QUOTES ON #SOMPORKO

#somporko quotes

Trending | Latest
17 SEP 2019 AT 17:07

সম্পর্ক আসে সম্পর্ক যায়
নতুন সম্পর্কের তাপে কি
পুরানো সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়!!

-


23 FEB 2019 AT 15:54

যান্ত্রিক সভ্যতার জীবনে,
ভাবনার নাহি কিছু অবকাশ।
সম্পর্কে আজ ঘুন ধরেছে,
রক্ষার নেই তাহাতে প্রয়াস!

-



তোর আমার রসায়ন টা বড্ড বেমানান বুঝি।
সম্পর্কের রঙিন টেস্টটিউবে তাই ভালোবাসাটাই খুঁজি।।
-✒কাশফুল

-


7 SEP 2018 AT 17:37

পুরোনো স্মৃতির বাহক, শিরোনামহীন সম্পর্কের সাক্ষী হোক।

-


8 MAY 2018 AT 23:11

নির্ঘণ্ট ,সমসাময়িকতা বা তৎকালীন তোরে প্রথম দেখা ,
বিজারিত - বিয়োজনে কিছু পুরাঘটিত অতীত ,
সম্পর্ক কি ? যদি তোকে না ছুঁয়ে না দেখে প্রত্যাশায়
তোর নিকট আবেগ খুঁজতে খুঁজতে হারানো নতুবা
তোরে না দেখতে পাওয়ার অাভিশিক্তা ।
সংযুক্তে মন খারাপি ,
অনামিকায় দ্বিখণ্ডিত বির্ধেশিকা ,
অলিখিত ইতিতে সবাকের কিছু নির্বাক কাহন ,
প্রিয়তে থাকুক সাতমনা বিদ্বেষ ,
তোমাতে শরীর আনমনায় থাক ,
এহেন সম্পর্কে আদৈহিক তোমাতে আমি থাক ।

-


20 OCT 2017 AT 1:44

- ভালোবাসিস্ আমায়??
- বাসতেই পারি!! তবে একটা শর্ত আছে!!
- শর্ত?? কি বলছিস্ রে?? আচ্ছা, শুনি।
- আমার খুচরো আঁতলামি গুলো জমিয়ে রাখতে হবে তোর ঐ Wallet -র পকেটে!!

-


7 SEP 2018 AT 14:46

অসম্পূর্ণ প্রেমের হাতে বন্দি শত যুক্তি তক্ক

-


12 APR 2018 AT 1:37

পৃথিবীতে ঋতু বদলায় না আর তেমন,
কমছে মনের তাপ......যদিও উষ্ণায়ণ ;
অবিশ্বাসী খরার সাথে আবেগ অনাবৃষ্টি
শুকিয়ে দিয়েছে বুক... রুক্ষ মনের মাটি।।
তবু....তবুও আজ, সম্পর্ক-গাছ... জন্মায়;
সৃষ্টিদিনের মতোই সব পাতায় সবুজ মাখায়,
প্রথম প্রেমের রংও, যেন তাইই, একই থাকে,
ভার্চুয়াল আকাশ, শব্দ-বাহী বাতাস তাকে যত্নে রাখে।।
সবুজ তাতেও সবুজ থাকে না, হলুদ বেয়ে খয়েরি,
ঝরার পথটা, জেনে নেওয়াটাই ভীষণ দরকারি।।

ইদানিং প্রায় রোজই মরে যায়...সারে সারে,
সদ্যোজাত নরম প্রেমের শিমুল তুলোর চারা;
সম্পর্ক-গাছেরা তবুও জন্মায় বারে বারে,
হাওয়ায় ভাসা...একরত্তি ভালোবাসা বীজেরা।।

-



ছিল একটা উপন্যাস প্রাপ্তির ইচ্ছে!
পুরো গল্পটা জুড়ে একটা মিথ্যের দুর্বোধ্য আস্তরণ।
চোখে ছিল রংবেরঙের পট্টি,মন মজেছিল মরীচিকার মায়ায়...
বেশ ভালো লাগছিলো স্বপ্নরঙ্গিন জীবন টা,
হঠাৎ, বাস্তবের দমকা হাওয়ায় সব এলোমেলো হয়েগেলো...
উড়েগেলো মুখোশ,দেখতে পেলাম হিংস্র মুখ...
ভেজা চোখ দেখেছিল বাস্তবের কঠিন স্বাক্ষর,
বোবা শব্দেরা খুঁজেছিল উপযুক্ত ভাষা,
আর যাই হোক,গল্পে ভালোবাসা ছিলনা,যা ছিল কেবল চাহিদা!
গল্পের শেষে ছিল একমুঠো অচেনা রং,গল্পটা তাই ইতি টেনেছিল!
উপসংহারে ছিল প্রচ্ছন্ন একটা দীর্ঘশ্বাস!!

-


30 JUN 2019 AT 11:21

|| কিছু সম্পর্ক ||

তোমার সাথে প্রায় বছর কুড়ির পরিচয়,
সবকিছুই প্রায় জানা, জানা গুলো অজানা নয়..
অযথায় তোমার সুখ আমার সুখে মেশে,
প্রেমহীন অশালীন মাঝরাত্রির দেশে..
লেনদেন হতে থাকে এ-হাত থেকে ও-হাত,
গোলাপ না এখানে রজনীগন্ধা সওগাত..
কিছু গল্প অল্প অল্প, বাকিটা বেঁচে থাকা,
ভালো থাকার অভিনয়েই আসলে ভালো রাখা..
বন্ধু বলে ডাকলে নিছক দাম কমে যায় তোমার,
আমার তোমার কথাগুলো দাড়ি, কোলন, কমার..
সুখে দুখে পাশাপাশি, সমান সমান ভাগ ভাগ,
কিছু সম্পর্ক প্রেম নয়; ভালোবাসাহীন অনুরাগ ।

-