-
আদ্র চোখে বৃষ্টি ভেজা, বলি গরমে অতিষ্ঠ
ভুলে যাওয়া আর ভুলে গেছি দুই মেরুতে রইলো।
আজন্ম প্রেম পিপাসু বুক আজ প্রেম শূন্য,
ভালো থাকব বাক্যটা মুখেতেই মরলো।-
অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে কখন যে
অজান্তে নিজের ঘরটাই পুরে খাঁক হয়ে যায়
তা জানা যায় না...
আর যখন বোঝে, তখন অনেক দেরি হয়ে যায়...
আর তার মাশুল আজন্মকাল ধরে তাকেই ভোগ করতে হয়।-
আমি আচমকাই তোমার দিকে চাইবো,
তোমার মুখের হাসিটা উপভোগ করবো,
এককালীন নয় এই চাওয়াটা থেকে যাবে আজন্ম,
তোমার হৃদয়ে কেটে যাক নাহয় এই জন্ম।
❤️
-
তুমি অভিমান করো , চিৎকার করো।
বায়না করো , স্নেহ করো।
ভুল হলে শাসন করো। ঠিক হলে উৎসাহ দাও।
নিঝুম রাতে ভালোবাসো , ভোর রাতে আদর করো।
কিন্তু লক্ষীটি ছেড়ে যেওনা প্লিজ।
তোমার বিরহ সামলানোর মত অতিমানব আমি নই।।-
তুমি পিথাগোরাস উপপাদ্যের চেয়েও জটিল,
সহজে বুঝি না;
এ জন্ম আমার চলে যাবে তোমাকে বুঝতে...।
তুমি জটিল থেকে জটিলতর,
বুঝি না বলেই সব সময় তোমার কাছে যাই-
বুঝিবার তরে...
হারিয়ে যেও না ম্যাথম্যাটিকসের অধ্যায়ে...-