কবিতা তোর গন্ধ শুঁকি দিন-দুপুরে...
অন্ত্যমিলের সঙ্গে চলে প্রেম-পিরিতি!
কান্না হাসি বাঁধিস স্বতস্ফূর্ত সুরে,
ব্যর্থ প্রেমের জীবাশ্মে তুই অ্যাফ্রোদিতি।।-
ছোট্টবেলার কাঁচপোকা টিপ প্রথম কবিতা
কনিষ্ঠা ছুঁয়ে সপ্তপদী কবিতা-গোধূলী,
ব্যথার সাগর পেরিয়ে মা, আত্মজা কবিতা,
আমৃত্যু লাবডুবে কবিতা মেহুলি ।।-
কবিতা তুই গুমোট দিনে দমকা হাওয়া!
মন পিয়াসী হলেই তো তুই কালবোশেখী!
চরম প্রতিবাদের মুখে তুই হাতিয়ার,
তোকে ছাড়া ব্যস্ততাতেও মন বসে কি?-
তুই আমার খোলা চুলের কালবৈশাখী ঘ্রাণ
তুই আমার ব্যর্থ মনের মিথ্যে অনাচার ,
তুই আমার ডানায় বাঁধা লুকানো চিরকুট
কবিতা , তুই ফাটা ঠোঁটের আলতো পাহারাদার ॥-
কবিতা আমার কল্পনার ছোট্ট একটি চারা,
ছন্দ ফুলের পাপড়িতে সাজিয়ে নিই তোড়া।
ভাবনা আর বাস্তবতায় মিশিয়ে দিয়ে সার,
শব্দমাণিক দিয়ে গাঁথি মুক্তা মণি হার।
-
কবিতা তুমি ধ্রুবতারা,মন ছুঁয়ে অন্ধকারে;
রূপকথাদের জীবাশ্ম বোনো বাউল সেজে একতারে।
আস্তিন ভরা অভিমানে,হয়তো আমি প্রেমিকা;
জীবন্ত সমাধি আমি,তুমি আমার সংহিতা।-
আবেগ যখন হৃদয় জুড়ে অন্ধকার হানে,
মনকেমনের রাত্রি নামে, সবার সঙ্গোপনে,
কবিতা তখন বাঁচতে শেখায় কাঁটাতারের সাথে।
সুপ্রভাতের ভরসা জাগায়, দুর্যোগ মুখর রাতে।।-