সাত সমুদ্র তেরো নদী,
পেরিয়ে যে এসে,
বোনের হাতের ফোঁটা,
পেলাম অবশেষে।
বোন যে আজি দিল ফোঁটা,
নিয়ে মনে ভক্তি,
চন্দনের এই একটি ফোঁটায়,
আছে অনেক শক্তি।-
My most beautiful gifts r from my Sister
And it's only bcoz of my sis I feel gifted.-
You know what,mumma told me when first time I saw you,i got angry and I bit you...its been long time that I have to understand that you are just not part of my life although you became my everything sweetheart...its not your birthday ofcourse,but it's a special day for both of us...I want all the happiness for you,i want to give my all love, happiness to you bachha...vai loves you so much...I think you are the first brother in this world who still call me vai instead of didi...ok only today we will not fight,from tomorrow will start again sumo fight... ok?☺️
SUBHO VAI FOTA...-
Dear Brother ,Bhabis and Sis
Though I can protect myself but I get my strenght from you all.
Stay as you are and feel blessed to call me as yours with pride.
May all your dream come true and those which don't,don't worry ,you can make infinite no of them.Keep smiling and keep rocking.-
Yun to usse apni mohabbat ko byaan krne ke liye
Kisi khaash din ya koyi khash lamha nhi chahiye
Magar jo zindagi hamari hamesha ladai ke sath hi gujarti hai
To socha Chalo aaj uske bare me kuch byaan kiya jaye
Mangi thi dua us rab se,
dena tu mujhe wo insan jo chahe mujhe jyada sabse
Us rab ne nawaza mujhe ek pyari bahan se
Wo khud me nayab hai, alag hai wo sabse
Danti hai mujhe dadi ki tarah
Samjhati hai mujhe nani ki tarah
Yun to baat baat me mujhse rooth jati hai
Lekin phir khud manati hai ammi ki tarah
Kushnaseeb hoon main, paya hoon use jabse
Wo khud me nayab hai, alag hai wo sabse
Usse chidhana accha lagta hai, usse jhagadna accha lagta hai
Use naye naye namo se bulana accha lagta hai
Jab bhi khud se mayoosh hota hoon
Pal uske sath bitana accha lagta hai
Aye mere rab bas tujhse dua hai itni
Ki aaye agar koyi moshibat mere bahan pe
To de kar mujhe wo moshibat
Meri bahan ki hamesha hifazat krna
-
ভ্যালেন্টাইন্স ডে তে গার্ল ফ্রেন্ড কাছে না থাকাটা কষ্টের নয়,
রাখি পূর্ণিমায় এবং ভাই ফোঁটায় বোনের কাছে না থাকাটা যতটা কষ্টের।-
~শুভ ভাতৃদ্বিতীয়া~
দিদি/বোন, আজ তুই যখন পরম স্নেহে বলে উঠবি -"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।" তুই হয়তো অনুমান করতে পারবি না তখন আমার মনের দশা কি হবে, আনন্দ ও উৎফুল্লতায় আমার সর্বশরীরে শিহরণ জেগে উঠবে, তোর দুচোখ ছেয়ে যাবে পরম মায়া ও মমতায়।।
দিদি/বোন, তুই যখন আমাকে ঘী চন্দনের ফোঁটা দিতে ব্যাস্ত হয়ে যাবি আমি তোর মধ্যে খুঁজে পাবো মায়ের মমতার প্রতিচ্ছবি। সর্বশেষে আমার মাথায় তোর আশীর্বাদের ছোঁয়া, সেই ছোঁয়ায় থাকবে হাজারো স্নেহ, হাজারো ভালোবাসা।।
-
চোখের কোনটা হটাৎ চিকচিক করে উঠলো অভ্রর..
.
.
..ভাইফোঁটা..
আজ খুব অভিমান হচ্ছে তার উপর..! বলতে পারো খুব রাগ ও হচ্ছে..
"এইভাবে ছেড়ে চলে যেতে পারলো? একবারও ভাবলো না এরপর তাকে কে ফোঁটা দেবে..? একবারও ভাবলো না এবার কষ্ট পেলে কার কোলে মাথা রেখে কাঁদবে অভ্র? এরকম হুট করে চলে গেলো কিচ্ছু না বলে..!"
- সকাল থেকেই চোখে পড়ছে একের পর এক স্ট্যাটাসগুলো... নিচে লেখা #VaifotaSpecial..
নাহ্.! বোন বা দিদি নিজের কেউই নেই তার..! আর .. যারা আছে ওই "খুড়তুতো - পিসতুতো - মাসতুতো", তারা হয়ত কেউ থাকে বাইরে আবার কেউ হয়ত "ব্যাস্ত"..! তাই... ফোঁটাটা ঠিক দেওয়া হয়না তাদের.!
ছিল একজন -তার আদরের "ঠাম্মা"। প্রতি বছর ফোঁটা দিতেন তার "ভাই"কে।
কিছুদিন আগে তিনি হটাৎ ই হৃদরোগে আক্রান্ত হয়ে ছেড়ে চলে যান তার "ভাই" কে।
খুব কষ্ট হচ্ছিল অভ্রর আজ বন্ধুদের ছবি গুলো দেখে। মনে পড়ছিল সেই আগের বছরগুলোর কথা.! কত্ত আনন্দ হতো ..!
চোখের কোনটা হটাৎ চিকচিক করে উঠলো অভ্রর..
-