QUOTES ON #SAMIRANDEY

#samirandey quotes

Trending | Latest
15 AUG 2018 AT 14:34


30 MAY 2018 AT 0:15

উজান ঠেলে ঘর বেঁধেছি মাঝ-দরিয়ায় এসে,
মেঘাছন্ন আকাশ যেথা নদীর সাথে মেশে।
ঢেউয়ের তালে মরণ-বাঁচন দুই ধারেতে নাচে।
ভোরের পাখি চৌকাঠেতে পালক যায় ফেলে-
হাওয়ায় হাওয়ায় ব্যারাম যত আপনা হতে সারে।
নীল দিগন্ত পড়শী আমার অন্তহীন খোঁজে।

-


8 JUL 2018 AT 3:22

তুমি ডিঙিয়ে যাও কবিতার মৃত দেহ,
তোমার চেতনারা আহত হয়ে ছড়িয়ে যায় রাস্তার দু পাশে।
রাতে ঘুমের মধ্যে তোমার স্বপ্নেরা পদপৃষ্ঠ হয়।
তুমি চিৎকার করো; কেউ শুনতে পায় না।
কেউ একবারের জন্য জানতে চায় না, তুমি কি বলতে চাও।

তবু তুমি বলে চলেছ জীবনের গল্প -
তোমার গল্প, তোমার সমাজের গল্প।
কারণ আজও প্রতি রাতের পর ভোর হয়, হারের পর জয়।
শীতকালে যে গাছের পাতা ঝরে গেছে, তারই কোনো
এক ডালে বসে বসন্তের গান গেয়ে যায় কোকিল-
অবিরাম, ক্লান্তিহীন।
তার সেই গানই বা ক'জন শোনে?
তুমি, আমি।

দেখো, একদিন এরম অনেক তুমি আর আমি মিলে আমরা হবো।
সেদিন ওরা আমাদের কথা শুনবে- হয়তো বাধ্য হয়ে।
তারপর, সবাই আবার মিলিয়ে যাবে, যে যার ব্যস্ত জীবনে।
তবে তারই মধ্যে থেকে বেড়িয়ে আসবে দু-চারটে হাত-
যাদের আঁকড়ে ধরে বাঁচবো আমরা, বাঁচবে কবিতা।

-


9 MAY 2018 AT 2:15


25 MAR 2018 AT 2:34


1 MAY 2018 AT 1:00