19 DEC 2017 AT 17:05
মন খারাপের এই আঙিনায়
হৃদয় আমার হাতড়ে বেড়ায়..
তোমার দেওয়া মূহুর্তে গুলো
আজকে আবার ফিরতে চায়।
কী গো? কী ভাবছো তুমি?
এ তুমি যে সে তুমি নয়
আসবে তুমি কেমন করে?
গরম নয় এ যে শীতের সময়।
হাহাহা, হাসছো তুমি?
ভাবছো যে কী বলছি আমি?
হাওয়া তুমি বড্ড পাজি
সময়ের সাথে শুধু রংবাজী।-
28 MAY 2018 AT 0:36
একটুকরো শীতল হাওয়া, নূন্যতম মূল্য ৫ টাকা
না,না গরম থেকে বাঁচতে নতুন আবিষ্কার নয়!
নামি কোম্পানির চিপ্সের প্যাকেট।
-
8 JUN 2018 AT 6:16
বিন্দু বিন্দু ঘাম
ঝরছে অবিরাম,
পড়েছে বেশ গরম,
বাতাসের ও শরম,
জব্দ করছে চরম,
উষ্ণতার মহরম,
বৃষ্টিও দিচ্ছে ফাঁকি,
দুর্দশার কি বাকী?
-
9 JUN 2018 AT 21:04
"ভ্যাপসা গরমের পরে
ঝড় বৃষ্টির রাত,
আমার ব্যর্থতার ইতিহাস।"-