QUOTES ON #BRISHTI

#brishti quotes

Trending | Latest
1 AUG 2018 AT 0:36


26 APR 2018 AT 20:58

কোলকাতা,শুনলাম নাকি তোর বুকে আজ ভীষণ বৃষ্টি ঝরছে?!
পুরোনো ফোনে কান পেতে দেখ তো একটিবার,
কার নাম সে বলছে?!

-


7 JUL 2017 AT 15:45

জানলায় জমে থাকা এই জলকণাগুলি আজ ভাষা পেল,
ঠিক যেমন শব্দের মাঝে আমাদের সেই চুপ থাকা;
ঝাপসা এই কাঁচের মতোই আজ আমাদের সম্পর্ক
দূর থেকে স্ফটিকের মতো স্বচ্ছতায় আচ্ছন্ন,
কিন্তু কাছে আসলেই কুয়াশায় ঢাকা।

-


12 AUG 2017 AT 18:03

ও বৃষ্টি !!
তুই এবার একটু থাম !
দেখছিস তো বিরস-বদন
পেটের মাঝে ছুঁচোর নাচন,
আমার পেটের ক্ষুধার মরণ
ঝরায় যাদের ঘাম !

বৃষ্টি তুই মিষ্টি, নাকি
বিরহী-চোখের জল,
ঘুচিয়ে সকল ছল, চল
তোর জলে তুই চোখ ধুয়ে নে,
যত্ন করে মুছিয়ে দেবে
যক্ষী-বিরহী আঁচল ।

-


4 AUG 2018 AT 18:02

বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি।একটানা "রিমঝিম"এর মাদকতা।জানলার ধারে কফিকাপে মুখোমুখি আমি-নীললোহিত আর মুহূর্তরা।

-আজ কত্তদিন পর বর্ষা এল।এই ঠিক যেমন তুমি এলে,আমার কাছে।আজকাল আর আসো না,তবে আজ এই হঠাৎ বৃষ্টিতে তোমায় পেয়ে বুকের বাঁদিকের কম্পাঙ্ক যে বেড়ে গেছে তা অস্বীকার করব না।
-তুমি যে সাহসী,তা আমি জানি।হয়তো,অনাকাঙ্খিতের স্বাদ এরকমই লেখিকা।তোমার জীবনেও তবে অপেক্ষারা আছে,কী বলো?
-হাসালে নীললোহিত।আমিও যে তোমাদের মতোই মানুষ সেটা ভুলে গেছো কী!এমন বৃষ্টিমুখর দিনে ঝগড়া আর নাই বা করলে প্রিয়।একটা গান শোনাও তো...
-আজকাল সুর ওলটপালট হয় ভীষণ,বাঁধতে পারি না স্বর।কী করে শোনাবো গান লেখিকা?
-এভাবে কাছে এসেও কেন বারবার দূরে ঠেলে দাও নীললোহিত?দূরত্বেরা কী আমার থেকে বেশি প্রিয়?
-তুমি আজও বড় অভিমানী,লেখিকা।বুঝেও বুঝতে চাও না যেন!এসো,আমার বুকের বাঁ পাশটাতে কান দিয়ে দেখো তো,শুনতে পাও তোমার নামের সুর?
-মাঝে মাঝে তোমাকে দুর্বোধ্য লাগে ভীষণ,আবার মাঝে মাঝে মনে হয় তুমি ঐ বৃষ্টির মতোই নির্মল,সহজাত।তবে,তুমি কেমন নীললোহিত?
-আমি,তুমি ঠিক যেমনটা চাও হয়তো ঠিক তেমনই,লেখিকা।আবার হয়তো তার থেকে বেশি বা কম!
-ধুর,হেঁয়ালি কোরো না প্রেমিক।আমি যে সহজ-সরল ঐ বৃষ্টির মতোই...
-তাহলে,পরখ কোরো না লেখিকা।কেবল অনুভব করো।দেখবে আমি তোমার সবখানে আছি।

তখন দু'জোড়া হাত জড়িয়ে নিয়েছে অস্তিত্ব।বৃষ্টির সঙ্গতেও যেন,"এমন দিনে তারে বলা যায়"...

-


13 JUN 2018 AT 15:51

তুমি বৃষ্টি মেখে ঝাপসা ভীষণ,ভিনদেশী তারা।
আজও উপন্যাসে খুঁজি তোমায়,নীলচে ইশারা।

-


29 JUN 2018 AT 16:08

দুপুরগুলো ভীষণ একা,
বৃষ্টি কালো চোখে...
ভালোবাসো না বলে আজ,
মন্দবাসলেই পারতে...

-


16 FEB 2018 AT 7:54

এক পশলা বৃষ্টি নামে চোখের তারায়
বসন্তের প্রেম ও নাকি রুমাল ভেজায়
নীল চোখ আর নীল আকাশের লাল লালিমায়

-


17 JUL 2020 AT 11:53

সব কষ্ট ধুইয়ে নিই ..

-


13 JUN 2018 AT 12:11

মেঘের গল্প শোনাচ্ছিল যত্নে পোষা কান্নাগুলো,
আমার ছাদে হঠাৎ দেখি আকাশ ভেঙে বৃষ্টি এলো...

-