QUOTES ON #BRIDGE

#bridge quotes

Trending | Latest
23 MAR 2019 AT 16:53

I wake up to bridge the gap between
my dreams, my responsibilities and the reality.

-


4 SEP 2018 AT 22:53

|| প্রসঙ্গ যখন মাঝের হাট ||

নীল-সাদার সুন্দর শহর,
শহরে তাই খুঁড়ছি কবর।
ছিল নাকি অজানা গহ্বর,
তুমি-আমি সবাই বর্বর।

ভাঙছে ভাঙুক, আছে সেনা,
তুমি আমি বরং করি হেনা।
রাজ্যের ক্ষয়-ক্ষতি বড্ড চেনা,
আমার ঘরে এক-কোটি দেনা।

-


3 DEC 2021 AT 17:11

Make a Bridge that Connects
&
not a Partition that Separates

-


23 MAR 2017 AT 22:47


I neither followed any speed limit,
nor failed to build any bridge.

Turns out,
I was traveling towards the wrong destination all this time.

-


19 JUN 2019 AT 19:56

কলকাতার ভীড়, দমবন্ধ পরিবেশ, বাড়িতে বসে পড়া বেকার বাবার একমাএ মেয়ের প্রতি প্রত্যাশা " মনাই, দেখ্ তুই ছাড়া আমার আর কেউ নেই!", অফিসে বসের কুদৃষ্টি আর তার নানা অছিলায় করা নোংরা ইঙ্গিত.. সব নিয়ে তিতাসের নিঃশ্বাস-প্রশ্বাসের জায়গাটুকুও যেন ধীরে ধীরে মিশে যাচ্ছিল অন্ধকারে, প্রতিদিন নিজের প্রত্যাশা, ইচ্ছেগুলির গলা টিপে খুন করে তার প্রাণও যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল।

আজ আবারও বস গায়ে হাত দিয়েছে, আর বলেছে যদি ওর দাবি না পূরণ করি তো কাজ থেকে বাদ দিয়ে দেবে.....কোনোমতে পালিয়ে এসেছি ওই নরক থেকে, কিন্তু এখন... কোথায় যাব, কি করব, এত তাড়াহুড়োয় কেই বা আমায় চাকরি দেবে, বাড়িতে কি বলব, এসব ভাবতে ভাবতে ঠিক সন্ধ্যে সাতটায় হাওড়া ব্রিজে এসে দাড়িয়েছি, মনে হচ্ছিল ঝাঁপ মেরে দিই গভীরে সেখানে গেলে যেন আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে।

রেলিঙের ওপর একটা পা তুলতেই পেছন থেকে আওয়াজ এল, "আমার মতই চলে যাচ্ছিস, তোর বাবাকে ছেড়ে?"...হঠাৎ চমকে পেছনে তাকিয়ে দেখি মা দাড়িয়ে.." এভাবেই হেরে যাবি? আচ্ছা, সুখে থাকবি তো ওখানে?"... চমকে গিয়ে টনক নড়ল, কি হচ্ছে না হচ্ছে ভেবে ওঠার আগেই নিজের অজান্তেই বাসে চাপলাম, সেদিন ওটা মা ছিল কিনা জানি না... হয়ত আমার দায়বদ্ধতাই আমায় হাতছানি দিয়ে ছিল পিছুটানের তাগিদে!

-


18 APR 2018 AT 20:14

Few stones of doubts made a great wall between us.
Now uncountable stones of
trust can't make a bridge
between our hearts.

-


7 APR 2021 AT 13:03

उस पत्थर दिल को मैंने अपनी महोब्बत से फूल🌹 बना दिया.. (२)

उन्होंने कहा...

" हम नदी के दो किनारे है, कभी मिल नहीं सकते "
तो मेंने उस नदी पर...
पूल बना दिया...

-


5 APR 2017 AT 1:23

Whom to choose?
The person I love,
or the person who loves me?
Well, I will choose the one,
the one who will dare to build a bridge,
the bridge between these two.
Because that's the power of Love.
It is neither chosen nor found,
its built.

-


17 AUG 2017 AT 22:18





-


24 APR 2020 AT 3:13

BRIDGE

What connects me to her ?.. maybe a bridge!
A bridge of pain...
A bridge of hope...
A bridge which stands on the pillars of faith...
A bridge of belief...
A bridge of worry!...
A bridge which provides both of us relief...
A bridge of purity...
A bridge of maturity..
A bridge which establishes rarity...

-