QUOTES ON #YRQTDADA

#yrqtdada quotes

Trending | Latest

ভাবনারা যখন উঁকি দেয় মনের কোণে,
কোন কথায় যখন কেউ না শোনে–
তখন লিখি দু-চার কথা...
লিখে ফেলি মনের ব্যাথা।
কিছুটা হলেও শান্তি হয় মনে‌।
কিন্তু লেখাগুলো থেকেই যায় আত্মগোপনে...
তাদের আর আসা হয়না কখনো সবার সামনে।

-



কি রে কেমন আছিস?
–'ভালো'।
এই 'ভালো 'কথার মধ্যে লুকিয়ে থাকে - শত কষ্ট দুমরে মুচড়ে ছাড়খার করে দিচ্ছে হৃদয়টাকে।
কিন্তু এটা কেউ বোঝে না।
তাই আমাদের অভিনয় করেই যেতে হয় জীবনের রঙ্গমঞ্চে।

-



মহেন্দ্র ও আশা ছোট্ট বেলার বন্ধু। মহেন্দ্র ৪ বছরের বড়ো আশার থেকে। মহেন্দ্রের বাবা জমিদার হওয়ায় ছেলেকে কলিকাতায় পাঠিয়ে দেয় ডাক্তারি পড়ার জন্য।আর আশা গ্ৰামের স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে আর এখন মাকে কাজে সাহায্য করে। মহেন্দ্র আর আশার মধ্যে চিঠি আদান-প্রদান হলেও একসময় তা বন্ধ হয়ে যায় । আশা অনেকগুলি চিঠি লিখেও কোন উত্তর পাইনি কারন মহেন্দ্র পড়ায় ব্যস্ত ছিল।আর আজ বাড়ি ফিরে মহেন্দ্র সবার প্রথমে আশাদের বাড়ি যায় তাকে চমকে দেবার জন্য কিন্তু সেখানে গিয়ে সে নিজেই চমকে ওঠে আশার মাথায় সিঁদুর আর কোলে একটা বাচ্চা দেখে। দুজনেই কিছুক্ষন চুপ থাকার পর মহেন্দ্র চলে যায় আর আশার বাচ্ছার মা ডাকটা যেন তাকে আবার বাস্তবে এনে দাঁড় করায়।

-



হে বীর সৈন্য...
তোমরা আসল হিরো, তোমরা আসল যোদ্ধা।
তোমাদের জন্য এ মনে আছে অগাধ শ্রদ্ধা।।
দেশের জন্য লড়তে গিয়ে শহীদ হও সীমান্তে।
তোমাদের প্রনাম জানাই আমার কবিতার অন্তে।।

-



প্রিয় বই,
আমার ডাইরি❤️

আমি জানি এটা সবার অবাক লাগবে কিন্তু আমার কাছে এটাই বাস্তব। আমার জীবনের সব কথা একমাত্র তুই বলতে পারবি,এমন কোন কথা নেই যা তোর জানা নেই।মন খারাপের প্রতিটা রাতের সঙ্গী তুই, আমার সব কথা শোনার সঙ্গী তুই আবার নির্জন দুপুর বা বৃষ্টির দিনেরও সঙ্গী তুই। আমার ছোট থেকে বড় সকল খুশির সাথি তুই। পৃথিবীতে যত বই- ই থাকুক না...তোর জায়গাটা কেউ নিতে পারবে না।

ইতি
তোর খেয়ালি বন্ধু

-



জাত-পাত ভুলে তোমার ওই সুন্দর মনটা আমায় দিও।
আমি তাতেও রাজি, যদি সমাজ করে আমায় অপাংক্তেয়।।

-



কষ্টগুলো নাড়া দিল এক টুকরো ঝড়ে।
সুখ পাখিরা ফিরে গেল আপন নীড়ে।।

-



সময় আমাদের অনেক কিছু দেখায়।
সময় আমাদের মানুষ চিনতে ও শেখায়।।

-



কখনো যদি হারিয়ে যায়
খুঁজে বেড়াস না।
তোর মনেতেই বন্দী আমি
গুলিয়ে ফেলিস না।
স্মৃতির মাঝেই রাখিস আমাই
মুছে ফেলিস না।
অন্য কেউ এলে যেন
আমায় ভুলিস না।

-



যত দূরেই যাও না কেন পাবে আমার দেখা।
তুমি নাই বা হলে আমার সখী নাই বা হলে সখা।

-