QUOTES ON #OWNED

#owned quotes

Trending | Latest
21 MAY 2020 AT 11:58

you are the only possession I own and you want me not to be possessive.how come ?

-


1 MAR 2020 AT 20:20

আয়নায় ওরা আজও আঁচড় কাটে ধোঁয়া দেখার ভয়ে.....
আমি পা টিপে হাঁটি,পাছে কৃষ্ণচূড়া কান পাতে!

ঘুণ ধরা চৌকাঠে ও কিসের আলপনা!
--ঢেউ এর পূর্বাভাস নাকি ঝড়ের বিভীষিকা....

ভেজা শেকড়গুলোতে ছাই লেগে আছে....
অন্ধকারের ভীড় ঠেলতে একটা খসখসে পাতা পেলাম।

জোনাকির আলো বুঝি...এগিয়ে যাই...
ঝাপসা...টাটকা রক্তের গন্ধ,বড়ো হালকা লাগে।

একটা শাসনহীন শান্তির সাম্রাজ্য পেলাম....
ধোঁয়া উঠলো আবার।।

-


9 JUN 2020 AT 0:49

উন্মত্ত মেঘের গায়ে
কাটাকুটি খেলাটা কি খুব দরকার!
ভার সইতে পারে না যে মেঘ!
বরং পারলে আগলে রাখিস কিছুক্ষণ।
জ্বর বাড়লে মা যেমন করে আগলে রাখে,
জলপট্টি দিয়ে।

সময় হলে তো পালিয়েই যাবি।
অজুহাত-আমার দোষ।
তা না হয় যাস,
অজুহাতে তো আমি মিশে থাকবো!

-


3 JUN 2020 AT 2:37

গলার কাছে চাপ ধরে থাকে মুক্তিহীন আবেগ-
আমি বলি দূর্বা ঘাস,
জন্মস্থান আলাদা,উপহার গুলো এক।

আমি চোখের পাতায় নতুন অভিধান খুঁজি।
তুমি গিলোটিন ভেবে এড়িয়ে যাও।
আর কতোটা জলের অপচয় হলে
তুমি তাপমাত্রা বাড়ার কারণ টা বুঝবে!

-


29 JUL 2020 AT 12:06

ঘুম দরজা ছেড়ে বেরিয়ে যায়,
নিঃশব্দে।
আমি ছুঁয়ে দিতে যাই কেবল,
স্বপ্ন দেখব বলে,
আমার কাছে স্বপ্ন আর তুই এক।

হাত পিছলে যায়-
ধরা হয়না আর তোকে।
স্বপ্নটাও তোর মতো
ধরতে গেলে বেরিয়ে যায় জলের মতো।

মাঝে থেকে আর ঘুম আসে না আমার।।

-


6 JUN 2020 AT 20:33

সেই চেনা গলিঘুঁজি,
চেনা গন্ধ,চেনা স্পর্শ।
কেবল আলোগুলোর উজ্জ্বলতা বড়ো বেশি,
চোখে সয়না আর এখন।
তাই অন্ধকার হাতড়ে ফিরি
ক্ষয়ে যাওয়া নদীর পাড়ে।
ভিটেমাটি টুকুই সম্বল,
তাও তারাদের সম্মোহনের আমন্ত্রণে ফিরে এলাম আবার মাটি খুঁড়ে।

এক ফোঁটা, দু'ফোঁটা করে নিঃশ্বাস ঝরে পড়ে।
দেখো,আমি মৃত্যুকে আগলে বেঁচে আছি কেমন!

-


15 APR 2019 AT 16:13

I am owned,
I am blessed...
I am proud,
I am caged...
I am with collar,
Which makes me remember...
You are my Master-
You are my owner..
You are mine that's why you are Dom,
It's not my helplessness it's my submission...

-


27 JUN 2020 AT 20:28

অন্দরমহল থেকে বেরিয়ে স্বাধীনতার চিতাভষ্ম-
অধিকারের লড়াই টা থামে যখন
অভিযোগ গুলো হাঁপিয়ে ওঠে।
ওরা তখন আর বিদ্রোহী নয়,
মুক্তিযোদ্ধা।
পিছুটান গুলো আনমনে শিকড় বাড়িয়ে তোলে,
সম্পর্করা ইতিহাসে স্থান পেতে গিয়ে
ভবিষ্যৎ হাতড়ে ভুল করে বসে।
জ্বর এলে জন্মান্তর ভুলে যাই,
ওটা অভ্যেস।
তবু কবিতা আমায় জড়িয়ে নেয়
শুকনো খসখসে পাতার ভেজা নিঃশ্বাসের মায়ার মতো।
আমি শুধু শিল্প নয়,
শিল্পীকেও ভালোবাসি-
বলতে পারো বরাবরের বদভ্যেস।।

-


18 JUN 2020 AT 20:45

শূন্য দৃষ্টি,
নিস্তেজ।
নিঃস্তব্ধতা জুড়ে বোবা আর্তনাদ।
ঘড়ির কাটায় লেগে ছিটকে যাচ্ছে আবেগ,অনুভূতি।
ভাঙা প্রতিবিম্ব ছুটে চলেছে শিরদাঁড়া বেয়ে।
দু'চোখে দুটো রক্তমাখা ছুরি-
একটায় ধুঁয়ে ফেলার তাড়া,
অপর ছুরি থেকে রক্ত পড়ছে হেলেদুলে।
বিশ্রাম,তৃপ্তি।
রগচটা চোখ দুটো খানিকটা শান্ত।

-


1 JUN 2020 AT 21:38

ছায়াপথ এঁকেছিলাম তোমার বুক-পকেটে,
তুমি কক্ষপথ এড়িয়ে গেলে।
বরাবরই ভূগোল টা যে তোমার সয়না।
তাও নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে
দু'চারটে কবিতা লিখেছিলাম জল-কাদায়।
কবিতায় বাজ পড়ে জানান দিলো,
আকাশ কি আর একার হয়!

-