QUOTES ON #BONGPOEM

#bongpoem quotes

Trending | Latest
10 MAR 2018 AT 0:27

// শর্ত যখন প্রতি মুহূর্তে সঙ্গ খোঁজে //

শর্ত শুধু এটাই হোক
একসঙ্গে কাটাবো সারাজীবন ।
সব কথা তোলা থাক,
নির্বাক নয়নে দেখবো তোকে
এক্কেবারে চুপটি করে ।
তোর আঙুলের স্পর্শ নিয়ে
কাটিয়ে দেব শত প্রহর ।
মিষ্টি সুরের কোকিল-কেও
থামিয়ে দেব দুপুর হলে,
নীলাভ লালচে আকাশ হতে
সূর্য যখন বিদায় নেবে
তোর হাতটা যেন থাকে আমার হাতে
শর্ত শুধু এটাই হোক । ❤

-


5 MAY 2018 AT 18:00

কলঙ্কিনী
কল্পনার জগৎ জুড়ে এক বিশাল আকাশ
কদর পায় যেখানে তৃষ্ণার্ত ভালোবাসা
কম হয় না মনের টান, আর গুছিয়ে রাখা স্বপ্নরা
কর্ণপাত করেনা বাস্তব যাতে,রাতের কালো গায়ে মেখে
কলঙ্কিনী ধন্ন্যি মেয়ে, সমাজ যাকে সরিয়ে রাখে
কল্পনাতে সে নিজের সংসার গড়ে,
কম পয়সায় স্বপ্ন মেঘে ভেসে বেড়ায় কলঙ্কিনী ধন্ন্যি মেয়ে।

-


18 JAN 2019 AT 23:52

অনুভূতিরা লাগামছাড়া।
দেখা পেলে তোমার,
সুখ খোঁজে শুকতারা।

-


6 JAN 2019 AT 23:03


ভাঙ্গা ঘুম, বালিশের নালিশ, প্রহর গোনা রোজ।
ভীষণ জ্বর, একলা মন, তুমি বিহীন এ'জীবন প্রতিপদে নিখোঁজ।

-


17 JAN 2019 AT 15:04

আলিঙ্গন করে নিস্তব্ধতা,
দুহাতে গুছিয়ে রাখি
রোদমাখা স্বপ্নিল সোহাগ।
বন্ধুচক্র কমতে কমতে
অবশিষ্ট রই শুধুই আমি।

-


8 JAN 2019 AT 20:37

পাহাড় সম নোটস,
পড়ার জন্য পড়ি কম।
তবু ভালোলাগে জানতে
ইংরেজি লিটারেচার।

-


2 JUN 2018 AT 21:50

শুধু সঙ্গ দিও জোনাকী
হৃদয় জুড়ে স্তব্ধতা আঁকব,
জোৎস্না রাত হোক মোড়ক
ভালোবাসা, আবেগে মত্ত থাকব ।

-


1 JUL 2018 AT 23:37

দেশলাই কাঠির আয়ু বড্ড কম,
তবে সাহসিকতা অনেক বেশি
মুহূর্তেই জ্বালাতে পারে
এই আস্ত
পৃথিবী।

-


13 FEB 2018 AT 18:53

চুম্বন-টা নিকোটিনের থাক,
স্পর্শে যে চেনা মানুষও নির্বাক,
রোদের চেনা পথেও সহস্র বাঁক,
অলস আমি, আর একটু বেশি খামখেয়ালি। ❤

-


21 JAN 2018 AT 10:17

মন আজও সেই সুর খোঁজে,
শান্ত নদী আজও বয়ে যায়, আপন মনে,
তার অধরা মনে জায়গা নিলে
সেকি আমায় ডাকবে আজও, আগের মতো করে ?

স্বপ্ন দেখার মানা নেই
তাই, না বলা কথা গুলো সংগোপনে ভাষা খোঁজে !
নিশি রাতে শব্দ শুনি, আর ভাবি
আজ যদি সে আসে,
জীবনে না হোক স্বপ্ন দেশেই আসুক !

হাজার মুখের ভিড়ে
আজও সে আছে,
সে বাঁচে ;
আমার ভগ্ন হৃদয় এর প্রতি কোণে, সংগোপনে । ❤

-