QUOTES ON #ODHIKAR

#odhikar quotes

Trending | Latest
24 JAN 2020 AT 14:35

Pura haq hai Tera mujhpe, tu khoob jataya kar,
Pura haq hai Tera mujhpe, tu khoob jataya kar,
Main na bhi pucho to bhi
Tu mujhe sab bataya kar...

-


7 JUL 2019 AT 13:32

অধিকার টা হয়তো সত্যিই নেই আর......!!!!!

-


10 DEC 2018 AT 9:43

তোর ওপর আমার
অধিকার ছিল অনেকটাই
কিন্তু,
পরে জানলাম সেই অধিকারটা
আমার একার নয়!

-


1 SEP 2020 AT 20:28


मै तलाश मे था, उसकी एक झलक पाने को,
वो गुजरी भी गली से.. कम्बख्त! नक़ाब ओढ कर...

-


3 AUG 2021 AT 1:42

तारों की छाओं में तुम आ जाना,
'मयंक' की आभा ओढ़ कर आना,
मंद मंद मुस्कुराहट बिखेरती रहना तुम,
और मैं सीख जाता तुमसे, मुस्कुराना।

-


10 DEC 2018 AT 9:46

এ কেমন সমাজ !
যেখানে নেই অধিকার
প্রতিদিন বাঁচার লড়াইয়ে
ধর্ষিতা করে চিৎকার !

-


16 MAY 2018 AT 0:05

তোমার কাছে বকা খেয়ে,
আবার তোমাকেই জড়িয়ে ধরে কাঁদা ,
হ্যাঁ,এটাই আমার ভালোবাসা,,,

-


12 MAR 2018 AT 20:32

অধিকার।
সে তো শুধু তোর ওপর ফলাই।
মাঝে মধ্যে ভুল হয়ে যায় কারণ আমিও তো রক্তমাংস দিয়ে তৈরি একটা মানুষ।তাই ভুল আমারো হয়।আচ্ছা তুই বল জোর করার জায়গাটা তুই তৈরি করেছিলি বলেই না তোর ওপর এত জোর ফলাই।রাগ দেখাই,অভিমান করি।শেষে নিজেই আবার কষ্ট পাই।কষ্ট হয় কারণ ভুল করেও যখন তোকে আঘাত করে ফেলি নিজেই তখন ভেঙেচুরে চুরমার হয়ে যাই তখন।মনটা অস্থির হয়ে ওঠে একবার তোর মুখ টা দেখার আশায়।খুব দেখতে ইচ্ছে করে তখন তুই কি এরকমি কষ্ট পাচ্ছিস।জানিনা তোর অনূভুতি কেমন যদিও তাও আমার কথাটা বললাম।তোর ওপর নিজের এটুকু অধিকার আছে মন থেকে মানি বলেই হয়তো এসব করি।

-


6 JAN 2018 AT 12:15

যে মেঘ পাহাড়ের, সে বৃষ্টিতে বোধহয় সমতলের কোনও অধিকার থাকতে নেই...

-


10 DEC 2018 AT 11:52

গালভরা আদরের সম্বোধন- " মানবাধিকার "।যা কেউ কাউকে এমনিতে দেয় না ।প্রতিবাদ করে, রুখে দাঁড়িয়ে,জোর করে ছিনিয়ে নিতে হয় নিজের অধিকার ।খুব কম ভাগ্যবান আছেন- যারা এমনিতেই নিজের অধিকার পায়।
জাতি,ধর্ম, বর্ন, নির্বিশেষে - সদ্যজাত শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা- সবার চাই অন্ন, বস্ত্র, বাসস্থান- এর অধিকার, সর্বোপরি বেঁচে থাকার সুষ্ঠ অধিকার ।কিন্তু কে তাকে দেবে?
নিজ কর্ম ও জন্ম জন্মান্তরের কর্মফলে তুমি যদি অপরকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কর,তাহলে যতই চেষ্টা কর তুমি ও বঞ্চিত হবে নিজ অধিকার থেকে ।
এই নির্মম সত্যি টা মেনে নেওয়া র সাহস নেই ।তাই অধিকার রক্ষার জন্য সর্বত্র এত যুদ্ধ ।কিছু ক্ষেত্রে সফল হয়- আর তখনই হয় মানবাধিকারের জয় ।

-