে আলো দিতে।
আমি তাড়িয়ে দিচ্ছি তাকে,
আমার ভালো লাগছে না আর রোশনাই।

সেই ট্রেনটা প্লাটফর্ম থেকে ছাড়ছে...
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তার মনখারাপি আওয়াজ,
মিলিয়ে যাচ্ছে সে... আবছা হয়ে যাচ্ছে,
আর দেখতে পাচ্ছি না!

ক্ষত বিক্ষত আমি, আজ অনেক পূর্ণ।
আমার মলম চাই না,
চাই শুধু দুদণ্ড শান্তি..
আমাদের জীবনে কি কোনো বনলতা সেন নেই?

-


24 NOV 2020 AT 19:30

সময় এলে বুঝতে পারো তুমি? আবার ফিরে আসো?

হ্যাঁ, সময় হলে বুঝতে তো অবশ্যই পারো,
কিন্তু ফিরবো বলে আর ফিরতে পারো না।
বড়ো ইগোতে লাগে তাইনা! নিজের ভুল স্বীকার করতে!
বিনা কারণে যে মানুষটাকে কষ্ট দিয়েছিলে, ঠকিয়েছিলে;
একদিন তার কথা মনে পড়ে উদাস হয়ে যাওয়া।
তখন খুব ইচ্ছা করে আবার তাকে নতুন করে কাছে পাওয়া।
কিন্তু সমস্যাটা ওই যে, ইগো! আগে অহংকার এখন ইগো।😌
তবে যাই বলো অতীতকে তোমার মনে পড়েছে বা মনে পড়বে;
সেইদিন প্রিয়, তোমার চোখেও জল ঝড়বে।
💔🖤💔

-



ধূসর মলাটে ঢাকে অতীতের বিবৃতি,
পিয়ানোটা স্তব্ধ হঠাৎ ঝরা পাতাদের ডাকে।
কালজয়ী কলরবে নবচেতনার রাহিত্য,
শব্দেরা বিক্রি হয়, নিশুতি মাতাল রাতে।

আমরা কি তবে করবো ধর্ষণের রিহার্সাল?
নাকি প্রতিদিন পুড়ে মরবো ডিপ্রেসনে?
অঙ্ক্গুলো ভুলবো আবার নতুন করে রোজ!
দোষটা আসলে ছিল কার, তা কেবল ঈশ্বর জানে।

-


11 DEC 2019 AT 12:15

রূপকথার এক পায়ে নূপুর,
সেদিন ছিল বৃষ্টি মুখর দুপুর।
মাদকতায় ভরা রাঙা চরণযুগল,
রজনীর অপেক্ষায় ব্যাকুল অন্য নূপুর।

-


5 JUL 2019 AT 1:34

মনবাড়ির বিবর্ণ আর্তনাদ;
শোনো নীরব রাতে, অস্তিত্বের আড়ালে,
অনর্গল বিশ্বাস ভাঙ্গার আকুতি!

অতীতের ব্যর্থ প্রেমে কেমন
গুমরে মরে শরীরী যন্ত্রণা,
সব স্বপ্ন হয় না তো পূরণ,
নিশ্চিত স্বেচ্ছামৃত্যুর নিষ্ঠুর আস্তানা!

-



এদিক তাকাই সেদিক তাকাই
সবই বৃথা চেষ্টা!
গল্প ভেবে হলেও শুরু
বাস্তবে হয় শেষটা!
আসা যাওয়া কালের প্রতীক
দৌড় হয় অবিরাম!
হোঁচট খেলেই হাতের খোঁজ
বাড়ে সম্পর্কের দাম!
চড়া সুদের উষ্ণ পারদ
পোষাক খোলাখুলি!
বিদ্যে বোঝাই সভ্য জাতি
দেয় মনুষ্যত্বের বলি!

-


29 OCT 2019 AT 22:50

মোহন বাঁশি শুনে তুমি থমকে থেমে যেও;
হিমেল হাওয়ায় উতল মনে ভাটিয়ালিই গেও!

-