QUOTES ON #THECLOWN

#theclown quotes

Trending | Latest
19 MAY 2018 AT 1:34

তোমার চোখে চোখ রাখলেই ধেয়ে আসে
নেমে আসে আমার শরীরে রাতের সরীসৃপ,
আমি মুক্তি চাই সেই মাংসখাদক ছোঁবল থেকে
তোমার ঠোঁটে ঠোঁট কষিয়ে ব্যথা মাপি।
তবু যন্ত্রণা ছিঁড়ে খায় আমার শিরা-উপশিরা,
আমি ছিঁড়ে খেতে চাই পিরামিডাকৃতি স্তন,
আঁচড় কাটি বাদামি চক্রবূহ্যের চারপাশে।
অরণ্য খুঁজতে গিয়ে থমকে দাঁড়াই নাভিকুঞ্জে,
আমি জানি, আগেও দেখেছি...
এর খানিকটা গভীরেই পাপ-পূণ্যের উপনদী আঁকা...
কে যেন আমার দৈত্যরাজ্যের কড়া নেড়ে বলছে,
এক ডুবেতেই মুক্তি পাবি, দুই ডুবেতে সুখ...
আমি ডুবতে ডুবতে তলিয়ে গেছি বিষাদগ্রস্থে,
দেয়াল হাসে আমায় দেখে, ফিসফিসিয়ে বলে -
তিন ডুবেতে ছন্দপতন, তোর জ্বর বাড়বে খুব।
ভুলে গেছি আমি কোথায় - অরণ্যে নাকি সমুদ্দরে
জলরাশিতে কুঠারাঘাত, অরণ্যে দিচ্ছি ডুব।
ভ্ৰান্ত আমি, ক্লান্ত আমি, নিশাচর পশু, অবাধ্য দানব
ভালোবাসা কি বেঁচে আছে আদৌ এই অগ্নিগর্ভে ?
অরণ্য সৈকতে শুয়ে আছে হিংস্র কিছু শব।
তুমি-আমি ঘুমের ভানে মাখছি গায়ে হিম-আরব!

# নিশাচর

-


25 FEB 2018 AT 18:24

বেঁচে থাকার বাঁচিয়ে রাখার
কর্তব্যের মাঝে,
মিথ্যে হাঁসি আর নোনাজল
একাকার হয়ে মিশেছে ।।

-


11 APR 2018 AT 23:37

অন্তর্দ্বন্দ্বে টুকরো টুকরো উপল ভালোবাসা,
আছে দ্বিধা, আছে দ্বন্দ্ব-
কোনটা ভালো, কোনটা মন্দবাসা!

-


6 APR 2018 AT 15:34

রংপেন্সিল হারিয়ে গেছে
ক্যানভাস আজ শূন্য ,
কিভাবে ফোটাবো ফার্ণের ব্যথা
কলরবে জনারণ্য

-


16 MAY 2018 AT 17:53

ভাবনাদের এলোমেলো আকাশে
তোরা আমার ধ্রুবতারা

-


18 MAY 2018 AT 16:59

কবিতা দিয়েছে বাঁচার মানে,ছন্দের হাতেখড়ি।
থমকে যাওয়া পথের মাঝে,তুমিই আলোর পথচারী।।

-


19 APR 2018 AT 16:08

সমাজ নেই, শুধু কালিমালিপ্ত একটা আস্তানা এখন,
আমরা অপ্রতিরোধ্য গতিতে শির উঁচু করে চলেছি।
নারীবাদের স্পষ্ট ধারণা আছে। সময় আসেনি। ফলাবো কেমনে?
ওরা তো মাংসপিণ্ড! জ্বলবে রোজই, পুড়বে একটু একটু করে।
ঠুনকো আইন, মোমের মিছিলে ন্যায়ের হিসেব মিলবেনা একটাও,
তবু এই ভীড়ের মাঝে সে ধর্ষিতা হয়ে যাবে বারবার..
কাল আমরাও ফের এই সমাজের বেড়াজালে আটকে যাব,
আবার কোনো এক 'আসিফা'কে হারিয়ে যেতে দেখব 'নির্ভয়া'র সাথে...।

-


14 APR 2018 AT 17:03

চৈত্র তোমার দহন তাপে ঝরা পাতার উড়ান,
ঠিক দুপুরে কালবোশেখির শিলায় প্রাণে জুড়াণ;
তপন-তাপন দহন প্রাণে তবুও ভালোবাসি,
বিদায়-বেদন, শেষ রাতেই তো বলবে এবার আসি

-


4 MAY 2018 AT 14:12

কেনাবেচা দু'ইই চলে আবহমানে,
মন আজও আদিম,পাল্টায় অবয়ব বিবর্তনে,
ঈশ্বর মনুষ্য-সৃষ্ট,
তাঁরে বেচে মানুষই স্বার্থিক অভাবে,
দুনিয়া দেউলিয়া আজ বেচাকেনা স্বভাবে


-


24 FEB 2018 AT 14:29

সময় কোথা, রইব একা, স্বপ্ন আঁকো।
রূপের ডালি, হৃদয় মালি, আদর মাখো।
বিরহী কবি, ছন্দে ভিজি, বৃষ্টি এলো?
পিপীলিকা মন, নষ্ট ভুবন, পাখনা মেলো।

-