জীবনে কিছু মানুষ আসে অথিতির মত
নিমন্ত্রন বিহীন,
রেখে যায় কিছু খুচরো আবেগ
মনের বোকাভাঁড়ে।
সময় এগোলে বুঝি
এতদিন যা জমিয়েছি একান্ত আপন ভেবে
তা আসলে অচল পয়সা।-
অতিথি,,,
তুমি কে এলে গো, এমন দিনে,,
এমন ঝড়ো ঝড়ো বরিষণে,,আমার এ কুটির প্রাঙ্গনে,,,
আমার এই পাতার ছাওয়া কুটিরে,
তুমি এলে,এই প্রভাতে,,,,
বরষার স্নিগ্ধ ছোঁয়া লয়ে।
কেমনে তোমায় করি গো যতন,,,
কেমনে তোমায় করি গো পুজন।
তোমার ঐ কর্দমাক্ত পদযুগল,
ধোয়াব যতনে,আনন্দ মনে,
আমার এই মনের ভূবনে,,,
-
এপার ওপার দুই পাড়েতে দুটি হৃদয় কান্দে,
ভালোবাসা আজ গুমরে মরে কাঁটা তারের ফান্দে।-
ওগো ক্ষনিকের অতিথি তুমি কেন এসে ছিলে,,
প্রশ্ন জাগে মনে কেন ভালো মোরে বেসে ছিলে?
কথা দিয়ে ছিলে গো তুমি পাশে রবে আজীবন,
সুখে দুখে এক সাথে থাকবো গো দুজন।
সে কথা গেছো ভুলে গেলে দূরে চলে,
তোমার কথা হলে মনে ভাসি গো আঁখির জলে।
ওগো ক্ষনিকের অতিথি তুমি কেন এসে ছিলে?-
তুমি আমার জীবনে অতিথি পাখি হয়ে এসে ছিলে,,
যখন তোমার দেশে সৃজন পরিবর্তন হলো,, তখন আমাকে একলা ফেলে চলে গেল।।-
অতিথি পাখি হয়ে কারো
জীবনে যেওনা হয়তো তুমি তাকে
কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন
চলে যাবে আপন ঠিকানায় সে সারা
জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।
-
"রাতের অতিথি"
°°°°°°°°°°°°°°°
কলিং বেলের আওয়াজ শুনে রিক্তা দৌড়ে দরজা খুলেই অবাক, সায়ন এত রাতে, কি ভাবে এলো লেডিস হোস্টেলে !
সায়ন গভীর এক তাৎপর্যপূর্ণ হেসে বললো আসতে পারি কি ভিতরে, এক রাতের অতিথি হয়ে এসেছি, থাকতে দিবি?
ঘুম ভেঙে বিস্ময়ে রিক্তা ভাবতে লাগলো প্রায় ছ মাস আগে তাদের ব্রেক-আপ হয়ে গেছে, কাল খবর পেয়েছিল সায়নের একটা মারাত্মক একসিডেন্ট হয়েছে, গা টা ছমছম করে উঠলো, কেন এমন স্বপ্ন সে দেখলো??
-
আতিথেয়তার কথা ভাবতে হয়। আতিথেয়তার ধরণ অতিথি এবং অতিথিসেবক উভয়ের উপর নির্ভরশীল। তবে সার্বজনীন ভাবে অতিথি সেবা পরম ধর্ম হিসেবে গণ্য কেন না অতিথি সেবা মানে নারায়ন সেবা। তাই, অতিথি এলেই উনার ত্রুটিহীন সেবায় নিমাজ্জিত থাকা উচিৎ।
-
অতিথি এলেই একগাল হেসে বলবো,কেমন আছেন?পথে কোনো অসুবিধে হয়নি তো।আপনারা আসাতে ভীষন খুশি হয়েছি।কিন্তু মনের ভেতর অন্যরকম আবহাওয়া বইছে।কি খেতে দেব,ফ্রিজে কি আছে?কতক্ষন থাকবে?ছোটবেলায় অতিথি এলে ভীষণ ভালো লাগতো,পড়ালেখায় ফাঁকি দেয়া যেত।অনেক মজার খাবার রান্না হতো।এখন এই ব্যাস্ত সময়ে নিজের জন্য সময় বের করাই দুস্কর।
-