QUOTES ON #RODDUR

#roddur quotes

Trending | Latest
24 NOV 2017 AT 15:39

প্রিয় জলফড়িং,
তোর কাছে কবে ফিরতে পারবো জানিনা.. ব্যস্ততার চাদর মুড়ে কফি মেকারের সাথে ঘুম ভাঙে রোজ.. নিজেকে একদম পাল্টে ফেলতে হয়েছে.. অন্তরের ভাঙাগড়ায় ওদের সাথে ভিড়ে মিশছি প্রতিনিয়ত.. সেই ভোলা কাকুর আখের রসের কথা মনে আছে..? উফ্ সে কি স্বাদ.. যদিও তুহিনের হেলথ ড্রিংকের সাথে আপোষ করে নিয়েছি কবেই..! জানিস আমাদের কাকতাড়ুয়ার গল্প বললেই ও কি ভয়ানক হেসে ওঠে.. ও বড্ডো ভালো, কিন্তু পছন্দ গুলো আমার বিপরীত.. এদের কর্পোরেট বৃত্তের বাইরে আমার অনুভূতিরা ঘুরপাক খায়.. আসল খবর টাই তো দেওয়া হলো না..! এক মাস হলো আমি মা হয়েছি.. ওরা কি বিচ্ছিরি একটা বিদেশী নাম ধরে ডাকে.. তবে ইছাপুরের সব সবুজ ঘাসকে জানিয়ে দিস আমি আমার ছেলের নাম রেখেছি 'রোদ্দুর'....
ইতি -
চারু...

-


15 JUL 2020 AT 9:22

তপ্ত মাখা নির্জনীর প্রহর....
দিকবিশেষে বইছে হাওয়া
মাখছে ধুলো অহরহ।
জমজমাটি উৎফুল্লে
মাতছে মন খেয়ালি সুরে
গাইছে গান গুনগুনিয়ে
প্রসন্নতার তরে।।

-


23 NOV 2017 AT 17:23

রোদ্দুর তুই একটু দাঁড়া আমার মনের স্টেশনে ,
হাওয়ার সাথে সখ্য করে যাবোই তোর সনে ।

হলুদ মাঠে তুই লেগে দেখ ঐশ্বর্য বিলায় ,
বিহঙ্গের ওই ডানায় নাকি হিমের মৃত্যু ধায় ।

তোর নামে খোঁজ স্নান করে রোজ তোর ভীষণ সখ্যি ,
সূ্য্যির সাথে নস্টালজিয়ায় ওদের হেমন্ত লক্ষ্মী।

সোনায় আবার রঙ লেগেছে সোনার বরন ধান্যে ,
হেমন্তে তাই বঙ্গচাষী গান জুড়ে নবান্নে ॥

-


22 NOV 2017 AT 23:58

কতবার বলেছি , রোদ্দুর
ছুঁয়ো না আমায় !
আমি শয্যা পেতেছি কুমেরুর
বরফের তলায় ।
আবেগী ফসলের বীজ
সমাধিস্থ বুকের গভীরে ,
আমি ফসিল, ওরাও ফসিল,
অঙ্গাঙ্গী একান্ত নিবিড়ে।
ছুয়ো না ছুঁয়ো না রোদ্দুর!
গলে যাবে বরফ ,
আমি অপারগ নিতে তোমার
উষ্ণতার উত্তাপ ।
রোদ্দুর ছুঁয়ো না আমায় !!

-


12 JUL 2018 AT 16:55

অভিমানী রোদ্দুর

দীর্ঘ অন্ধকার রাতের শেষে
এলাম আমি স্নিগ্ধ করুণ বেশে,
জাগালাম ওই নব অঙ্কুর আমারই কিরণে
ছড়ালাম খুশির জোয়ার বদ্ধ আচলায়তনে।
আমার হালকা তীব্র তাপে বাজালি তোরা বিষন্নতার সুর
তাই হলাম আজ আমি তোদের অভিমানী রোদ্দুর।


সঞ্চারী দাস

-


22 NOV 2017 AT 20:29

রোদ্দুরে বসে ভাবি একা একা
তোর সাথে যদি নাই হত দেখা
শীতকাল ভরা মেজাজী দুপুর
চিনে বাদাম ঝালমুড়ি চানাচুর
প্রেম না তোর বন্ধুত্বটা
এই জীবনের সেরা উপহার
ঝলমলে রোদ ঠান্ডা বাতাসে
কখনও বা মেঘ ভরা আকাশে
কলেজ ফেরত আড্ডাটুকু
কবিতায় ধরা দিল আজ

-


29 MAY 2020 AT 8:37

আমার মনে আশার আলো সঞ্চার করে যা আমায় অন্ধকারেও আলোকিত করে জীবনে লক্ষ্যের দিকে নিয়ে যায়।।

-


22 NOV 2017 AT 20:54

জষ্ঠি মাসের ভরা রোদ্দুর
খাঁ খাঁ মাঠে চলি কতদূর
ঘামঝরা পথ নেইকো ছায়া
রোদ্দুর তুমি বড় নিষ্ঠুর
দামাল আষাঢ় পানী একরাশ
রোদ্দুর তুমি ভেঙে ছারখার
শ্রাবণ মাসে সবুজের খেলা
শীতের আকাশে মিঠে রোদ্দুর

-


24 NOV 2017 AT 12:51

কালো রাতের পর্দা সরিয়ে ভোরের সূর্যোদয়,
রাতের তারা বলে গেলো---"চলি বন্ধু, আজ আর নয়।"
ফুলগুলো সব ঘুম ভেঙে উঠে তাকালো দু-চোখ মেলে,
তুমি কি ঘুরে দাঁড়ানোর জন্য একমুঠো রোদ্দুর খুঁজে পেলে?

-


22 NOV 2017 AT 22:55

রোদ্দুর তুমি ঘামে ভেজার গন্ধ নিয়ে এসো
তোমার তাপে শরীর মেপে
ভালোবাসায় বাতাস কেঁপে
প্রাণ ভোমরা পেখম মেলে
আসবে হাতে প্রদীপ জ্বেলে
তাই তো বলি, তুমি আমায় একটু ভালোবেসো।

রোদ্দুর তুমি ছায়ার কারণ আমায় ভালোবেসে
আমার সাথে চলবে পথে
চড়ে যাবে হাওয়াই রথে
সঙ্গে থাকার শপথ নিয়ে
আলোয় ভেজার সাহস দিয়ে
জড়িয়ে থেকো ভরদুপুরে মনের মহল ঘেঁষে।

-